কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

রংপুরের কাউনিয়ায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে ঘিরে চেয়ারম্যান এবং সংরক্ষিত ও সাধারণ সদস্য পদপ্রার্থীদের প্রচারণায় ও ভোট প্রার্থনায় কদর বেড়েছে নারী কর্মী ও সমর্থকদের। তাঁরা নিজ নিজ প্রার্থীর পক্ষে প্রতীক নিয়ে বাড়ি বাড়ি গিয়ে নারী ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন।
জানা গেছে, নারী কর্মী ও সমর্থকেরা কেউ কেউ প্রচারণার জন্য পারিশ্রমিক পান। আবার অনেকেই দলীয় কিংবা আত্মীয়তার টানে প্রচারণায় নেমেছেন। ভোটগ্রহণের দিন যতই ঘনিয়ে আসছে, ভোট প্রার্থনা ও প্রচারণায় নারী কর্মী-সমর্থকের সংখ্যা ততই বাড়ছে। চেয়ারম্যান, সংরক্ষিত ও সাধারণ সদস্যপ্রার্থীদের প্রচারণার কাজ করছেন তাঁদের পরিবারের পুরুষ ও নারীরা। প্রতিদিন সকালে প্রার্থীর বাড়িতে ২০ থেকে ২৫ জন নারী কর্মীরা প্রার্থীর বাড়িতে কিংবা নির্বাচনী অফিসে একত্রিত হয়। এরপর তাঁরা দল বেঁধে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে নিজ প্রার্থীর পক্ষে ভোট চাইছেন।
স্থানীয়রা জানান উপজেলার সারাই, হারাগাছ, কুর্শা, শহীদবাগ, বালাপাড়া ও টেপামধুপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান, সংরক্ষিত ও সাধারণ সদস্য পদে সব প্রার্থীই কমবেশি নারী কর্মীদের দিয়ে প্রচারণা চালাচ্ছেন।
হারাগাছ নাজিরদহ গ্রামের কয়েকজন নারী কর্মী জানান, মজুরি অন্যান্য কাজের চেয়ে কিছু কম হলেও শারীরিক পরিশ্রম কম হওয়ায় তাঁরা প্রার্থীর হয়ে প্রচারণার কাজ বেছে নিয়েছেন। প্রতিদিন বেলা ১১টা থেকে বিকেল পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে নিজ প্রার্থীর প্রতীক পৌঁছে দিয়ে ভোট চাইছেন তাঁরা। এ জন্য তাঁদের প্রতিদিন ১০০ টাকা থেকে ১২০ টাকা করে দেওয়া হয়। এ ছাড়া প্রার্থীর বাড়িতে চা-নাশতাসহ দুপুরের খাওয়ার ব্যবস্থা রয়েছে।
বনগ্রামের বাসিন্দা রমজান আলী বলেন, নারী কর্মীরা গ্রাম বা পাড়া-মহল্লায় বাসাবাড়িতে ঢুকে প্রচারকাজ চালাতে পারেন। এ জন্য নির্বাচনী প্রচারে নারী কর্মী ও সমর্থকদের কদর বেড়েছে।
ওই গ্রামের আরেক বাসিন্দা আকবর আলী বলেন, পুরুষ কর্মীরা বাসাবাড়ির ভেতরে প্রবেশ করতে সংকোচ বোধ করেন। কিন্তু নারী কর্মীরা সংকোচ ছাড়াই বসতবাড়ির ভেতরে ঢুকে নিজ প্রার্থীর হয়ে নারী ভোটারদের কাছে ভোট প্রার্থনা করতে পারেন। আর এ জন্য প্রার্থীরাও তাঁদের পক্ষে নারী কর্মীদের নির্বাচনী প্রচারণায় মাঠে নামিয়েছেন।
এ বিষয়ে হারাগাছ ইউপিতে সাধারণ সদস্য (মেম্বার) পদপ্রার্থী মোজাম্মেল হক বলেন, নির্বাচনী প্রচারণায় স্থানীয় পুরুষ সমর্থকেরা ছাড়াও নিজেদের নারী আত্মীয়স্বজন প্রচারণা চালাচ্ছেন। পাশাপাশি দরিদ্র পরিবারের নারীরাও খাবার বাবদ কিছু টাকার বিনিময়ে প্রতীক নিয়ে বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছেন।
বালাপাড়া ইউপিতে আওয়ামী লীগের দলীয় চেয়ারম্যান প্রার্থী আনছার আলী বলেন, দলীয় নারী নেতা-কর্মীদের পাশাপাশি সামান্য পারিশ্রমিকের বিনিময়ে এবং এলাকার উন্নয়নের স্বার্থে নারীরাও দলীয় প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। এ ছাড়া আত্মীয়স্বজন তো আছেনই।

