তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি

যুদ্ধ নয় শান্তি চাইসহ ২০টি বার্তা নিয়ে টেকনাফের জিরোপয়েন্ট থেকে পায়ে হেঁটে দেশের উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া বাংলাবান্ধায় পৌঁছেছেন মুরাদ জুবায়ের নামে এক যুবক। গতকাল শনিবার বিকেলে জেলার তেঁতুলিয়ার উপজেলার বাংলাবান্ধা জিরোপয়েন্টে গিয়ে তাঁর এ পদযাত্রা শেষ হয়। এ পদযাত্রায় তিনি ২০ দিনে ১ হাজার ৪ কিলোমিটার পাড়ি দিয়েছেন।
গত ৭ মার্চ কক্সবাজারের টেকনাফ থেকে শান্তির জন্য হাঁটা কর্মসূচি শুরু করেন মুরাদ নামের ওই যুবক। প্রতিদিন এক ঘণ্টা দেশের জন্য সময় ব্যয় করা, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করাসহ ২০টি বার্তা নিয়ে ২০ দিনে পায়ে হেঁটে দেশের দীর্ঘতম দূরত্বের পথ অতিক্রম করেন মুরাদ জুবায়ের। চলার পথে যেখানে বিরতি দিয়েছেন, সেখানে স্থানীয়দের জড়ো করে তাদের কাছে তাঁর বার্তাগুলো পৌঁছে দিয়েছেন।
জানা গেছে, মুরাদ জুবায়েরের বাড়ি ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার মুহুরীগঞ্জ এলাকায়। তবে বর্তমানে তিনি গাজীপুর জেলার টঙ্গী এলাকায় বসবাস করছেন। আর সেখানেই তিনি একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছেন।
মুরাদ জুবায়ের আজকের পত্রিকাকে বলেন, ‘আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে আমি দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আমার পদযাত্রা শেষ করেছি। আমার এই পথচলায় মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া ও ভালোবাসা পেয়ে আমি অভিভূত।’
জুবায়ের আরও বলেন, ‘সুন্দর ও শান্তিপূর্ণ পৃথিবী গড়ার বার্তা নিয়ে আমি এই পদযাত্রা শুরু করি গত ৭ মার্চ। আমরা যুদ্ধ নয়, শান্তি চাই। একটি বাসযোগ্য নিরাপদ পৃথিবী চাই। সবচেয়ে বড় কথা হলো দেশকে ভালোবাসা, কিন্তু আমরা দেশের জন্য একটু সময়ও ব্যয় করতে চাই না। আমার একটি বার্তা ছিল যে, দিনে অন্তত এক ঘণ্টা দেশের জন্য সময় ব্যয় করা।’

যুদ্ধ নয় শান্তি চাইসহ ২০টি বার্তা নিয়ে টেকনাফের জিরোপয়েন্ট থেকে পায়ে হেঁটে দেশের উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া বাংলাবান্ধায় পৌঁছেছেন মুরাদ জুবায়ের নামে এক যুবক। গতকাল শনিবার বিকেলে জেলার তেঁতুলিয়ার উপজেলার বাংলাবান্ধা জিরোপয়েন্টে গিয়ে তাঁর এ পদযাত্রা শেষ হয়। এ পদযাত্রায় তিনি ২০ দিনে ১ হাজার ৪ কিলোমিটার পাড়ি দিয়েছেন।
গত ৭ মার্চ কক্সবাজারের টেকনাফ থেকে শান্তির জন্য হাঁটা কর্মসূচি শুরু করেন মুরাদ নামের ওই যুবক। প্রতিদিন এক ঘণ্টা দেশের জন্য সময় ব্যয় করা, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করাসহ ২০টি বার্তা নিয়ে ২০ দিনে পায়ে হেঁটে দেশের দীর্ঘতম দূরত্বের পথ অতিক্রম করেন মুরাদ জুবায়ের। চলার পথে যেখানে বিরতি দিয়েছেন, সেখানে স্থানীয়দের জড়ো করে তাদের কাছে তাঁর বার্তাগুলো পৌঁছে দিয়েছেন।
জানা গেছে, মুরাদ জুবায়েরের বাড়ি ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার মুহুরীগঞ্জ এলাকায়। তবে বর্তমানে তিনি গাজীপুর জেলার টঙ্গী এলাকায় বসবাস করছেন। আর সেখানেই তিনি একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছেন।
মুরাদ জুবায়ের আজকের পত্রিকাকে বলেন, ‘আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে আমি দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আমার পদযাত্রা শেষ করেছি। আমার এই পথচলায় মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া ও ভালোবাসা পেয়ে আমি অভিভূত।’
জুবায়ের আরও বলেন, ‘সুন্দর ও শান্তিপূর্ণ পৃথিবী গড়ার বার্তা নিয়ে আমি এই পদযাত্রা শুরু করি গত ৭ মার্চ। আমরা যুদ্ধ নয়, শান্তি চাই। একটি বাসযোগ্য নিরাপদ পৃথিবী চাই। সবচেয়ে বড় কথা হলো দেশকে ভালোবাসা, কিন্তু আমরা দেশের জন্য একটু সময়ও ব্যয় করতে চাই না। আমার একটি বার্তা ছিল যে, দিনে অন্তত এক ঘণ্টা দেশের জন্য সময় ব্যয় করা।’

অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ২২ জুলাই জুলাই গণ-অভ্যুত্থানে ইন্টারনেট শাটডাউন চলাকালে এসব ব্যবসায়ী সাবেক স্বৈরাচার ও সাজাপ্রাপ্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্দোলন দমনে সহায়তার প্রতিশ্রুতি ও সার্বিকভাবে পাশে থাকার জন্য ঢাকার ওসমানী মিলনায়তনে একত্রিত হন।
১ ঘণ্টা আগে
গোপালগঞ্জের কোটালীপাড়ায় ইজিবাইক (ব্যাটারিচালিত অটোরিকশা) নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে কাশেম মোল্লা (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে উপজেলার আশুতিয়ায় এ দুর্ঘটনা ঘটে। কাশেম আশুতিয়া গ্রামের রাজ্জাক মোল্লার ছেলে। তিনি পেশাগতভাবে অটোরিকশাচালক নন। শখের বসে চালাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
মিয়ানমার থেকে আসা গুলিতে আহত টেকনাফের শিশু হুজাইফা আফনানের (৯) অবস্থা এখনো সংকটাপন্ন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা হুজাইফার মস্তিষ্কের ‘চাপ কমাতে’ তার মাথার খুলির একটি অংশ খুলে রাখা হয়েছে।
১ ঘণ্টা আগে
নোয়াখালীর কবিরহাট উপজেলায় কাভার্ড ভ্যানের ধাক্কায় বিপ্লব চন্দ্র শীল (৩৮) নামের এক ইনস্যুরেন্স কর্মকর্তা নিহত হয়েছেন। এই ঘটনায় তাঁর ভগ্নিপতি পলাশ চন্দ্র শীল গুরুতর আহত হন। গতকাল সোমবার রাতে উপজেলার গলাকাটা পোল এলাকায় কবিরহাট-বসুরহাট সড়কে এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে