গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি

রংপুরের গঙ্গাচড়ায় এক গর্ভবতী গৃহবধূকে হত্যার অভিযোগে ২ জনকে আটক করেছে পুলিশ। আজ বুধবার সকালে তাঁদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, নিহতের স্বামী ধামুর গ্রামের মমিনুর রহমানের ছেলে হাফিজুল ইসলাম (২২) ও শাশুড়ি হাফেজা বেগম (৩৭)।
থানা-পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, লহ্মিটারী ইউনিয়নের আনুর বাজার এলাকার আসাদুল ইসলামের মেয়ে আশামনির (১৩) সঙ্গে প্রায় ৮ মাস আগে প্রেমের সম্পর্কে বিয়ে হয় হাফিজুল ইসলামের। এরই মধ্যে আশামনি ৪ মাসের গর্ভধারণ করে। বিয়ের পর থেকে যৌতুকের জন্য শাশুড়ি ও স্বামী আশামনিকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিল। আশামনির বাবা-মা গার্মেন্টসকর্মী হওয়ায় তাঁরা যৌতুকের দাবি মেটাতে অপারগতা প্রকাশ করেন। এতে আশামনির ওপর নির্যাতন আরও বেড়ে যায়। এ কারণে আজ সকালেও স্বামী হাফিজুল ও শাশুড়ি হাফেজা বেগম আশামনিকে বেদম মারধর করে। স্বামী ও শাশুড়ির অত্যাচার থেকে রেহাই পেতে আশামনি আত্মহত্যার পথ বেছে নেয়।
এ ঘটনায় আজ সকাল ১০টার দিকে আশামনি নিজ ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে থানা-পুলিশ। এ সময় আশামনির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা যায়। ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন, আশামনিকে বেদম মারধর করে হত্যা করা হয়েছে।
এ ঘটনায় গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ সুশান্ত কুমার সরকার বলেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনাটি হত্যা না আত্মহত্যা তা খতিয়ে দেখে মামলা করা হবে।

রংপুরের গঙ্গাচড়ায় এক গর্ভবতী গৃহবধূকে হত্যার অভিযোগে ২ জনকে আটক করেছে পুলিশ। আজ বুধবার সকালে তাঁদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, নিহতের স্বামী ধামুর গ্রামের মমিনুর রহমানের ছেলে হাফিজুল ইসলাম (২২) ও শাশুড়ি হাফেজা বেগম (৩৭)।
থানা-পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, লহ্মিটারী ইউনিয়নের আনুর বাজার এলাকার আসাদুল ইসলামের মেয়ে আশামনির (১৩) সঙ্গে প্রায় ৮ মাস আগে প্রেমের সম্পর্কে বিয়ে হয় হাফিজুল ইসলামের। এরই মধ্যে আশামনি ৪ মাসের গর্ভধারণ করে। বিয়ের পর থেকে যৌতুকের জন্য শাশুড়ি ও স্বামী আশামনিকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিল। আশামনির বাবা-মা গার্মেন্টসকর্মী হওয়ায় তাঁরা যৌতুকের দাবি মেটাতে অপারগতা প্রকাশ করেন। এতে আশামনির ওপর নির্যাতন আরও বেড়ে যায়। এ কারণে আজ সকালেও স্বামী হাফিজুল ও শাশুড়ি হাফেজা বেগম আশামনিকে বেদম মারধর করে। স্বামী ও শাশুড়ির অত্যাচার থেকে রেহাই পেতে আশামনি আত্মহত্যার পথ বেছে নেয়।
এ ঘটনায় আজ সকাল ১০টার দিকে আশামনি নিজ ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে থানা-পুলিশ। এ সময় আশামনির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা যায়। ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন, আশামনিকে বেদম মারধর করে হত্যা করা হয়েছে।
এ ঘটনায় গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ সুশান্ত কুমার সরকার বলেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনাটি হত্যা না আত্মহত্যা তা খতিয়ে দেখে মামলা করা হবে।

পটুয়াখালীর পায়রা বন্দরে সাড়ে ৬ হাজার কোটি টাকা খরচ করে ড্রেজিং করা হলেও বন্দরটিতে জাহাজ ভিড়তে পারছে না। নাব্যতা-সংকট থাকায় পায়রা বন্দরের জাহাজগুলো ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। পায়রা বন্দর কর্তৃপক্ষ জানায়, পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র এবং আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল)...
২০ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
৪ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৪ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
৪ ঘণ্টা আগে