ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও সদরের আকচা ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যের মাদক সেবনের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ওই ইউপি সদস্যের নাম সন্তোষ রায় বালু (৪০)। তিনি ওই ইউপির ৩ নম্বর ওয়ার্ডের সদস্য এবং একই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
১ মিনিট ৩৩ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা গেছে, একটি ছাউনির নিচে সন্তোষ রায় বালু আয়েশি ভঙ্গিতে চেয়ারে বসা। কিছুক্ষণ পর কেউ একজন তাঁর হাতে একটি ফেনসিডিলের বোতল তুলে দেন। বোতলটি কয়েকবার ঝাঁকুনি দিয়ে তাঁকে সেটি সেবন করতে দেখা যায়।
ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর থেকে ওই ইউনিয়নের নেতা-কর্মীসহ এলাকার সাধারণ মানুষের মধ্যে সমালোচনা হচ্ছে। ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ক্ষোভ প্রকাশ করছেন অনেকে। ফেসবুকে ভিডিওটির নিচে একজন মন্তব্য করেছেন, ‘এই যদি হয় নেতা ও জনপ্রতিনিধির চরিত্র! অবিলম্বে মাদক সেবনকারী ইউপি সদস্যের হাত থেকে ওয়ার্ডটি মুক্ত করা হোক এবং তাঁদের গডফাদারদের চিহ্নিত করা হোক।’
এ বিষয়ে জানতে চাইলে আকচা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এস এম শহিদুল ইসলাম বলেন, ‘মাদক সেবনের ভিডিওটি দেখেছি। তবে সামনে যেহেতু দ্বাদশ সংসদ নির্বাচন, এ মুহূর্তে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়াটা মুশকিল। একজন কর্মীর বিরুদ্ধেও যদি এই মুহূর্তে ব্যবস্থা নিই, তাহলে আমাদের দলের ক্ষতি হবে। তবে তিনি মাদক ব্যবসায়ী নন, মাঝেমধ্যে সেবন করেন বলে জানি।’
তবে আকচা ইউপি চেয়ারম্যান সুব্রত কুমার বর্মণ বলেন, ‘ইউপি সদস্য সন্তোষ রায় একজন মাদক ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইউপি কার্যালয়ে রেজুলেশন করা হয়েছে। এটি ইউএনও অফিসে পাঠানো হবে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে মাদক সেবনের ভিডিওটি সদর থানার ওসি ও অতিরিক্ত পুলিশ সুপারকে পাঠানো হয়েছে।’
এ বিষয়ে সন্তোষ রায় বালু বলেন, ‘ফেনসিডিলের বোতল কী জিনিস তা কখনো দেখিনি। কিছুদিন আগে ইউপি চেয়ারম্যানের অবৈধভাবে রাস্তার গাছ কাটার প্রতিবাদ করায় আমার ওপর তিনি ক্ষিপ্ত হন। এর পর থেকে তিনি ষড়যন্ত্র করে এসব ছড়াচ্ছেন। এ ঘটনার আমি প্রতিবাদ জানাচ্ছি।’
এ বিষয়ে জানতে চাইলে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম ফিরোজ ওয়াহিদ আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঠাকুরগাঁও সদরের আকচা ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যের মাদক সেবনের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ওই ইউপি সদস্যের নাম সন্তোষ রায় বালু (৪০)। তিনি ওই ইউপির ৩ নম্বর ওয়ার্ডের সদস্য এবং একই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
১ মিনিট ৩৩ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা গেছে, একটি ছাউনির নিচে সন্তোষ রায় বালু আয়েশি ভঙ্গিতে চেয়ারে বসা। কিছুক্ষণ পর কেউ একজন তাঁর হাতে একটি ফেনসিডিলের বোতল তুলে দেন। বোতলটি কয়েকবার ঝাঁকুনি দিয়ে তাঁকে সেটি সেবন করতে দেখা যায়।
ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর থেকে ওই ইউনিয়নের নেতা-কর্মীসহ এলাকার সাধারণ মানুষের মধ্যে সমালোচনা হচ্ছে। ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ক্ষোভ প্রকাশ করছেন অনেকে। ফেসবুকে ভিডিওটির নিচে একজন মন্তব্য করেছেন, ‘এই যদি হয় নেতা ও জনপ্রতিনিধির চরিত্র! অবিলম্বে মাদক সেবনকারী ইউপি সদস্যের হাত থেকে ওয়ার্ডটি মুক্ত করা হোক এবং তাঁদের গডফাদারদের চিহ্নিত করা হোক।’
এ বিষয়ে জানতে চাইলে আকচা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এস এম শহিদুল ইসলাম বলেন, ‘মাদক সেবনের ভিডিওটি দেখেছি। তবে সামনে যেহেতু দ্বাদশ সংসদ নির্বাচন, এ মুহূর্তে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়াটা মুশকিল। একজন কর্মীর বিরুদ্ধেও যদি এই মুহূর্তে ব্যবস্থা নিই, তাহলে আমাদের দলের ক্ষতি হবে। তবে তিনি মাদক ব্যবসায়ী নন, মাঝেমধ্যে সেবন করেন বলে জানি।’
তবে আকচা ইউপি চেয়ারম্যান সুব্রত কুমার বর্মণ বলেন, ‘ইউপি সদস্য সন্তোষ রায় একজন মাদক ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইউপি কার্যালয়ে রেজুলেশন করা হয়েছে। এটি ইউএনও অফিসে পাঠানো হবে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে মাদক সেবনের ভিডিওটি সদর থানার ওসি ও অতিরিক্ত পুলিশ সুপারকে পাঠানো হয়েছে।’
এ বিষয়ে সন্তোষ রায় বালু বলেন, ‘ফেনসিডিলের বোতল কী জিনিস তা কখনো দেখিনি। কিছুদিন আগে ইউপি চেয়ারম্যানের অবৈধভাবে রাস্তার গাছ কাটার প্রতিবাদ করায় আমার ওপর তিনি ক্ষিপ্ত হন। এর পর থেকে তিনি ষড়যন্ত্র করে এসব ছড়াচ্ছেন। এ ঘটনার আমি প্রতিবাদ জানাচ্ছি।’
এ বিষয়ে জানতে চাইলে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম ফিরোজ ওয়াহিদ আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পাঁচ দিন পিছিয়ে ২৫ জানুয়ারি ধার্য করা হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এই তারিখ ধার্য করেন।
১০ মিনিট আগে
নির্বাচন কমিশনে আপিল মঞ্জুর হওয়ায় টাঙ্গাইলের দুই নারীসহ ১৮ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। এর ফলে টাঙ্গাইলের আটটি আসনে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়াল ৫৫। টাঙ্গাইলের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
১২ মিনিট আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে অভিযানে গিয়ে সন্ত্রাসীদের হামলায় নিহত র্যাব কর্মকর্তা মো. মোতালেব হোসেনের প্রথম জানাজা চট্টগ্রামে র্যাব কার্যালয়ে সম্পন্ন হয়েছে। এ সময় তাঁর সহকর্মীরা তাঁকে শেষবারের মতো শ্রদ্ধা জানিয়েছেন। জানাজা শেষে তাঁর লাশ নিয়ে অ্যাম্বুলেন্স কুমিল্লায় নিজ গ্রামের পথে রওনা দিয়েছে বলে
১৩ মিনিট আগে
‘গণভোটের ব্যাপারে সরকারের যে তৎপরতা দেখছি, দুষ্কৃতকারীদের দমনে সেই তৎপরতা দেখছি না। তফসিল ঘোষণার পর ১৫ জন নেতা-কর্মী নিহত হয়েছে, কিন্তু নির্বাচন কমিশন কী করছে?’
৩৩ মিনিট আগে