Ajker Patrika

প্রেমিকার সঙ্গে দেখা করতে সীমান্ত দিয়ে অনুপ্রবেশ, ভারতীয় যুবক আটক

লালমনিরহাট প্রতিনিধি 
প্রেমিকার সঙ্গে দেখা করতে সীমান্ত দিয়ে অনুপ্রবেশ, ভারতীয় যুবক আটক
লালমনিরহাটের হাতীবান্ধা থানায় আটক ভারতীয় নাগরিক আরিয়ান মির্জা। ছবি: সংগৃহীত

বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে আরিয়ান মির্জা (২০) নামের এক ভারতীয় যুবককে আটক করা হয়েছে। গতকাল রোববার রাতে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ডাইয়াবাড়ি ইউনিয়নের উত্তর বিছরদই এলাকা থেকে তাঁকে আটক করা হয়। প্রেমের টানে এক বাংলাদেশি নারীর সঙ্গে দেখা করার উদ্দেশ্যে ওই যুবক এ দেশে অনুপ্রবেশ করেছেন বলে জানা গেছে।

আটক যুবক ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার শহর বহরমপুর গ্রামের রাজিস মির্জার ছেলে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে হাতীবান্ধা উপজেলার এক নারীর সঙ্গে আরিয়ানের পরিচয় হয়। ওই নারীর সঙ্গে দেখা করতে আরিয়ান অবৈধ পথে হাতীবান্ধার কোনো এক সীমান্ত দিয়ে ঢুকে ওই নারীর বাড়িতে চলে যান। খবর পেয়ে হাতীবান্ধা থানা-পুলিশ অনুপ্রবেশের দায়ে তাঁকে আটক করে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে অনুপ্রবেশের দায়ে মামলা করে আদালতে পাঠায় পুলিশ।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন্নবী বলেন, ‘আরিয়ান মির্জা নামের এক ভারতীয় নাগরিককে অনুপ্রবেশের দায়ে আটক করে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। প্রেমের টানে সীমান্ত পাড়ি দিয়েছে বলে শুনেছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

ইসরায়েল–যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করলে ইরানের পাশে দাঁড়াবে কি চীন

আজকের রাশিফল: খুনসুটি গভীর প্রেমে রূপ নেবে, মুখ থুবড়ে পড়ার হালকা যোগ আছে

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

এলপিজির কারসাজিতে অসহায় জনগণ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত