দিনাজপুরের বীরগঞ্জ থানা-পুলিশ জাল টাকা, জাল ডলার ও ১টি মোটরসাইকেলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। গতকাল রোববার রাত তিনটার পরে উপজেলার ভোগনগর ইউনিয়নের ধুলাউড়ি বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
আটককৃতরা হলেন, দিনাজপুর জেলার পার্বতীপুর থানার কুঠিপাড়া (গুরাতিপাড়া) এলাকার মো. আজিজার রহমানের ছেলে লিটন (২৫), রমজান আলীর ছেলে শাকিল শেখ (২৮) ও রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার শালবাড়ী ঘাট খেয়ারপাড়ার মো. আব্দুল গফুরের ছেলে মো. শামিম ইসলাম (২৭)।
বীরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. সিরাজুল ইসলাম জানান, রাত তিনটার দিকে হাইওয়ে ডিউটি ও মাদকদ্রব্য উদ্ধার অভিযানের সময় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে সংবাদ পান ধুলাউড়ি বাজারে শাহজাহান আলীর মার্কেটের সামনে স্থানীয় লোকজন সন্দেহভাজন ৩ ব্যক্তিকে আটক করে রেখেছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এক ডলারের জাল ১০১টি নোট ও এক টাকার জাল টাকার ২৬০টি নোট ও রেজিস্ট্রেশনবিহীন একটি পালসার মোটরসাইকেলসহ তাদের আটক করে।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, এ ঘটনায় বীরগঞ্জ থানায় একটি প্রতারণার মামলা হয়েছে। মামলাটির তদন্তভার এসআই মো. নুরুন্নবীর ওপর অর্পণ করা হয়।

রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে প্রার্থী হতে ৩৮ জন মনোনয়ন দাখিল করেছিলেন। তাঁদের মধ্যে ১৯ জনের মনোনয়নপত্র বাতিল হয়। নির্বাচন কমিশনে আপিলের পর প্রার্থিতা ফিরে পেয়েছেন ১৩ জন। এখন রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে মোট প্রার্থী ৩২ জন।
৫ মিনিট আগে
জীবনের প্রতি ক্রমবর্ধমান বিতৃষ্ণা, হতাশা আর অনিশ্চয়তা মানুষকে ঠেলে দিচ্ছে চরম সিদ্ধান্তের দিকে। সামাজিক বন্ধন দুর্বল হওয়া, পারিবারিক উষ্ণতার অভাব, অর্থনৈতিক চাপ এবং মানসিক স্বাস্থ্যের অবহেলা মিলিয়ে আত্মহত্যা যেন অনেকের কাছে ‘শেষ মুক্তির পথ’ হয়ে উঠছে।
২০ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্তে আবারও সক্রিয় হয়ে উঠেছে অস্ত্র কারবারিরা। চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর সীমান্তপথে বাড়ছে অবৈধ অস্ত্রের আনাগোনা। প্রায় প্রতিদিনই ঢুকছে আগ্নেয়াস্ত্র। পরিস্থিতি সামাল দিতে জড়িতদের তালিকা করে নজরদারি ও অভিযান জোরদার করেছে পুলিশ।
৩০ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের সিদ্ধান্তে ঢাকা-১৯ আসনে জামায়াতে ইসলামী প্রার্থিতা প্রত্যাহার করে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ছেড়ে দিয়েছে। তবে জোটের আরেক শরিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) প্রার্থিতা প্রত্যাহার করেনি। ফলে প্রার্থী না থাকলেও জামায়াতের ভোট কোন বাক্সে গিয়ে পড়বে...
৩৫ মিনিট আগে