সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুরে সেলিম হোসেন (২১) নামের এক চালকের কাছ থেকে ইজিবাইক ছিনতাই করেছেন যাত্রীবেশী ৩ ছিনতাইকারী। এ ঘটনায় দুজন পালিয়ে গেলেও আবু হায়াত সুরুজ (২৭) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শহরের নিয়ামতপুর কেন্দ্রীয় বাসটার্মিনাল এলাকায় আজ শুক্রবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।
ছিনতাইয়ের শিকার সেলিম জলঢাকা উপজেলার ধর্মপাল ইউনিয়নের মাঝাপাড়া এলাকার আব্দুল হামিদের ছেলে। তিনি বর্তমানে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আর গ্রেপ্তারকৃত আবু হায়াত বগুড়া সদর উপজেলার বারপুর এলাকার আনারুলের ছেলে।
পুলিশ ও সেলিমের পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার বেলা ১১টার দিকে জেলার ডোমার স্টেশন থেকে ওই ৩ জন যাত্রীবেশে সেলিমের ইজিবাইকে ওঠেন। তাঁরা সেখানে রাস্তার পাশে থাকা একটি ট্রাক তাঁদের দাবি করে এটি নষ্ট হওয়ায় এর যন্ত্রাংশ আনার জন্য সেলিমকে নীলফামারীতে নিয়ে যান। সেখানে হোটেলে তাঁকে মিষ্টি খাওয়ান। এরপর অনেক ঘোরাঘুরি করে যন্ত্রাংশ না পাওয়ায় তাঁকে সৈয়দপুরে নিয়ে আসেন। সৈয়দপুর বাস টার্মিনাল এলাকায় এসে তাঁকে আবারও এক হোটেলে রসমালাই খাওয়ান। এরপর একজনকে ইজিবাইকে রেখে সেলিমকে নিয়ে অন্য দুজন যন্ত্রাংশ নিয়ে আসার জন্য নেমে যান। তাঁদের একজন কৌশলে তাঁর কাছ থেকে ইজিবাইকটির চাবি নিয়ে নেন। কিছু দূরে নিয়ে গিয়ে ওই দুজন সেলিমকে তাঁর ইজিবাইকের কাছে চলে যেতে বলেন।
এতে সন্দেহ হলে পালাতে চেষ্টা করলে তাঁদের সঙ্গে সেলিমের ধস্তাধস্তি হয়। এ সময় তাঁর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে আবু হায়াতকে আটক করেন। পরে টার্মিনালে গিয়ে দেখেন, তাঁর ইজিবাইকটি নেই। খবর পেয়ে পুলিশ আবু হায়াতকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। সে সময় অসুস্থ হয়ে পড়লে সেলিমকে হাসপাতালে ভর্তি করা হয়।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান আজকের পত্রিকাকে বলেন, ‘ছিনতাই হওয়া ইজিবাইকটি উদ্ধার ও অপর দুজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

নীলফামারীর সৈয়দপুরে সেলিম হোসেন (২১) নামের এক চালকের কাছ থেকে ইজিবাইক ছিনতাই করেছেন যাত্রীবেশী ৩ ছিনতাইকারী। এ ঘটনায় দুজন পালিয়ে গেলেও আবু হায়াত সুরুজ (২৭) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শহরের নিয়ামতপুর কেন্দ্রীয় বাসটার্মিনাল এলাকায় আজ শুক্রবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।
ছিনতাইয়ের শিকার সেলিম জলঢাকা উপজেলার ধর্মপাল ইউনিয়নের মাঝাপাড়া এলাকার আব্দুল হামিদের ছেলে। তিনি বর্তমানে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আর গ্রেপ্তারকৃত আবু হায়াত বগুড়া সদর উপজেলার বারপুর এলাকার আনারুলের ছেলে।
পুলিশ ও সেলিমের পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার বেলা ১১টার দিকে জেলার ডোমার স্টেশন থেকে ওই ৩ জন যাত্রীবেশে সেলিমের ইজিবাইকে ওঠেন। তাঁরা সেখানে রাস্তার পাশে থাকা একটি ট্রাক তাঁদের দাবি করে এটি নষ্ট হওয়ায় এর যন্ত্রাংশ আনার জন্য সেলিমকে নীলফামারীতে নিয়ে যান। সেখানে হোটেলে তাঁকে মিষ্টি খাওয়ান। এরপর অনেক ঘোরাঘুরি করে যন্ত্রাংশ না পাওয়ায় তাঁকে সৈয়দপুরে নিয়ে আসেন। সৈয়দপুর বাস টার্মিনাল এলাকায় এসে তাঁকে আবারও এক হোটেলে রসমালাই খাওয়ান। এরপর একজনকে ইজিবাইকে রেখে সেলিমকে নিয়ে অন্য দুজন যন্ত্রাংশ নিয়ে আসার জন্য নেমে যান। তাঁদের একজন কৌশলে তাঁর কাছ থেকে ইজিবাইকটির চাবি নিয়ে নেন। কিছু দূরে নিয়ে গিয়ে ওই দুজন সেলিমকে তাঁর ইজিবাইকের কাছে চলে যেতে বলেন।
এতে সন্দেহ হলে পালাতে চেষ্টা করলে তাঁদের সঙ্গে সেলিমের ধস্তাধস্তি হয়। এ সময় তাঁর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে আবু হায়াতকে আটক করেন। পরে টার্মিনালে গিয়ে দেখেন, তাঁর ইজিবাইকটি নেই। খবর পেয়ে পুলিশ আবু হায়াতকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। সে সময় অসুস্থ হয়ে পড়লে সেলিমকে হাসপাতালে ভর্তি করা হয়।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান আজকের পত্রিকাকে বলেন, ‘ছিনতাই হওয়া ইজিবাইকটি উদ্ধার ও অপর দুজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে অবশেষে মুক্ত হলেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য (ভিসি) ও উপ উপাচার্য (প্রো-ভিসি)। গতকাল সোমবার দিবাগত রাত ১ টায় শাকসুর দাবিতে আন্দোলনকারীরা কর্মসূচি সাময়িক স্থগিত করে আন্দোলনস্থল ত্যাগ করলে তারা মুক্ত হন।
১২ মিনিট আগে
রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৬ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৬ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৭ ঘণ্টা আগে