রংপুরের কাউনিয়ায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে ঘিরে চেয়ারম্যান এবং সংরক্ষিত ও সাধারণ সদস্য পদপ্রার্থীদের প্রচারণায় ও ভোট প্রার্থনায় কদর বেড়েছে নারী কর্মী ও সমর্থকদের। তাঁরা নিজ নিজ প্রার্থীর পক্ষে প্রতীক নিয়ে বাড়ি বাড়ি গিয়ে নারী ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন।
জানা গেছে, নারী কর্মী ও সমর্থকেরা কেউ কেউ প্রচারণার জন্য পারিশ্রমিক পান। আবার অনেকেই দলীয় কিংবা আত্মীয়তার টানে প্রচারণায় নেমেছেন। ভোটগ্রহণের দিন যতই ঘনিয়ে আসছে, ভোট প্রার্থনা ও প্রচারণায় নারী কর্মী-সমর্থকের সংখ্যা ততই বাড়ছে। চেয়ারম্যান, সংরক্ষিত ও সাধারণ সদস্যপ্রার্থীদের প্রচারণার কাজ করছেন তাঁদের পরিবারের পুরুষ ও নারীরা। প্রতিদিন সকালে প্রার্থীর বাড়িতে ২০ থেকে ২৫ জন নারী কর্মীরা প্রার্থীর বাড়িতে কিংবা নির্বাচনী অফিসে একত্রিত হয়। এরপর তাঁরা দল বেঁধে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে নিজ প্রার্থীর পক্ষে ভোট চাইছেন।
স্থানীয়রা জানান উপজেলার সারাই, হারাগাছ, কুর্শা, শহীদবাগ, বালাপাড়া ও টেপামধুপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান, সংরক্ষিত ও সাধারণ সদস্য পদে সব প্রার্থীই কমবেশি নারী কর্মীদের দিয়ে প্রচারণা চালাচ্ছেন।
হারাগাছ নাজিরদহ গ্রামের কয়েকজন নারী কর্মী জানান, মজুরি অন্যান্য কাজের চেয়ে কিছু কম হলেও শারীরিক পরিশ্রম কম হওয়ায় তাঁরা প্রার্থীর হয়ে প্রচারণার কাজ বেছে নিয়েছেন। প্রতিদিন বেলা ১১টা থেকে বিকেল পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে নিজ প্রার্থীর প্রতীক পৌঁছে দিয়ে ভোট চাইছেন তাঁরা। এ জন্য তাঁদের প্রতিদিন ১০০ টাকা থেকে ১২০ টাকা করে দেওয়া হয়। এ ছাড়া প্রার্থীর বাড়িতে চা-নাশতাসহ দুপুরের খাওয়ার ব্যবস্থা রয়েছে।
বনগ্রামের বাসিন্দা রমজান আলী বলেন, নারী কর্মীরা গ্রাম বা পাড়া-মহল্লায় বাসাবাড়িতে ঢুকে প্রচারকাজ চালাতে পারেন। এ জন্য নির্বাচনী প্রচারে নারী কর্মী ও সমর্থকদের কদর বেড়েছে।
ওই গ্রামের আরেক বাসিন্দা আকবর আলী বলেন, পুরুষ কর্মীরা বাসাবাড়ির ভেতরে প্রবেশ করতে সংকোচ বোধ করেন। কিন্তু নারী কর্মীরা সংকোচ ছাড়াই বসতবাড়ির ভেতরে ঢুকে নিজ প্রার্থীর হয়ে নারী ভোটারদের কাছে ভোট প্রার্থনা করতে পারেন। আর এ জন্য প্রার্থীরাও তাঁদের পক্ষে নারী কর্মীদের নির্বাচনী প্রচারণায় মাঠে নামিয়েছেন।
এ বিষয়ে হারাগাছ ইউপিতে সাধারণ সদস্য (মেম্বার) পদপ্রার্থী মোজাম্মেল হক বলেন, নির্বাচনী প্রচারণায় স্থানীয় পুরুষ সমর্থকেরা ছাড়াও নিজেদের নারী আত্মীয়স্বজন প্রচারণা চালাচ্ছেন। পাশাপাশি দরিদ্র পরিবারের নারীরাও খাবার বাবদ কিছু টাকার বিনিময়ে প্রতীক নিয়ে বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছেন।
বালাপাড়া ইউপিতে আওয়ামী লীগের দলীয় চেয়ারম্যান প্রার্থী আনছার আলী বলেন, দলীয় নারী নেতা-কর্মীদের পাশাপাশি সামান্য পারিশ্রমিকের বিনিময়ে এবং এলাকার উন্নয়নের স্বার্থে নারীরাও দলীয় প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। এ ছাড়া আত্মীয়স্বজন তো আছেনই।

সরকারি ক্ষমতার অপব্যবহার করে ইউনিভার্সিটি অব স্কিল এনরিচমেন্ট অ্যান্ড টেকনোলজির ওয়েবসাইটের ডোমেইন বন্ধ, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাকে গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে মগবাজার টেলিফোন এক্সচেঞ্জের ডেপুটি জেনারেল ম্যানেজার (ব্রডব্যান্ড-২) জয়িতা সেন রিম্পীসহ ৫ জনের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা...
১৪ মিনিট আগে
রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যাত্রাবাড়ী, রূপনগর, শেরেবাংলা নগর, কলাবাগান ও মতিঝিল থানা পুলিশ। এর মধ্যে যাত্রাবাড়ী থানা নয়জন, রূপনগর থানা ছয়জন, শেরেবাংলা নগর থানা ছয়জন...
১৮ মিনিট আগে
চট্টগ্রামের বোয়ালখালীতে গোয়ালঘরে দেওয়া কয়েলের আগুনে তিনটি বসতঘর পুড়ে গেছে এবং গোয়ালঘরে থাকা তিনটি গরু দগ্ধ হয়ে মারা গেছে। গতকাল বুধবার (১৪ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আহলা করলডেঙ্গা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর করলডেঙ্গার নরেশ মেম্বারের বাড়িতে এই ঘটনা ঘটে।
৩১ মিনিট আগে
মাদারীপুরের শিবচরে এক গৃহবধূকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। এই ঘটনায় নিহত নারীর স্বামীকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার (১৪ জানুয়ারি) দিবাগত গভীর রাতে শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের আব্দুর রহমান ব্যাপারী কান্দি এলাকায় এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে