নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের নবাবগঞ্জ জাতীয় উদ্যানের ঘন শালবনে দফায় দফায় আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে বনের একাংশ পুড়ে গেছে। প্রায় ছয় ঘণ্টার মধ্যে কয়েক দফায় আগুনে পুড়ে গেছে বনের বাঁশ-বেতসহ বেশ কিছু ছোট-বড় গাছ।
আজ মঙ্গলবার বেলা ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উদ্যানের শালবনের বিভিন্ন স্থানে আগুন লাগে।
নবাবগঞ্জ জাতীয় উদ্যান রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মো. মাহাবুবুর রহমান জানান, আজ প্রথমে বেলা ১১টার দিকে বিট অফিসের পাশে আগুন লাগে। স্থানীয়রা পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলে। এভাবে তিন দফায় আগুন লেগেছে। শেষ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ফায়ার সার্ভিসকে জানানো হয়। তাঁরা এসে আগুন নেভায়।
নবাবগঞ্জ ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত টিম লিডার মো. জহুরুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, বেলা ৩টা ১৫ মিনিটে বনে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে সন্ধ্যায় আবার আগুন লাগার খবর পাওয়া যায়। কর্মীরা গিয়ে আগুন নেভান।
আগুন লাগার কারণ জানতে চাইলে জহুরুল ইসলাম বলেন, ‘প্রচণ্ড গরম এবং বৃষ্টি না হওয়ায় বন শুকিয়ে আছে। ফলে দ্রুত আগুন ছড়িয়ে যায়। তবে আগুন লাগার সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।’
নবাবগঞ্জ বিট কর্মকর্তা মো. খায়রুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, আগুন লেগে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বনের বেতবাগান। এ ছাড়া কিছু চারাসহ প্রায় ৭ একর বন ক্ষতিগ্রস্ত হয়েছে। নেশাগ্রস্ত বা বখাটেরা আগুন লাগিয়ে দিতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন এই কর্মকর্তা।
চট্টগ্রাম বনবিদ্যা বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউটের শিক্ষার্থী মো. রোকনুজ্জামানদের বাড়ি শালবনের পাশেই। তিনি ঈদে বাড়িতে এসেছেন। আজ দফায় দফায় আগুন লাগার বিষয়ে তিনি বলেন, এই মৌসুমে প্রতিবছর বনে আগুন লাগে। বন বিভাগের অবহেলায় বনের গহিনে অসংখ্য গাছপালা পুড়ে বন ক্ষতিগ্রস্ত হয়। বনের বেশ কিছু পয়েন্টে মাদকসেবীদের আস্তানা। যাতায়াতের পথ পরিষ্কার করতেই তারা আগুন ধরিয়ে দিয়ে থাকে।

দিনাজপুরের নবাবগঞ্জ জাতীয় উদ্যানের ঘন শালবনে দফায় দফায় আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে বনের একাংশ পুড়ে গেছে। প্রায় ছয় ঘণ্টার মধ্যে কয়েক দফায় আগুনে পুড়ে গেছে বনের বাঁশ-বেতসহ বেশ কিছু ছোট-বড় গাছ।
আজ মঙ্গলবার বেলা ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উদ্যানের শালবনের বিভিন্ন স্থানে আগুন লাগে।
নবাবগঞ্জ জাতীয় উদ্যান রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মো. মাহাবুবুর রহমান জানান, আজ প্রথমে বেলা ১১টার দিকে বিট অফিসের পাশে আগুন লাগে। স্থানীয়রা পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলে। এভাবে তিন দফায় আগুন লেগেছে। শেষ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ফায়ার সার্ভিসকে জানানো হয়। তাঁরা এসে আগুন নেভায়।
নবাবগঞ্জ ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত টিম লিডার মো. জহুরুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, বেলা ৩টা ১৫ মিনিটে বনে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে সন্ধ্যায় আবার আগুন লাগার খবর পাওয়া যায়। কর্মীরা গিয়ে আগুন নেভান।
আগুন লাগার কারণ জানতে চাইলে জহুরুল ইসলাম বলেন, ‘প্রচণ্ড গরম এবং বৃষ্টি না হওয়ায় বন শুকিয়ে আছে। ফলে দ্রুত আগুন ছড়িয়ে যায়। তবে আগুন লাগার সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।’
নবাবগঞ্জ বিট কর্মকর্তা মো. খায়রুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, আগুন লেগে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বনের বেতবাগান। এ ছাড়া কিছু চারাসহ প্রায় ৭ একর বন ক্ষতিগ্রস্ত হয়েছে। নেশাগ্রস্ত বা বখাটেরা আগুন লাগিয়ে দিতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন এই কর্মকর্তা।
চট্টগ্রাম বনবিদ্যা বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউটের শিক্ষার্থী মো. রোকনুজ্জামানদের বাড়ি শালবনের পাশেই। তিনি ঈদে বাড়িতে এসেছেন। আজ দফায় দফায় আগুন লাগার বিষয়ে তিনি বলেন, এই মৌসুমে প্রতিবছর বনে আগুন লাগে। বন বিভাগের অবহেলায় বনের গহিনে অসংখ্য গাছপালা পুড়ে বন ক্ষতিগ্রস্ত হয়। বনের বেশ কিছু পয়েন্টে মাদকসেবীদের আস্তানা। যাতায়াতের পথ পরিষ্কার করতেই তারা আগুন ধরিয়ে দিয়ে থাকে।

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদকে প্রধান অভিযুক্ত করে তাঁর দলের অর্ধশতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে চট্টগ্রামের সাতকানিয়া থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের বিএনপি প্রার্থী জসিম উদ্দিনের নির্বাচনী প্রধান সমন্বয়ক ও ছাত্রদলের সাবেক
২১ মিনিট আগে
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় পরিত্যক্ত অবস্থায় একটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলার বানিয়াচং দক্ষিণ-পূর্ব ইউনিয়নের শিলাপাঞ্জা গ্রামের ওমানপ্রবাসী মো. মতিউর রহমানের বাড়ির পাশ থেকে গ্রেনেডটি উদ্ধার করা হয়।
৩৫ মিনিট আগে
চুয়াডাঙ্গার জীবননগরে যৌথ বাহিনীর হেফাজতে মারা যাওয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর (৫২) জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৪ জানুয়ারি) বেলা ১১টার দিকে জীবননগর পৌর ঈদগাহ মাঠে তাঁর জানাজা হয়। এতে পুলিশের কর্মকর্তা, বিএনপির নেতা-কর্মীসহ হাজারো মানুষ অংশ নেন। এদিকে ডাবলুর মৃত্যুর...
৩৭ মিনিট আগে
নরসিংদীর রায়পুরায় ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে দুটি ফার্মেসির মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-সংলগ্ন তুলাতুলি এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনমুন পাল।
১ ঘণ্টা আগে