ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশ পরিচয়ে এক ব্যক্তির কাছে হোয়াটসঅ্যাপ গ্রুপের ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) চেয়েছে এক প্রতারক। ওটিপি দিতে অস্বীকৃতি জানানোয় ওই ব্যক্তির নামে মামলা করার হুমকি দিয়েছে ওটিপি চাওয়া ব্যক্তি।
প্রতারকের হুমকির শিকার হওয়া ব্যক্তির নাম লিয়াকত আলী (৪৬)। তিনি চর ভূরুঙ্গামারী ইউনিয়নের ইমান আলীর ছেলে।
জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে তাঁর হোয়াটসঅ্যাপ নম্বরে অজ্ঞাতনামা ব্যক্তি পুলিশ পরিচয়ে ফোন দেয়। পুলিশ পরিচয় দেওয়া ব্যক্তি দাবি করে লিয়াকত আলী হোয়াটসঅ্যাপে রাজনৈতিক গ্রুপ পরিচালনা করে। এ সময় অজ্ঞাতনামা ব্যক্তি হোয়াটসঅ্যাপের ওটিপি চায়। ওটিপি দিতে অস্বীকৃতি জানালে মামলা করার হুমকি দেয় অজ্ঞাতনামা ওই ব্যক্তি।
লিয়াকত আলী বলেন, ‘আমি হোয়াটসঅ্যাপে কোনো প্রকার রাজনৈতিক গ্রুপ চালাই না। হোয়াটসঅ্যাপ গ্রুপের ওটিপি কোথায় পাব। আর ব্যক্তিগত হোয়াটসঅ্যাপের ওটিপি অপরিচিত ব্যক্তির সঙ্গে শেয়ার করা বোকামি। তাই ওটিপি দিতে অস্বীকৃতি জানাই। এতে ক্ষিপ্ত হয়ে পুলিশ পরিচয়ে ফোনকারী অজ্ঞাতনামা ব্যক্তি আমার নামে মামলা করবে বলে হুমকি প্রদান করে। এ বিষয়ে ভূরুঙ্গামারী থানায় একটি জিডি করা হয়েছে।’
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ বলেন, ‘অজ্ঞাতনামা ব্যক্তির কাছ থেকে ফোনে হুমকি পাওয়া ব্যক্তি জিডি করেছেন। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।’

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশ পরিচয়ে এক ব্যক্তির কাছে হোয়াটসঅ্যাপ গ্রুপের ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) চেয়েছে এক প্রতারক। ওটিপি দিতে অস্বীকৃতি জানানোয় ওই ব্যক্তির নামে মামলা করার হুমকি দিয়েছে ওটিপি চাওয়া ব্যক্তি।
প্রতারকের হুমকির শিকার হওয়া ব্যক্তির নাম লিয়াকত আলী (৪৬)। তিনি চর ভূরুঙ্গামারী ইউনিয়নের ইমান আলীর ছেলে।
জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে তাঁর হোয়াটসঅ্যাপ নম্বরে অজ্ঞাতনামা ব্যক্তি পুলিশ পরিচয়ে ফোন দেয়। পুলিশ পরিচয় দেওয়া ব্যক্তি দাবি করে লিয়াকত আলী হোয়াটসঅ্যাপে রাজনৈতিক গ্রুপ পরিচালনা করে। এ সময় অজ্ঞাতনামা ব্যক্তি হোয়াটসঅ্যাপের ওটিপি চায়। ওটিপি দিতে অস্বীকৃতি জানালে মামলা করার হুমকি দেয় অজ্ঞাতনামা ওই ব্যক্তি।
লিয়াকত আলী বলেন, ‘আমি হোয়াটসঅ্যাপে কোনো প্রকার রাজনৈতিক গ্রুপ চালাই না। হোয়াটসঅ্যাপ গ্রুপের ওটিপি কোথায় পাব। আর ব্যক্তিগত হোয়াটসঅ্যাপের ওটিপি অপরিচিত ব্যক্তির সঙ্গে শেয়ার করা বোকামি। তাই ওটিপি দিতে অস্বীকৃতি জানাই। এতে ক্ষিপ্ত হয়ে পুলিশ পরিচয়ে ফোনকারী অজ্ঞাতনামা ব্যক্তি আমার নামে মামলা করবে বলে হুমকি প্রদান করে। এ বিষয়ে ভূরুঙ্গামারী থানায় একটি জিডি করা হয়েছে।’
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ বলেন, ‘অজ্ঞাতনামা ব্যক্তির কাছ থেকে ফোনে হুমকি পাওয়া ব্যক্তি জিডি করেছেন। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।’

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. মো. জালাল উদ্দিন ও চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে খেলাফত মজলিসের দলীয় প্রার্থী তোফায়েল আহমদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বরত পৃথক দুই সিভিল জজ।
১৩ মিনিট আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬-কে সামনে রেখে ভোটাধিকার নিশ্চিত করা, গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা এবং জনসচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমের গঠনমূলক ভূমিকার ওপর গুরুত্বারোপ করেছেন গাজীপুর সিটি করপোরেশনের (জিসিসি) প্রশাসক ও ঢাকা বিভাগীয় কমিশনার মো. সরফ উদ্দিন আহমদ চৌধুরী।
১৬ মিনিট আগে
পাবনার চাটমোহরে এক কসাইয়ের বিরুদ্ধে শিয়ালের মাংস বাজারে বিক্রির অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার রাতে উপজেলার হরিপুর ইউনিয়নের হরিপুর বাজারে এ ঘটনা ঘটে।
১৯ মিনিট আগে
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের চরশাহীর বটতলা এলাকায় জামায়াত ও বিএনপির মধ্যে পাল্টাপাল্টি হামলা এবং সংঘর্ষের অভিযোগ উঠেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে দাবি করা হচ্ছে। আহত ব্যক্তিদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
৩০ মিনিট আগে