
রংপুরে বিভাগীয় সমাবেশ সফল করতে দিনাজপুর থেকে বিএনপির নেতা-কর্মীরা রওনা দিয়েছেন। দিনাজপুর পৌর বিএনপির সভাপতি জিয়াউর রহমান জিয়া ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুলের নেতৃত্বে আজ শনিবার সকালে তাঁরা রওনা দেন।
দিনাজপুর বিএনপির কার্যালয় থেকে সহস্রাধিক নেতা-কর্মী নিয়ে মোটরসাইকেল, পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশায় রওনা হন তাঁরা। রংপুর পরিবহন মালিক সমিতির ডাকা দুই দিনের ধর্মঘটের কারণে রংপুরে কোনো বাস-ট্রাক ঢুকতে পারেনি। ফলে বিকল্প ব্যবস্থা নিয়েছেন বলে জানান বহরে অংশ নেওয়া নেতারা।
দিনাজপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুল জানান, সমাবেশ সফল করতে দিনাজপুর পৌরসভার ১২টি ওয়ার্ড থেকে সহস্রাধিক নেতা-কর্মী স্বতঃস্ফূর্তভাবে সমাবেশে যোগ দিচ্ছেন। সমাবেশে যোগ দিতে পেরে নেতা-কর্মীরা উজ্জীবিত।
দিনাজপুর পৌর বিএনপির সভাপতি জিয়াউর রহমান জিয়া বলেন, ‘আমরা কোনো বাধা-বিপত্তি মানব না। আন্দোলনের মাধ্যমে হাসিনা সরকারকে হটিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য করা হবে।’
এদিকে মহাসমাবেশে যোগ দিতে ভোর থেকেই উত্তরের বিভিন্ন জেলা ও উপজেলা বিএনপির নেতা-কর্মীরা দিনাজপুর দশমাইল-সৈয়দপুর মহাসড়ক ও ফুলবাড়ি-পার্বতীপুর হয়ে মাইক্রোবাস, মোটরসাইকেলসহ বিভিন্ন স্থানীয় যানবাহনে চড়ে রংপুরের দিকে ছুটছেন।
শুক্রবার সকাল ৬টা থেকে পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। রংপুর-কুড়িগ্রাম সড়কে ‘প্রশাসনিক হয়রানি’ বন্ধের দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছে পরিবহন সংগঠন। ধর্মঘট চলবে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত। পরিবহন ধর্মঘটের কারণে রংপুর বিভাগের ৮ জেলার সাধারণ যাত্রীরাও চরম দুর্ভোগে পড়েছেন।

রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় বাথরুমে বালতির পানিতে ডুবে ফারজানা আক্তার (১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে কামরাঙ্গীরচর থানার চান মসজিদ কসাই গলি এলাকার এক বাসায় এ ঘটনা ঘটে।
৬ মিনিট আগে
বগুড়ার গাবতলী উপজেলায় এক দই ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা স্বামী ও স্ত্রীকে মারধর করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছে। গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার নেপালতলী ইউনিয়নের আকন্দপাড়া গ্রামে দই ব্যবসায়ী ভক্তরাম বিশ্বাসের বাড়িতে এ ঘটনা ঘটে।
৬ মিনিট আগে
পাবনার চাটমোহরে মুক্তিযুদ্ধের ভাস্কর্য ‘অপ্রতিরোধ্য চাটমোহর’ ঢেকে দিয়ে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আলী আছগারের নির্বাচনী প্রচারণার বিলবোর্ড টানানো হয়েছে। এতে এলাকায় সচেতন মহলে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
৮ মিনিট আগে
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাইমিন ইসলাম মারুফসহ ১৩ জন বিএনপিতে যোগ দিয়েছেন। গতকাল বুধবার রাতে রংপুর-১ (গঙ্গাচড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোকাররম হোসেন সুজনের আলমিদিতরের বাসভবনে এক অনুষ্ঠানে বিএনপিতে যোগ দেন তাঁরা।
১০ মিনিট আগে