প্রতিনিধি, পীরগাছা (রংপুর)

স্ত্রীর জমানো টাকা নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এদিকে স্ত্রী নিজের অধিকার আদায়ে ১০ দিন ধরে স্বামীর বাড়িতে অবস্থান নিয়েছেন বিচারের আশায়। পীরগাছা উপজেলার ছাওলা ইউনিয়নের তাজতালুক গ্রামে এ ঘটনাটি ঘটেছে। অভিযুক্ত স্বামী এখনো পলাতক রয়েছেন। এদকে আজ শনিবার ওই কিশোরী ও তাঁর মাকে নিজ বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পাঠিয়ে দিয়েছে পীরগাছা থানা-পুলিশ।
স্থানীয় গ্রামবাসীরা জানান, উপজেলার ছাওলা ইউনিয়নের তাজতালুক গ্রামের নারায়ণ চন্দ্রের ছেলে আপন চন্দ্রের (২৫) প্রথম স্ত্রী তাঁর স্বামীর বাড়ি থেকে সন্তান নিয়ে রাগ করে চলে যান। পরে আপন চট্টগ্রামে একটি পোশাক কারখানায় চাকরি নেন। সেখানে তিনি প্রথম বিয়ের কথা গোপন রেখে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার রাম শিবপুর গ্রামের এক কিশোরীকে (১৯) বিয়ের প্রস্তাব দেন। একই কারখানার চাকরির সুবাদে দেখা হলেও মেয়েটির পরিবার এতে অপারগতা প্রকাশ করে। কিন্তু আপন গ্রামের বাড়িতে একটি মন্দিরে মেয়েটিকে বিয়ে করেন।
দেড় বছর পর গত ১৭ আগস্ট স্বামী আপন চন্দ্র দ্বিতীয় স্ত্রীর জমানো লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়ে কৌশলে পালিয়ে নিজ বাড়িতে চলে আসে। পরে মেয়েটির সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন।
উপায় না পেয়ে মেয়েটি গত ১৯ আগস্ট রংপুরের পীরগাছায় স্ত্রীর অধিকার আদায়ে আপনের বাড়িতে আসে। এ নিয়ে আজ শনিবার স্থানীয় মন্দিরে একটি সালিস বৈঠক বসলে আপন চন্দ্রের মা আকালি রানি ও বাবা নারায়ণ চন্দ্র এবং ভাই মিঠু চন্দ্র মেয়েটিকে মেনে নেন। এ সময় সমাজপতিরা নতুন করে বিয়ে ও কাবিন করার পরামর্শ দেন। কিন্তু বাড়িতে গিয়ে মিঠু চন্দ্র ও মা আকালি রানি আপন চন্দ্রকে পালিয়ে যেতে সাহায্য করেন।
স্থানীয় যুবক আইয়ুব হোসেন বলেন, মেয়েটি গরিব হওয়ায় আমরা তাঁদের বিয়ের কাবিন রেজিস্ট্রি করার জন্য চাঁদা দিয়েছিলাম। কিন্তু ছেলেটি মেয়ে ও তাঁর পরিবারের সঙ্গে প্রতারণা করে পালিয়ে গেছে। এ বিষয়ে পীরগাছা থানায় একটি অভিযোগ করা হলেও তাঁরা মেয়েটিকে কোনো সাহায্যে করেনি। উল্টো বাড়িতে পাঠিয়ে দিয়েছে।
মেয়েটির মা বলেন, ছেলে, বাপ-মা, ভাই বিয়ের আগে থেকে সবকিছু জানে। তাঁরা প্রথম বিয়ের কথা গোপন করে এখন আমাদের সঙ্গে অমানবিক আচরণ করছে। ১০ দিন আমরা ছিলাম, কিন্তু খেতেও দেয়নি। আমাদের বাড়ি দূরে হওয়ায় তাঁরা আমাদের সঙ্গে প্রতারণা করছে। আমরা নিজ এলাকাতেই মামলা করব।
এ বিষয়ে জানতে চাইলে পীরগাছা থানার এসআই রায়হান উদ্দিন বলেন, বিয়েটি যেখানে হয়েছে, আর সংসার যেখানে হয়েছে আমরা সেখানেই মামলা করার পরামর্শ দিয়েছি। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে মা-মেয়েকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।

