রংপুর প্রতিনিধি

রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে এক মায়ের কোলে জন্ম নেওয়া চার নবজাতকের মধ্যে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে তিন শিশুর মৃত্যু হলো। বেঁচে রইল মাত্র একটি শিশু।
রোববার সকাল সাড়ে ৮টার দিকে হাসপাতালের শিশু ওয়ার্ডে শিশুটির মৃত্যু হয়। ওই শিশুদের চিকিৎসার দায়িত্বে থাকা মনিকা মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন। গত বৃহস্পতিবার রাতে একজন এবং বুধবার দুপুরে একজনের মৃত্যু হয়। তবে জীবিত থাকা শিশুটির অবস্থা অপেক্ষাকৃত ভালো বলে জানিয়েছেন চিকিৎসক।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডের দায়িত্বে থাকা চিকিৎসক মনিকা মজুমদার বলেন, মূলত বাচ্চাদের ওজন কম, মাত্র ৭০০ গ্রাম। তবে যে শিশুটি বেঁচে আছে, তার অবস্থা মারা যাওয়া তিনজনের তুলনায় ভালো । আমরা চেষ্টা করছি শিশুটিকে বাঁচিয়ে রাখার।
প্রসঙ্গত, কুড়িগ্রাম জেলা সদরের নাদিরা গ্রামের মনিরুজ্জামান বাঁধনের সঙ্গে আট বছর আগে বিয়ে হয় আদুরী বেগম আশার। দীর্ঘ আট বছরেও তাদের কোনো সন্তান জন্ম হয়নি। পরে চিকিৎসকের চিকিৎসায় অবশেষে আদুরী বেগম গর্ভবতী হয়ে পড়েন। আল্ট্রাসনোগ্রাম পরীক্ষায় দেখা যায় তাঁর গর্ভে চারটি সন্তান রয়েছে। পরে চিকিৎসকদের পরামর্শে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ১১ নম্বর গাইনি ওয়ার্ডে ভর্তি করা হয়। গত মঙ্গলবার (২২ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি ওয়ার্ডে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে ওই চার সন্তান জন্ম নেয়। এর মধ্যে একটি ছেলে ও তিনটি মেয়েশিশু।

রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে এক মায়ের কোলে জন্ম নেওয়া চার নবজাতকের মধ্যে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে তিন শিশুর মৃত্যু হলো। বেঁচে রইল মাত্র একটি শিশু।
রোববার সকাল সাড়ে ৮টার দিকে হাসপাতালের শিশু ওয়ার্ডে শিশুটির মৃত্যু হয়। ওই শিশুদের চিকিৎসার দায়িত্বে থাকা মনিকা মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন। গত বৃহস্পতিবার রাতে একজন এবং বুধবার দুপুরে একজনের মৃত্যু হয়। তবে জীবিত থাকা শিশুটির অবস্থা অপেক্ষাকৃত ভালো বলে জানিয়েছেন চিকিৎসক।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডের দায়িত্বে থাকা চিকিৎসক মনিকা মজুমদার বলেন, মূলত বাচ্চাদের ওজন কম, মাত্র ৭০০ গ্রাম। তবে যে শিশুটি বেঁচে আছে, তার অবস্থা মারা যাওয়া তিনজনের তুলনায় ভালো । আমরা চেষ্টা করছি শিশুটিকে বাঁচিয়ে রাখার।
প্রসঙ্গত, কুড়িগ্রাম জেলা সদরের নাদিরা গ্রামের মনিরুজ্জামান বাঁধনের সঙ্গে আট বছর আগে বিয়ে হয় আদুরী বেগম আশার। দীর্ঘ আট বছরেও তাদের কোনো সন্তান জন্ম হয়নি। পরে চিকিৎসকের চিকিৎসায় অবশেষে আদুরী বেগম গর্ভবতী হয়ে পড়েন। আল্ট্রাসনোগ্রাম পরীক্ষায় দেখা যায় তাঁর গর্ভে চারটি সন্তান রয়েছে। পরে চিকিৎসকদের পরামর্শে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ১১ নম্বর গাইনি ওয়ার্ডে ভর্তি করা হয়। গত মঙ্গলবার (২২ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি ওয়ার্ডে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে ওই চার সন্তান জন্ম নেয়। এর মধ্যে একটি ছেলে ও তিনটি মেয়েশিশু।

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নে গুলিবিদ্ধ শিশু আফনান ও নাফ নদীতে মাইন বিস্ফোরণে আহত যুবক মো. হানিফের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন। পাশাপাশি জেলা পরিষদের পক্ষ থেকেও আরও কিছু অনুদান দেওয়ার কথা জানানো হয়েছে।
৩ মিনিট আগে
ডা. মহিউদ্দিনকে কারাগার থেকে আজ আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর থানার পুলিশ পরিদর্শক মো. মিজানুর রহমান তাঁকে জুলাই আন্দোলনে মিরপুর থানার মাহফুজ আলম শ্রাবণ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
১৬ মিনিট আগে
ঘটনার প্রতিক্রিয়ায় খাগড়াছড়ি জেলা জামায়াতের আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন বলেন, নির্বাচনের পরিবেশ নষ্ট করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। তিনি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
১ ঘণ্টা আগে
আহত ব্যক্তিদের মধ্যে মামলার তদন্ত কর্মকর্তা এসআই ফরিদ আহমেদ গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৬ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছেন। অন্য চার পুলিশ সদস্য প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব।
১ ঘণ্টা আগে