ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙ্গামাটি)

লক্ষ্মী রানী দে। বয়স সত্তরের ওপরে। স্বামী-সন্তানহারা অন্ধ বৃদ্ধা প্রায় ১২ বছর হলো বসবাস করছেন রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা খ্রিষ্টান হাসপাতালের বারান্দায়। কি শীত, কি গ্রীষ্ম, কি বর্ষা কিংবা উৎসব–পার্বণ কখন যে চলে যায় তাঁর জীবনে এসবের কোনো কিছু আসে–যায় না। প্রতিদিন একবেলা বা দুবেলা ভাত-তরকারি পেলেই তাঁর দিন চলে যায়।
চন্দ্রঘোনা মিশন হাসপাতালের বারান্দায় গতকাল রোববার সন্ধ্যায় কথা হয় লক্ষ্মী রানী দের সঙ্গে। তিনি জানান, রাঙামাটির রাজবাড়ি এলাকায় তাঁর বাবার বাড়ি। বাবার নাম ক্ষিতীশ বিশ্বাস। কাপ্তাই বাঁধ হওয়ার ফলে তাঁদের পৈতৃক বাড়ি লেকে তলিয়ে যাওয়ার পর স্বাধীনতার আগে তাঁরা সপরিবারে রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা হিন্দুপাড়ায় মামার বাড়িতে চলে আসেন। সেখান থেকে তাঁর বিয়ে হয় রাউজান উপজেলার ঊনসত্তরপাড়া গ্রামের মানিক চন্দ্র দের সঙ্গে। সুখেই চলছিল তাঁদের জীবন। স্বামী কৃষিকাজ করে সংসার চালাতেন। এরই মধ্যে তাঁর দুই সন্তানের জন্ম হয়। কিন্তু সবার কপালে কি সুখ সয়। তাঁর প্রথম ছেলে লিটু দে মাত্র ১৩ বছর বয়সে দুরারোগ্য ব্যাধিতে মারা যায় পাহাড়তলি শ্বশুরবাড়িতে। বড় ছেলে মারা যাওয়ার ছয় বছর পর আর এক ছেলে সুজয় দে মাত্র ১১ বছর বয়সে মারা যায়। ছেলেহারা লক্ষ্মী রানীর জীবন বিভীষিকায় পরিণত হয়।
কথাই আছে ‘মড়ার উপর খাঁড়ার ঘা’। ছেলে হারানোর আট বছর পর পুত্রশোক সইতে না পেরে লক্ষ্মী রানীর স্বামী মানিক চন্দ্র দেও মারা যান। স্বামী মারা যাওয়ার পর তাঁর জীবনে নেমে আসে আরও দুর্বিষহ দিন। শ্বশুরবাড়ির লোকজনের অত্যাচারে তিনি এককাপড়ে ঘর ছেড়ে চন্দ্রঘোনা হিন্দুপাড়া মায়ের ঘরে চলে আসেন। সেখানেও থাকতে পারলেন না তিনি। সহায়–সম্বল যা ছিল তা নিয়ে তাঁর এক ভাই চলে যান অন্যত্র।
এরপর তিনি চন্দ্রঘোনা খ্রিষ্টান হাসপাতালের চিকিৎসক মনোজ বড়ুয়ার বাসায় কাজ নেন। ডা. মনোজ বড়ুয়া ছাড়াও মিশন এলাকার অনেকের বাসাবাড়িতে কাজ করে জীবন চালাতেন তিনি।
এরই মধ্যে তাঁর জীবনে আসে আরও একটি দুঃস্বপ্ন। ১৯৯২ সালে চোখে কঠিন রোগ দেখা দেয়। অপারেশন করাতে গিয়ে তিরি হারান দুচোখ। চোখ হারানোর পর অনেকের বাসায় তাঁর কাজ বন্ধ হয়ে যায়। এখন মানুষের দেওয়া অন্ন-বস্ত্রে চলে তাঁর জীবন। যেদিন পান সেদিন খান, না পেলে কখনো কখনো পানি খেয়ে হাসপাতালের বারান্দায় ঘুমিয়ে যান লক্ষ্মী রানী দে।
