রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি

প্রচণ্ড দাবদাহের মধ্যে কোনো দিকে লক্ষ না করে শাবল দিয়ে এক নিশানায় মাটি খুঁড়ে যাচ্ছে একদল মানুষ। উদ্দেশ্য, মাটি খুঁড়লেই পাওয়া যেতে পারে স্বর্ণ। তাই কোনো দিকে না তাকিয়ে মাথা নিচু করে চলছে মাটি খনন। ঘটনাটি ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলার একটি ইটভাটায়।
রাণীশংকৈল সদর থেকে পাঁচ কিলোমিটার দূরে বাচোর ইউনিয়নের রাজোর এলাকায় অবস্থিত আরবিবি ব্রিক্স ইটভাটা। এক মাসে আগে কথা উঠে এই ইটভাটায় স্তূপ করে রাখা মাটি খুঁড়লেই মিলছে স্বর্ণের বিভিন্ন অংশ। এ কথা ছড়িয়ে পড়লে সাধারণ মানুষ দিন–রাত সমানতালে মাটি খননে নেমে পড়েন।
আজ শনিবার বিকেলে আরবিবি ইটভাটায় গিয়ে দেখা যায়, ইটভাটাটির পূর্ব দিকে দুটি ও পশ্চিম পাশে একটি মাটির স্তূপ রয়েছে। সেখানে বিভিন্ন শ্রেণি মানুষের জটলা। সে জটলার মধ্যেই ছোট শাবল ও কোদাল দিয়ে আস্তে আস্তে মাটি খনন করে বাছাই করছেন বয়স্ক, যুবক, কিশোর, কিশোরীসহ বিভিন্ন বয়সী নারী পুরুষেরা।
এ সময় শ্রাবন্তী নামের এক নারীর সঙ্গে কথা হলে তিনি আজকের পত্রিকাকে বলেন, হরিপুর উপজেলার কামারপুকুর এলাকা থেকে দুই দিন ধরে এখানে এসে মাটি খনন করছেন। তিনি কোনো সোনা পাননি। কিন্তু তাঁর সামনে দুজন দুটি কানের দুল পেয়েছেন।
নুরুল নামের এক তরুণ হরিপুর উপজেলা থেকে এসেছেন। তিনি জানান, সারা দিন মাটি খুঁড়েছেন, তবে সোনা পাননি। তিনি শুনেছেন অনেকে পেয়েছেন, তাই তিনিও মাটি খনন করছেন।
নানি আফরোজার সঙ্গে কিশোরী আঁখি এসেছে মাটি খুঁড়তে। সে জানায়, যদি স্বর্ণ খুঁজে পায়, তাহলে সেটি বিক্রি করে নতুন জামা–কাপড় কিনবে।
এদিকে কাতিহার এলাকার লিটন আলী নামের এক যুবক স্বর্ণ পাওয়ার কথা নিশ্চিত করে বলেন, তিনি ও তাঁর বড় ভাই মাটি খনন করে ৩ ভরি ১০ আনা ৩৫ পয়েন্ট ওজনের একটি দুল পেয়েছিলেন। সেটি তাঁরা প্রায় সাড়ে ৩ লাখ টাকায় বিক্রি করেছেন।
সেখানে কথা হয় কাতিহার এলাকার নারায়ণের সঙ্গে। তিনি বলেন, কাতিহারের পরিত্যক্ত শ্যামরাই কালীমন্দিরের আশপাশে অনেক দামি জিনিসপত্র মাটির নিচে রয়েছে। এটি প্রচলিত। সেই মন্দিরের আশপাশের জমি খনন করে এ মাটি আনা হয়েছে। কেউ একজন নাকি মাটি খননের সময় স্বর্ণের বালা পেয়েছে। সে কথা ছড়িয়ে পড়লেই তিনিও সবার মতো এসেছেন এসেছে স্বর্ণের সন্ধানে।
আরবিবি ইটভাটার পরিচালক রুহুল আমিন বলেন, কাতিহার শ্যামরাই মন্দিরসহ আরও আশপাশ থেকে মাটি খনন করে ইটভাটায় স্তূপ করা হয়েছে। গুজব উঠেছে ওই মাটির স্তূপ থেকে নাকি স্বর্ণের জিনিস পাওয়া গেছে। এর পর থেকেই সাধারণ মানুষ দিন–রাত ওই মাটির স্তূপ খনন করে যাচাই–বাছাই শুরু করেছে। তবে কেউ স্বর্ণের কোনো অংশ পেয়েছে, এমন খবর তাঁর কাছে নেই। তবে সাধারণ মানুষকে ভাটার মালিক থামানোর চেষ্টা করেও ব্যর্থ হচ্ছেন। মানুষ দলে দলে আসছেই। বাধ্য হয়ে তিনি মাটি খনন অনেকটা উন্মুক্ত করে দিয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রকিবুল হাসান বলেন, মাটি খননের বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসন কাজ করছে। শিগগির এ ঘটনায় যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

প্রচণ্ড দাবদাহের মধ্যে কোনো দিকে লক্ষ না করে শাবল দিয়ে এক নিশানায় মাটি খুঁড়ে যাচ্ছে একদল মানুষ। উদ্দেশ্য, মাটি খুঁড়লেই পাওয়া যেতে পারে স্বর্ণ। তাই কোনো দিকে না তাকিয়ে মাথা নিচু করে চলছে মাটি খনন। ঘটনাটি ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলার একটি ইটভাটায়।
