বিরল (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের বিরলে ১২ নম্বর রাজারামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুকুল চন্দ্র রায়কে ইউনিয়ন পরিষদ আইন অমান্য করায় সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব জেসমীন প্রধান স্বাক্ষরিত এক চিঠিতে এ সুপারিশ করা হয়।
গত ৬ জুন স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ অনুয়ায়ী দিনাজপুর জেলা প্রশাসককে ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হয়।
আজ মঙ্গলবার বিষয়টি জানার পর আজকের পত্রিকার কাছে চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিরল ১২ নম্বর রাজারামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুকুল চন্দ্র রায়। তিনি বলেন, ‘আমি উচ্চ আদালতে এই বিষয়ে রিট করব।’
চিঠিতে বলা হয়, দিনাজপুর জেলার বিরল উপজেলার ১২ নম্বর রাজারামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুকুল চন্দ্র রায়ের উল্লেখিত অভিযোগে তাঁর দ্বারা ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচীন নয় মর্মে সরকার মনে করেন।
সেহেতু, দিনাজপুর জেলার বিরল উপজেলার ১২ নম্বর রাজারামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুকুল চন্দ্র রায় কর্তৃক সংঘটিত অপরাধমূলক কার্যক্রম ইউনিয়ন পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪ (৪) (খ) (ঘ) ধারার অপরাধ সংঘটিত করায় উল্লেখিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে স্বীয় পদ হতে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, ১২ নম্বর রাজারামপুর ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশের শূন্য পদ না থাকা সত্ত্বেও, বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে শূন্য পদের চাহিদা পাঠান চেয়ারম্যান মুকুল চন্দ্র রায়। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা চেয়ারম্যানকে একাধিকবার কারণ দর্শানোর নোটিশ দেন। কিন্তু এর কোনো জবাব না দেওয়ায় মাঠ পর্যায়ে শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

দিনাজপুরের বিরলে ১২ নম্বর রাজারামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুকুল চন্দ্র রায়কে ইউনিয়ন পরিষদ আইন অমান্য করায় সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব জেসমীন প্রধান স্বাক্ষরিত এক চিঠিতে এ সুপারিশ করা হয়।
গত ৬ জুন স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ অনুয়ায়ী দিনাজপুর জেলা প্রশাসককে ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হয়।
আজ মঙ্গলবার বিষয়টি জানার পর আজকের পত্রিকার কাছে চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিরল ১২ নম্বর রাজারামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুকুল চন্দ্র রায়। তিনি বলেন, ‘আমি উচ্চ আদালতে এই বিষয়ে রিট করব।’
চিঠিতে বলা হয়, দিনাজপুর জেলার বিরল উপজেলার ১২ নম্বর রাজারামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুকুল চন্দ্র রায়ের উল্লেখিত অভিযোগে তাঁর দ্বারা ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচীন নয় মর্মে সরকার মনে করেন।
সেহেতু, দিনাজপুর জেলার বিরল উপজেলার ১২ নম্বর রাজারামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুকুল চন্দ্র রায় কর্তৃক সংঘটিত অপরাধমূলক কার্যক্রম ইউনিয়ন পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪ (৪) (খ) (ঘ) ধারার অপরাধ সংঘটিত করায় উল্লেখিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে স্বীয় পদ হতে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, ১২ নম্বর রাজারামপুর ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশের শূন্য পদ না থাকা সত্ত্বেও, বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে শূন্য পদের চাহিদা পাঠান চেয়ারম্যান মুকুল চন্দ্র রায়। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা চেয়ারম্যানকে একাধিকবার কারণ দর্শানোর নোটিশ দেন। কিন্তু এর কোনো জবাব না দেওয়ায় মাঠ পর্যায়ে শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

মানিকগঞ্জে মোছাম্মৎ নুরজাহান (৬০) নামের এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার ভোরে শহরের পৌলি এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। পুলিশ বলছে, মৃতের গলায় ওড়না প্যাঁচানো ছিল এবং মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
১২ মিনিট আগে
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহের গফরগাঁও উপজেলার এক যুবক নিহত হয়েছেন। তাঁর নাম সায়েদ আহমেদ বিল্লাল (৩০)। সায়েদ আহমেদ বিল্লাল গফরগাঁওয়ের বারবাড়িয়া ইউনিয়নের পাকাটি বাজার এলাকার মো. রুহুল আমিনের ছেলে। জীবিকার তাগিদে চার বছর আগে তিনি সৌদি আরবে পাড়ি জমান। চলতি মাসে তাঁর দেশের ফেরার কথা ছিল।
১৯ মিনিট আগে
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান মুছাব্বির হত্যাকাণ্ডে গ্রেপ্তার শুটার জিন্নাত আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের খাসকামরায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন জিন্নাত।
২৯ মিনিট আগে
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন।
৩৯ মিনিট আগে