লালমনিরহাটের আদিতমারী উপজেলার রইচবাগ স্টেশনের কাছে চলন্ত ট্রেনে দুর্বৃত্তদের ছোঁড়া পাথরের গুরুতর আহত হয়েছেন এক সহকারী ট্রেন চালক। লিটন হোসেন (৩৫) নামের ওই চালক লালমনিরহাট সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে রয়েছেন।
বুধবার সকালের দিকে লালমনিরহাট-বুড়িমারী রেলরুটের আদিতমারী উপজেলার রইচবাগ রেলস্টেশনের ১’ শত মিটার দুরে এ ঘটনা ঘটে। এতে ইঞ্জিনের গ্লাস ভেঙে সহকারী ট্রেনচালক লিটন হোসেন মুখমণ্ডলে গুরুতর আঘাতপ্রাপ্ত হন।
লালমনিরহাট রেলওয়ে অফিস সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৭টায় বুড়িমারী থেকে ডাউন ৪৫৫ নম্বর লোকাল ট্রেনটি লালমনিরহাটের উদ্দেশে রওনা দেয়। সকাল সাড়ে ৯টা দিকে রইচবাগ রেল স্টেশন পার হলে হঠাৎ করে ইঞ্জিনে উপর্যুপরি কয়েকটি পাথরের ঢিল পড়ে। এ সময় একটি পাথর ইঞ্জিনের কাচ ভেঙে লিটন হোসেনের মুখে আঘাত হানে। এ সময় ট্রেনটি দাঁড়িয়ে যায়। পরে ট্রেনটি আবারও লালমনিরহাটের উদ্দেশে রওনা করে।
লালমনিরহাট রেলওয়ে থানার ওসি ফেরদৌস আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। অপরাধী শনাক্তের চেষ্টা চলছে। তিনি আরও বলেন, ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনাটি দুঃখজনক। পাথর নিক্ষেপ বন্ধে বিভিন্ন সময় জনসচেতনতা ও সতর্কতামূলক প্রচারণা অব্যাহত রয়েছে।’

রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে প্রার্থী হতে ৩৮ জন মনোনয়ন দাখিল করেছিলেন। তাঁদের মধ্যে ১৯ জনের মনোনয়নপত্র বাতিল হয়। নির্বাচন কমিশনে আপিলের পর প্রার্থিতা ফিরে পেয়েছেন ১৩ জন। এখন রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে মোট প্রার্থী ৩২ জন।
৪ মিনিট আগে
জীবনের প্রতি ক্রমবর্ধমান বিতৃষ্ণা, হতাশা আর অনিশ্চয়তা মানুষকে ঠেলে দিচ্ছে চরম সিদ্ধান্তের দিকে। সামাজিক বন্ধন দুর্বল হওয়া, পারিবারিক উষ্ণতার অভাব, অর্থনৈতিক চাপ এবং মানসিক স্বাস্থ্যের অবহেলা মিলিয়ে আত্মহত্যা যেন অনেকের কাছে ‘শেষ মুক্তির পথ’ হয়ে উঠছে।
১৯ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্তে আবারও সক্রিয় হয়ে উঠেছে অস্ত্র কারবারিরা। চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর সীমান্তপথে বাড়ছে অবৈধ অস্ত্রের আনাগোনা। প্রায় প্রতিদিনই ঢুকছে আগ্নেয়াস্ত্র। পরিস্থিতি সামাল দিতে জড়িতদের তালিকা করে নজরদারি ও অভিযান জোরদার করেছে পুলিশ।
২৯ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের সিদ্ধান্তে ঢাকা-১৯ আসনে জামায়াতে ইসলামী প্রার্থিতা প্রত্যাহার করে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ছেড়ে দিয়েছে। তবে জোটের আরেক শরিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) প্রার্থিতা প্রত্যাহার করেনি। ফলে প্রার্থী না থাকলেও জামায়াতের ভোট কোন বাক্সে গিয়ে পড়বে...
৩৪ মিনিট আগে