কথা হয় মিশন হাসপাতালের সামনের গেটে ফল বিক্রেতা আবদুল আউয়ালের সঙ্গে। তিনি জানান, এই মহিলা দীর্ঘ ২০ বছর ধরে দিনের বেলা তাঁর দোকানে বসে থাকেন, সন্ধ্যা হলে হাসপাতালের বারান্দায় চলে যান। অনেকে এসে কিছু সহায়তা করে যান।
চন্দ্রঘোনা খ্রিষ্টান হাসপাতালের নিরাপত্তা প্রহরী মো. সিরাজ, জুনু চাকমা, নাছের জানান, ১২ বছর ধরে হাসপাতালের বারান্দায় ওই মহিলা রাত্রি যাপন করেন। হাসপাতালের সামনে অন্ধ এই মহিলাকে তাঁরা সব সময় চোখে চোখে রাখেন, খাবার দেন।
হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং জানান, ১২ বছর ধরে আমরা তাকে হাসপাতালের বারান্দায় বসবাস করতে দেখে আসছি। আমরা একবার ওই মহিলাকে টাকা–পয়সা দিয়ে তাঁর এক আত্মীয়ের বাসায় দিয়ে এসেছিলাম। কিন্ত ওই মহিলা আবার হাসপাতালের সামনে ফিরে আসে, তাই মানবিক কারণে আমরা ওনাকে থাকতে দিয়েছি।’
ডা. প্রবীর খিয়াং আরও বলেন, ‘হাসপাতালের পক্ষ থেকে তাঁকে আমরা প্রায়ই খাবার দিয়ে থাকি। তবে ওই মহিলাকে যদি পুনর্বাসন করা যায়, সে ক্ষেত্রে আমরা সহায়তা করব। আমরা আবার চেষ্টা করব তাঁকে তাঁর আত্মীয়ের বাসায় নিয়ে পুনর্বাসন করার জন্য।’

লক্ষ্মী রানী দে। বয়স সত্তরের ওপরে। স্বামী-সন্তানহারা অন্ধ বৃদ্ধা প্রায় ১২ বছর হলো বসবাস করছেন রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা খ্রিষ্টান হাসপাতালের বারান্দায়। কি শীত, কি গ্রীষ্ম, কি বর্ষা কিংবা উৎসব–পার্বণ কখন যে চলে যায় তাঁর জীবনে এসবের কোনো কিছু আসে–যায় না। প্রতিদিন একবেলা বা দুবেলা ভাত-তরকারি পেলেই তাঁর দিন চলে যায়।
চন্দ্রঘোনা মিশন হাসপাতালের বারান্দায় গতকাল রোববার সন্ধ্যায় কথা হয় লক্ষ্মী রানী দের সঙ্গে। তিনি জানান, রাঙামাটির রাজবাড়ি এলাকায় তাঁর বাবার বাড়ি। বাবার নাম ক্ষিতীশ বিশ্বাস। কাপ্তাই বাঁধ হওয়ার ফলে তাঁদের পৈতৃক বাড়ি লেকে তলিয়ে যাওয়ার পর স্বাধীনতার আগে তাঁরা সপরিবারে রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা হিন্দুপাড়ায় মামার বাড়িতে চলে আসেন। সেখান থেকে তাঁর বিয়ে হয় রাউজান উপজেলার ঊনসত্তরপাড়া গ্রামের মানিক চন্দ্র দের সঙ্গে। সুখেই চলছিল তাঁদের জীবন। স্বামী কৃষিকাজ করে সংসার চালাতেন। এরই মধ্যে তাঁর দুই সন্তানের জন্ম হয়। কিন্তু সবার কপালে কি সুখ সয়। তাঁর প্রথম ছেলে লিটু দে মাত্র ১৩ বছর বয়সে দুরারোগ্য ব্যাধিতে মারা যায় পাহাড়তলি শ্বশুরবাড়িতে। বড় ছেলে মারা যাওয়ার ছয় বছর পর আর এক ছেলে সুজয় দে মাত্র ১১ বছর বয়সে মারা যায়। ছেলেহারা লক্ষ্মী রানীর জীবন বিভীষিকায় পরিণত হয়।
কথাই আছে ‘মড়ার উপর খাঁড়ার ঘা’। ছেলে হারানোর আট বছর পর পুত্রশোক সইতে না পেরে লক্ষ্মী রানীর স্বামী মানিক চন্দ্র দেও মারা যান। স্বামী মারা যাওয়ার পর তাঁর জীবনে নেমে আসে আরও দুর্বিষহ দিন। শ্বশুরবাড়ির লোকজনের অত্যাচারে তিনি এককাপড়ে ঘর ছেড়ে চন্দ্রঘোনা হিন্দুপাড়া মায়ের ঘরে চলে আসেন। সেখানেও থাকতে পারলেন না তিনি। সহায়–সম্বল যা ছিল তা নিয়ে তাঁর এক ভাই চলে যান অন্যত্র।
এরপর তিনি চন্দ্রঘোনা খ্রিষ্টান হাসপাতালের চিকিৎসক মনোজ বড়ুয়ার বাসায় কাজ নেন। ডা. মনোজ বড়ুয়া ছাড়াও মিশন এলাকার অনেকের বাসাবাড়িতে কাজ করে জীবন চালাতেন তিনি।
এরই মধ্যে তাঁর জীবনে আসে আরও একটি দুঃস্বপ্ন। ১৯৯২ সালে চোখে কঠিন রোগ দেখা দেয়। অপারেশন করাতে গিয়ে তিরি হারান দুচোখ। চোখ হারানোর পর অনেকের বাসায় তাঁর কাজ বন্ধ হয়ে যায়। এখন মানুষের দেওয়া অন্ন-বস্ত্রে চলে তাঁর জীবন। যেদিন পান সেদিন খান, না পেলে কখনো কখনো পানি খেয়ে হাসপাতালের বারান্দায় ঘুমিয়ে যান লক্ষ্মী রানী দে।
কথা হয় মিশন হাসপাতালের সামনের গেটে ফল বিক্রেতা আবদুল আউয়ালের সঙ্গে। তিনি জানান, এই মহিলা দীর্ঘ ২০ বছর ধরে দিনের বেলা তাঁর দোকানে বসে থাকেন, সন্ধ্যা হলে হাসপাতালের বারান্দায় চলে যান। অনেকে এসে কিছু সহায়তা করে যান।
চন্দ্রঘোনা খ্রিষ্টান হাসপাতালের নিরাপত্তা প্রহরী মো. সিরাজ, জুনু চাকমা, নাছের জানান, ১২ বছর ধরে হাসপাতালের বারান্দায় ওই মহিলা রাত্রি যাপন করেন। হাসপাতালের সামনে অন্ধ এই মহিলাকে তাঁরা সব সময় চোখে চোখে রাখেন, খাবার দেন।
হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং জানান, ১২ বছর ধরে আমরা তাকে হাসপাতালের বারান্দায় বসবাস করতে দেখে আসছি। আমরা একবার ওই মহিলাকে টাকা–পয়সা দিয়ে তাঁর এক আত্মীয়ের বাসায় দিয়ে এসেছিলাম। কিন্ত ওই মহিলা আবার হাসপাতালের সামনে ফিরে আসে, তাই মানবিক কারণে আমরা ওনাকে থাকতে দিয়েছি।’
ডা. প্রবীর খিয়াং আরও বলেন, ‘হাসপাতালের পক্ষ থেকে তাঁকে আমরা প্রায়ই খাবার দিয়ে থাকি। তবে ওই মহিলাকে যদি পুনর্বাসন করা যায়, সে ক্ষেত্রে আমরা সহায়তা করব। আমরা আবার চেষ্টা করব তাঁকে তাঁর আত্মীয়ের বাসায় নিয়ে পুনর্বাসন করার জন্য।’

রোববার সন্ধ্যায় মেহেদী গোবরা থেকে মোটরসাইকেলযোগে শহরের বাসায় ফেরার পথে চিত্রা নদীর এসএম সুলতান সেতু এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানকে ধাক্কা দেয়।
১ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
৬ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
৬ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
৭ ঘণ্টা আগে