
দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে সংস্কারকাজ শুরু করেছে দিনাজপুর সড়ক ও জনপথ কর্তৃপক্ষ। আজ বুধবার সকাল থেকে এ কাজ শুরু হয়।
এর আগে গত রোববার দুপুরে দিনাজপুর দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক আতাউর রহমান সরকারের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ তদন্তে আসে। গত ২৩ মার্চ দৈনিক আজকের পত্রিকায় “মহাসড়কজুড়ে ‘আলপথ’, ঝুঁকি নিয়ে চলছে গাড়ি” শিরোনামে এ–সংক্রান্ত একটি সংবাদ প্রকাশিত হয়।
সরেজমিনে দেখা গেছে, আজ দুপুরে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন স্থান দেবে গিয়ে সৃষ্টি হওয়া উঁচু জায়গাগুলো একটি মেশিন দিয়ে ভেঙে সমান করে নতুন করে সেগুলোতে পিচ ঢালাই দেওয়া হচ্ছে। এসব কাজ করছেন সড়ক ও জনপথের শ্রমিকেরা।
সংস্কার টিমের সঙ্গে আসা দিনাজপুর সড়ক ও জনপদের উপসহকারী প্রকৌশলী তরিকুল ইসলাম বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের যেসব স্থানে সমস্যা দেখা দিয়েছে, তা সংস্কার করা হচ্ছে। আমরা বর্তমানে বিরামপুর অংশে কাজ করছি। পর্যায়ক্রমে পুরো সড়কের সমস্যাগুলোর সংস্কারকাজ করব।’
দিনাজপুর সড়ক ও জনপথের উপবিভাগীয় প্রকৌশলী (ফুলবাড়ী সড়ক উপবিভাগ ও দিনাজপুর সড়ক উপবিভাগ) আমানুল্লাহ আমান বলেন, যেহেতু সড়কটির নির্মাণকাজ শেষে হওয়ার পর ঠিকাদারি প্রতিষ্ঠানের মেয়াদ শেষ হয়েছে, তাই সড়কের যে স্থানগুলোতে সমস্যা হয়েছে, সেখানে রিপেয়ার কাজ শুরু করা হয়েছে। যাতে নির্বিঘ্নে যানবাহন চলাচল করতে পারে, সেদিক লক্ষ্য রেখে দিনাজপুর-গোবিন্দগঞ্জ পর্যন্ত যেসব স্থানে সমস্যা রয়েছে, পর্যায়ক্রমে সেই জায়গাগুলোতে সংস্কার করা হবে।
উল্লেখ্য, চার বছর আগে ৮৮২ কোটি টাকা ব্যয়ে ১০৬ কিলোমিটার দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের নির্মাণকাজ শুরু করে সড়ক ও জনপথ (সওজ)। আঞ্চলিক মহাসড়কটি সংস্কার ও প্রশস্তকরণের চার বছর যেতে না যেতেই সড়কের বিভিন্ন স্থান দেবে যায়।

বাংলাদেশ থেকে ভারত ভ্রমণে বিধিনিষেধ, ভিসায় কড়াকড়ি, নানা শর্ত আরোপ আর ভ্রমণ কর বৃদ্ধির নেতিবাচক প্রভাব পড়েছে বেনাপোল স্থলবন্দরে। এক বছরের ব্যবধানে এই বন্দর দিয়ে ভারতগামী ও প্রত্যাবর্তনকারী পাসপোর্টধারী যাত্রীর সংখ্যা কমেছে ১৩ লাখ ৫০ হাজারের বেশি।
২ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের অষ্টগ্রামে খালের ওপর নির্মিত ৬৭ লাখ টাকার একটি গার্ডার সেতু পাঁচ বছরেও মানুষের ব্যবহারে আসেনি। সেতুর দুই পাশে সংযোগ সড়ক না থাকায় এটি এখন কার্যত অকার্যকর। কাজ শেষ না করেই বিল উত্তোলনের অভিযোগ উঠেছে।
৩ ঘণ্টা আগে
মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল এলাকায় বিস্তীর্ণ মাঠজুড়ে ধান, গমসহ নানা ধরনের ফসল। তারই মাঝখানে একখণ্ড জমিতে কোদাল দিয়ে তামাকগাছ পরিচর্যা করছেন এক কৃষক। একসময় এই জমিতেও বিভিন্ন ফসল উৎপাদন হতো। অধিক লাভের প্রলোভনে এখন সেখানে ঢুকে পড়েছে তামাক চাষ।
৩ ঘণ্টা আগে
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বরিশালে আসছেন ৪ ফেব্রুয়ারি। ঠিক তার এক দিন পর ৬ ফেব্রুয়ারি বরিশাল সফর করবেন জামায়াতের আমির শফিকুর রহমান। এর মাঝে ৫ ফেব্রুয়ারি বরিশালে নির্বাচনী জনসভায় আসছেন ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
৩ ঘণ্টা আগে