দিনাজপুর প্রতিনিধি

রাজধানীতে আওয়ামী লীগ নিষিদ্ধের কর্মসূচি থেকে ট্রেনে ফেরার সময় টিকিট না থাকায় কয়েক শিক্ষার্থীকে নামিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে টিটিই (ট্রাভেল টিকিট এক্সামিনার) ও রেল পুলিশের বিরুদ্ধে। এ ঘটনায় একজন আহত হয়েছেন।
আজ রোববার ঢাকা থেকে পঞ্চগড়ের উদ্দেশে ছেড়ে আসা একতা এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে।
এ ঘটনার প্রতিবাদে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে দিনাজপুর স্টেশনে ট্রেনটি আটকে রাখেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। পরে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আশ্বাসে ১ ঘণ্টা ১০ মিনিট বিলম্বে রাত ৮টা ৫৫ মিনিটে দিনাজপুর রেলওয়ে স্টেশন থেকে নির্ধারিত গন্তব্যে পঞ্চগড়ের উদ্দেশে ছেড়ে যায় একতা এক্সপ্রেস ট্রেনটি।
অভিযোগকারী কয়েকজন জানান, দিনাজপুরে জুলাই আন্দোলনে অংশ নেওয়া ১৭ জন শুক্রবার রাতে ঢাকায় এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর আহ্বানে আওয়ামী লীগ নিষিদ্ধের কর্মসূচিতে যোগ দিয়েছিলেন। কর্মসূচি শেষে আজ (রোববার) সকাল সোয়া ১০টায় কমলাপুর স্টেশন থেকে পঞ্চগড়ের উদ্দেশে ছেড়ে আসা একতা এক্সপ্রেস ট্রেনে ওঠেন তাঁরা।
ঘণ্টাখানেক পর টিটিই তাঁদের কাছে টিকিট দেখতে চান। এ সময় টিটিইকে তাঁরা জানান, তাঁদের কাছে টাকা নেই এবং তাড়াহুড়ো করে ট্রেনে ওঠায় তাঁরা টিকিট কাটার মতো সময় পাননি। তাঁদের কিছুক্ষণ সময় দিলে বিকাশের মাধ্যমে টাকা পরিশোধ করবেন। কিন্তু টিটিই তাঁদের সামনের স্টেশনে ট্রেন থেকে নেমে গিয়ে বাসে যাওয়ার পরামর্শ দেন।
সিরাজগঞ্জ স্টেশনে এসে আবারও তাঁদের কাছে টিকিট দেখতে চাওয়া নিয়ে বাগ্বিতণ্ডা শুরু হয়। এ সময় জিল্লুর রহমান নামের এক পুলিশ সদস্য ও টিটিই ওয়াসিবুর রহমান শুভ উভয়ে তাঁদের ধাক্কা দিয়ে নামিয়ে দেন। এ সময় রাসেল ইসলাম (২১) পড়ে গিয়ে বাম হাতের কনুতে আঘাতপ্রাপ্ত হন।
অভিযোগকারী ফরহাদ হোসেন (২১) জানান, ‘আমরা কেন গেছি ঢাকায় এ ধরনের প্রশ্ন করে আমাদের চার্জ করেছেন ওই পুলিশ ও টিটিই। ট্রেন একটা সরকারি বাহন, আমাদের তারা এতটুকু ছাড় দিতে পারতেন; কিন্তু তাঁরা পরিকল্পিতভাবে আমাদের সঙ্গে অশোভন আচরণ করেছেন। তাঁদের আচরণই বলে দেয় তাঁরা আওয়ামী লীগের দোসর। আমরা তাঁদের বিচার দাবি করি।’
এ বিষয়ে দিনাজপুর রেলওয়ের স্টেশন সুপারিনটেনডেন্ট এ বি এম জিয়াউর রহমান আজকের পত্রিকাকে জানান, ‘শিক্ষার্থীদের সঙ্গে একতা এক্সপ্রেস ট্রেনে দায়িত্ব পালনকারী দুজন কর্মকর্তার সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনা ঘটেছে। এই অভিযোগে সন্ধ্যায় দিনাজপুর রেলস্টেশনে তাঁরা ট্রেনটি আটকে রাখেন। শিক্ষার্থীরা আমাদের কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠনের প্রস্তুতি নেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