রাণীশংকৈল সদর থেকে পাঁচ কিলোমিটার দূরে বাচোর ইউনিয়নের রাজোর এলাকায় অবস্থিত আরবিবি ব্রিক্স ইটভাটা। এক মাসে আগে কথা উঠে এই ইটভাটায় স্তূপ করে রাখা মাটি খুঁড়লেই মিলছে স্বর্ণের বিভিন্ন অংশ। এ কথা ছড়িয়ে পড়লে সাধারণ মানুষ দিন–রাত সমানতালে মাটি খননে নেমে পড়েন।
আজ শনিবার বিকেলে আরবিবি ইটভাটায় গিয়ে দেখা যায়, ইটভাটাটির পূর্ব দিকে দুটি ও পশ্চিম পাশে একটি মাটির স্তূপ রয়েছে। সেখানে বিভিন্ন শ্রেণি মানুষের জটলা। সে জটলার মধ্যেই ছোট শাবল ও কোদাল দিয়ে আস্তে আস্তে মাটি খনন করে বাছাই করছেন বয়স্ক, যুবক, কিশোর, কিশোরীসহ বিভিন্ন বয়সী নারী পুরুষেরা।
এ সময় শ্রাবন্তী নামের এক নারীর সঙ্গে কথা হলে তিনি আজকের পত্রিকাকে বলেন, হরিপুর উপজেলার কামারপুকুর এলাকা থেকে দুই দিন ধরে এখানে এসে মাটি খনন করছেন। তিনি কোনো সোনা পাননি। কিন্তু তাঁর সামনে দুজন দুটি কানের দুল পেয়েছেন।
নুরুল নামের এক তরুণ হরিপুর উপজেলা থেকে এসেছেন। তিনি জানান, সারা দিন মাটি খুঁড়েছেন, তবে সোনা পাননি। তিনি শুনেছেন অনেকে পেয়েছেন, তাই তিনিও মাটি খনন করছেন।
নানি আফরোজার সঙ্গে কিশোরী আঁখি এসেছে মাটি খুঁড়তে। সে জানায়, যদি স্বর্ণ খুঁজে পায়, তাহলে সেটি বিক্রি করে নতুন জামা–কাপড় কিনবে।
এদিকে কাতিহার এলাকার লিটন আলী নামের এক যুবক স্বর্ণ পাওয়ার কথা নিশ্চিত করে বলেন, তিনি ও তাঁর বড় ভাই মাটি খনন করে ৩ ভরি ১০ আনা ৩৫ পয়েন্ট ওজনের একটি দুল পেয়েছিলেন। সেটি তাঁরা প্রায় সাড়ে ৩ লাখ টাকায় বিক্রি করেছেন।
সেখানে কথা হয় কাতিহার এলাকার নারায়ণের সঙ্গে। তিনি বলেন, কাতিহারের পরিত্যক্ত শ্যামরাই কালীমন্দিরের আশপাশে অনেক দামি জিনিসপত্র মাটির নিচে রয়েছে। এটি প্রচলিত। সেই মন্দিরের আশপাশের জমি খনন করে এ মাটি আনা হয়েছে। কেউ একজন নাকি মাটি খননের সময় স্বর্ণের বালা পেয়েছে। সে কথা ছড়িয়ে পড়লেই তিনিও সবার মতো এসেছেন এসেছে স্বর্ণের সন্ধানে।
আরবিবি ইটভাটার পরিচালক রুহুল আমিন বলেন, কাতিহার শ্যামরাই মন্দিরসহ আরও আশপাশ থেকে মাটি খনন করে ইটভাটায় স্তূপ করা হয়েছে। গুজব উঠেছে ওই মাটির স্তূপ থেকে নাকি স্বর্ণের জিনিস পাওয়া গেছে। এর পর থেকেই সাধারণ মানুষ দিন–রাত ওই মাটির স্তূপ খনন করে যাচাই–বাছাই শুরু করেছে। তবে কেউ স্বর্ণের কোনো অংশ পেয়েছে, এমন খবর তাঁর কাছে নেই। তবে সাধারণ মানুষকে ভাটার মালিক থামানোর চেষ্টা করেও ব্যর্থ হচ্ছেন। মানুষ দলে দলে আসছেই। বাধ্য হয়ে তিনি মাটি খনন অনেকটা উন্মুক্ত করে দিয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রকিবুল হাসান বলেন, মাটি খননের বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসন কাজ করছে। শিগগির এ ঘটনায় যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৫ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৫ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৫ ঘণ্টা আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য রাঙামাটি আসনের ভোটে বড় ফ্যাক্টর আঞ্চলিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) অংশ নিচ্ছে না। এতে জয়ের পাল্লা ভারী হয়েছে বিএনপির। এদিকে জেএসএসের রাজনীতিতে একসময় যুক্ত থাকা স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাও আছেন আলোচনায়।
৫ ঘণ্টা আগে