পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

লালমনিরহাটের পাটগ্রামে শ্রমিকদের বিভিন্ন দাবি আদায়ে সম্মেলন করেছে বুড়িমারী স্থলবন্দর শ্রমিক কল্যাণ ফেডারেশন। আজ রোববার দুপুরে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি সাজ্জাদ হোসেন।
বক্তব্যে বলা হয়, সংগঠনটির কমিটি গঠন না করে ১৩ বছর থেকে শ্রমিক সরদাররা জোর করে এটি পরিচালনা করছেন। এতে সাধারণ শ্রমিকদের অধিকার ক্ষুণ্ন করে কোটি কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে।
সরদারদের একটি গ্রুপ একাধিক সংগঠনের নামে অবৈধভাবে সাধারণ শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করে এবং শ্রমিকদের কেটে রাখা টাকার হিসাব গরমিল করে। সরদারদের এ ধরনের কর্মকাণ্ড বন্ধ ও ন্যায্য পাওনার দাবিতে বুড়িমারী স্থলবন্দরের সাধারণ শ্রমিকেরা গত ৪ ফেব্রুয়ারি ও ২১ মার্চ সড়ক অবরোধ করে আন্দোলন করেন।
এতে আরও বলা হয়, এই আন্দোলন প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে সরদাররা শ্রমিকদের বিভিন্ন সময়ে হুমকি দিয়েছেন ও ষড়যন্ত্র করছেন। গত ১৪ এপ্রিল একজন সাধারণ শ্রমিককে মারপিট করে আহত করা হয়।
সংবাদ সম্মেলনে ভবিষ্যতে শ্রমিকদের সঙ্গে এ ধরনের ঘটনা ঘটলে বৃহৎ আন্দোলন গড়ে তোলা হবে জানিয়ে শ্রমিকদের নামে জমানো টাকা ফেরতের দাবি জানানো হয়।
এ সময় বুড়িমারী স্থলবন্দর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক আনোয়ার ইসলাম, সহসভাপতি সামছুল হুদা, সিনিয়র সহসভাপতি জামিয়াল হোসেন, সাংগঠনিক সম্পাদক রেজোয়ান হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

লালমনিরহাটের পাটগ্রামে শ্রমিকদের বিভিন্ন দাবি আদায়ে সম্মেলন করেছে বুড়িমারী স্থলবন্দর শ্রমিক কল্যাণ ফেডারেশন। আজ রোববার দুপুরে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি সাজ্জাদ হোসেন।
বক্তব্যে বলা হয়, সংগঠনটির কমিটি গঠন না করে ১৩ বছর থেকে শ্রমিক সরদাররা জোর করে এটি পরিচালনা করছেন। এতে সাধারণ শ্রমিকদের অধিকার ক্ষুণ্ন করে কোটি কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে।
সরদারদের একটি গ্রুপ একাধিক সংগঠনের নামে অবৈধভাবে সাধারণ শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করে এবং শ্রমিকদের কেটে রাখা টাকার হিসাব গরমিল করে। সরদারদের এ ধরনের কর্মকাণ্ড বন্ধ ও ন্যায্য পাওনার দাবিতে বুড়িমারী স্থলবন্দরের সাধারণ শ্রমিকেরা গত ৪ ফেব্রুয়ারি ও ২১ মার্চ সড়ক অবরোধ করে আন্দোলন করেন।
এতে আরও বলা হয়, এই আন্দোলন প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে সরদাররা শ্রমিকদের বিভিন্ন সময়ে হুমকি দিয়েছেন ও ষড়যন্ত্র করছেন। গত ১৪ এপ্রিল একজন সাধারণ শ্রমিককে মারপিট করে আহত করা হয়।
সংবাদ সম্মেলনে ভবিষ্যতে শ্রমিকদের সঙ্গে এ ধরনের ঘটনা ঘটলে বৃহৎ আন্দোলন গড়ে তোলা হবে জানিয়ে শ্রমিকদের নামে জমানো টাকা ফেরতের দাবি জানানো হয়।
এ সময় বুড়িমারী স্থলবন্দর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক আনোয়ার ইসলাম, সহসভাপতি সামছুল হুদা, সিনিয়র সহসভাপতি জামিয়াল হোসেন, সাংগঠনিক সম্পাদক রেজোয়ান হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

রিয়াজ মোল্লা জানান, মনোনয়নপত্র জমা দেওয়ার দিন একটি প্রয়োজনীয় কাগজ সময়মতো জমা না দেওয়ায় জেলা রিটার্নিং কর্মকর্তা তাঁর মনোনয়নপত্র গ্রহণ করেননি। এই কারণে তিনি হাইকোর্টে রিট করেন। হাইকোর্টের আদেশের ভিত্তিতে জেলা রিটার্নিং কর্মকর্তা তাঁর প্রার্থিতা বৈধ ঘোষণা করেছেন।
১০ মিনিট আগে
নির্বাচন কমিশনে আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য (এমপি) শাহ শহীদ সারোয়ার। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি চালানোর ঘটনায় বিস্ফোরক মামলায় বর্তমানে কারাগারে আছেন তিনি। কারাগারে বসে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বৈধ হওয়ায়...
১৮ মিনিট আগে
স্থানীয় বাসিন্দা মনিরুল ইসলাম জানান, শুক্রবার সকালে তিন মাছ ব্যবসায়ী মাওনা বাজার এলাকার পিয়ার আলী কলেজের পুকুরে জাল টানতে নামেন। এ সময় জালে একটি ব্যাগ উঠে আসে। ব্যাগটি খোলার পর বোমাসদৃশ বস্তু দেখতে পেয়ে তাঁরা পুলিশে খবর দেন।
৩০ মিনিট আগে
শ্যামপুর গ্রামের সামছুল হক ৭ জানুয়ারি রাজনৈতিক মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। ১৩ জানুয়ারি রাতে কুর্শা ইউনিয়নের গ্রাম পুলিশ আব্দুল হালিম তাঁদের বাড়িতে গিয়ে দাবি করেন, সামছুল কারাগারে হার্ট স্ট্রোক করেছেন এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।
৩৩ মিনিট আগে