স্ত্রীর জমানো টাকা নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এদিকে স্ত্রী নিজের অধিকার আদায়ে ১০ দিন ধরে স্বামীর বাড়িতে অবস্থান নিয়েছেন বিচারের আশায়। পীরগাছা উপজেলার ছাওলা ইউনিয়নের তাজতালুক গ্রামে এ ঘটনাটি ঘটেছে। অভিযুক্ত স্বামী এখনো পলাতক রয়েছেন। এদকে আজ শনিবার ওই কিশোরী ও তাঁর মাকে নিজ বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পাঠিয়ে দিয়েছে পীরগাছা থানা-পুলিশ।
স্থানীয় গ্রামবাসীরা জানান, উপজেলার ছাওলা ইউনিয়নের তাজতালুক গ্রামের নারায়ণ চন্দ্রের ছেলে আপন চন্দ্রের (২৫) প্রথম স্ত্রী তাঁর স্বামীর বাড়ি থেকে সন্তান নিয়ে রাগ করে চলে যান। পরে আপন চট্টগ্রামে একটি পোশাক কারখানায় চাকরি নেন। সেখানে তিনি প্রথম বিয়ের কথা গোপন রেখে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার রাম শিবপুর গ্রামের এক কিশোরীকে (১৯) বিয়ের প্রস্তাব দেন। একই কারখানার চাকরির সুবাদে দেখা হলেও মেয়েটির পরিবার এতে অপারগতা প্রকাশ করে। কিন্তু আপন গ্রামের বাড়িতে একটি মন্দিরে মেয়েটিকে বিয়ে করেন।
দেড় বছর পর গত ১৭ আগস্ট স্বামী আপন চন্দ্র দ্বিতীয় স্ত্রীর জমানো লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়ে কৌশলে পালিয়ে নিজ বাড়িতে চলে আসে। পরে মেয়েটির সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন।
উপায় না পেয়ে মেয়েটি গত ১৯ আগস্ট রংপুরের পীরগাছায় স্ত্রীর অধিকার আদায়ে আপনের বাড়িতে আসে। এ নিয়ে আজ শনিবার স্থানীয় মন্দিরে একটি সালিস বৈঠক বসলে আপন চন্দ্রের মা আকালি রানি ও বাবা নারায়ণ চন্দ্র এবং ভাই মিঠু চন্দ্র মেয়েটিকে মেনে নেন। এ সময় সমাজপতিরা নতুন করে বিয়ে ও কাবিন করার পরামর্শ দেন। কিন্তু বাড়িতে গিয়ে মিঠু চন্দ্র ও মা আকালি রানি আপন চন্দ্রকে পালিয়ে যেতে সাহায্য করেন।
স্থানীয় যুবক আইয়ুব হোসেন বলেন, মেয়েটি গরিব হওয়ায় আমরা তাঁদের বিয়ের কাবিন রেজিস্ট্রি করার জন্য চাঁদা দিয়েছিলাম। কিন্তু ছেলেটি মেয়ে ও তাঁর পরিবারের সঙ্গে প্রতারণা করে পালিয়ে গেছে। এ বিষয়ে পীরগাছা থানায় একটি অভিযোগ করা হলেও তাঁরা মেয়েটিকে কোনো সাহায্যে করেনি। উল্টো বাড়িতে পাঠিয়ে দিয়েছে।
মেয়েটির মা বলেন, ছেলে, বাপ-মা, ভাই বিয়ের আগে থেকে সবকিছু জানে। তাঁরা প্রথম বিয়ের কথা গোপন করে এখন আমাদের সঙ্গে অমানবিক আচরণ করছে। ১০ দিন আমরা ছিলাম, কিন্তু খেতেও দেয়নি। আমাদের বাড়ি দূরে হওয়ায় তাঁরা আমাদের সঙ্গে প্রতারণা করছে। আমরা নিজ এলাকাতেই মামলা করব।
এ বিষয়ে জানতে চাইলে পীরগাছা থানার এসআই রায়হান উদ্দিন বলেন, বিয়েটি যেখানে হয়েছে, আর সংসার যেখানে হয়েছে আমরা সেখানেই মামলা করার পরামর্শ দিয়েছি। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে মা-মেয়েকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৭ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৭ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৮ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
৮ ঘণ্টা আগে