রাজধানীতে আওয়ামী লীগ নিষিদ্ধের কর্মসূচি থেকে ট্রেনে ফেরার সময় টিকিট না থাকায় কয়েক শিক্ষার্থীকে নামিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে টিটিই (ট্রাভেল টিকিট এক্সামিনার) ও রেল পুলিশের বিরুদ্ধে। এ ঘটনায় একজন আহত হয়েছেন।
আজ রোববার ঢাকা থেকে পঞ্চগড়ের উদ্দেশে ছেড়ে আসা একতা এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে।
এ ঘটনার প্রতিবাদে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে দিনাজপুর স্টেশনে ট্রেনটি আটকে রাখেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। পরে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আশ্বাসে ১ ঘণ্টা ১০ মিনিট বিলম্বে রাত ৮টা ৫৫ মিনিটে দিনাজপুর রেলওয়ে স্টেশন থেকে নির্ধারিত গন্তব্যে পঞ্চগড়ের উদ্দেশে ছেড়ে যায় একতা এক্সপ্রেস ট্রেনটি।
অভিযোগকারী কয়েকজন জানান, দিনাজপুরে জুলাই আন্দোলনে অংশ নেওয়া ১৭ জন শুক্রবার রাতে ঢাকায় এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর আহ্বানে আওয়ামী লীগ নিষিদ্ধের কর্মসূচিতে যোগ দিয়েছিলেন। কর্মসূচি শেষে আজ (রোববার) সকাল সোয়া ১০টায় কমলাপুর স্টেশন থেকে পঞ্চগড়ের উদ্দেশে ছেড়ে আসা একতা এক্সপ্রেস ট্রেনে ওঠেন তাঁরা।
ঘণ্টাখানেক পর টিটিই তাঁদের কাছে টিকিট দেখতে চান। এ সময় টিটিইকে তাঁরা জানান, তাঁদের কাছে টাকা নেই এবং তাড়াহুড়ো করে ট্রেনে ওঠায় তাঁরা টিকিট কাটার মতো সময় পাননি। তাঁদের কিছুক্ষণ সময় দিলে বিকাশের মাধ্যমে টাকা পরিশোধ করবেন। কিন্তু টিটিই তাঁদের সামনের স্টেশনে ট্রেন থেকে নেমে গিয়ে বাসে যাওয়ার পরামর্শ দেন।
সিরাজগঞ্জ স্টেশনে এসে আবারও তাঁদের কাছে টিকিট দেখতে চাওয়া নিয়ে বাগ্বিতণ্ডা শুরু হয়। এ সময় জিল্লুর রহমান নামের এক পুলিশ সদস্য ও টিটিই ওয়াসিবুর রহমান শুভ উভয়ে তাঁদের ধাক্কা দিয়ে নামিয়ে দেন। এ সময় রাসেল ইসলাম (২১) পড়ে গিয়ে বাম হাতের কনুতে আঘাতপ্রাপ্ত হন।
অভিযোগকারী ফরহাদ হোসেন (২১) জানান, ‘আমরা কেন গেছি ঢাকায় এ ধরনের প্রশ্ন করে আমাদের চার্জ করেছেন ওই পুলিশ ও টিটিই। ট্রেন একটা সরকারি বাহন, আমাদের তারা এতটুকু ছাড় দিতে পারতেন; কিন্তু তাঁরা পরিকল্পিতভাবে আমাদের সঙ্গে অশোভন আচরণ করেছেন। তাঁদের আচরণই বলে দেয় তাঁরা আওয়ামী লীগের দোসর। আমরা তাঁদের বিচার দাবি করি।’
এ বিষয়ে দিনাজপুর রেলওয়ের স্টেশন সুপারিনটেনডেন্ট এ বি এম জিয়াউর রহমান আজকের পত্রিকাকে জানান, ‘শিক্ষার্থীদের সঙ্গে একতা এক্সপ্রেস ট্রেনে দায়িত্ব পালনকারী দুজন কর্মকর্তার সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনা ঘটেছে। এই অভিযোগে সন্ধ্যায় দিনাজপুর রেলস্টেশনে তাঁরা ট্রেনটি আটকে রাখেন। শিক্ষার্থীরা আমাদের কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠনের প্রস্তুতি নেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৩ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৪ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৪ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৫ ঘণ্টা আগে