Ajker Patrika

দিনাজপুরে আ.লীগ নেতার বিরুদ্ধে জেলা পরিষদের গাছ চুরির মামলা

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
আপডেট : ০৫ জুলাই ২০২৩, ১৩: ৪২
দিনাজপুরে আ.লীগ নেতার বিরুদ্ধে জেলা পরিষদের গাছ চুরির মামলা

দিনাজপুর জেলা পরিষদের সদস্য ও আওয়ামী লীগের নেতা মো. রোকনুজ্জামান বিপ্লবের বিরুদ্ধে জেলা পরিষদের গাছ চুরির অভিযোগে বীরগঞ্জ থানায় মামলা হয়েছে। মামলায় তাঁর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও দুই-তিনজনকে আসামি করা হয়েছে।

গতকাল মঙ্গলবার মামলাটি দায়ের করেছেন জেলা পরিষদের অফিস সহকারী আজিজুল ইসলাম। আজ বুধবার মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার।

রোকনুজ্জামান বিপ্লব বীরগঞ্জ পৌর শহরের হাটখোলা এলাকার মৃত মনসুর আলীর ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, জেলা পরিষদের অফিস সহকারী আজিজুল ইসলাম অফিসের প্রধান সহকারী মমতাজ বেগমের মাধ্যমে জানতে পারেন, বীরগঞ্জ জেলা পরিষদের মালিকানাধীন গাছ চুরি হয়েছে। ১১ নম্বর মরিচা ইউনিয়নের সুন্দরী হাটগাছ বিদ্যুৎ অফিসের ১০০ গজ পশ্চিমে গোপালগঞ্জ থেকে কবিরাজহাটগামী পাকা সড়কের একটি রেইনট্রি ও একটি কড়ইগাছ কেটে নিয়েছে চোরেরা।

স্থানীয়দের কাছে থেকে মামলার বাদী আজিজুল ইসলাম জানতে পারেন, জেলা পরিষদ সদস্য মো. রোকনুজ্জামান বিপ্লবসহ অজ্ঞাতনামা দু-তিনজন গাছগুলো কেটে নিয়ে গেছে। পরে তিনি জানতে পারেন, জেলা পরিষদের মালিকানাধীন আরও একটি আমগাছ ও দুটি পাকুড়গাছ চুরি করা হয়েছে, যার আনুমানিক মূল্য ৩২ হাজার ৫০০ টাকা। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে নির্দেশক্রমে মামলা করা হয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে দিনাজপুর জেলা পরিষদ সদস্য মো. রোকনুজ্জামান বিপ্লবের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি মোবাইল ফোনের কল রিসিভ করেননি।

এ বিষয়ে বীরগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার বলেন, ‘গতকাল জেলা পরিষদের গাছ চুরির অভিযোগে থানায় মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিলে আইনি পথ দেখবে বিসিবি

আজকের রাশিফল: চাকরিতে সুখবর আসবে, সঙ্গীকে ‘সরি’ বলতে দ্বিধা করবেন না

১০৩ কর্মী নেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

ভ্রাম্যমাণ আদালতে বাধা: চেয়ারম্যানকে বরখাস্তের এক দিন পর ইউএনও বদলি

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত