Ajker Patrika

বগুড়ায় ফুটবল খেলার সময় ছুরিকাঘাতে কিশোর খুন

বগুড়া প্রতিনিধি
বগুড়ায় ফুটবল খেলার সময় ছুরিকাঘাতে কিশোর খুন

বগুড়ায় ফুটবল খেলা নিয়ে বিরোধে রিয়াদ ফকির (১৫) নামের এক কিশোর খুন হয়েছে। এ সময় ছুরিকাঘাতে সিয়াম (২৬) নামের আরেক যুবক আহত হয়। আজ শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে বগুড়া শহরতলির কৈচড় উচ্চ বিদ্যালয় মাঠে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। 

নিহত রিয়াদ ফকির কৈচড় মধ্যপাড়া গ্রামের মৃত তাঁরা মিয়া ফকিরের ছেলে। বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) স্বপন মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

কামরুল হাসান নামের একজন প্রত্যক্ষদর্শী জানান, কৈচড় উচ্চ বিদ্যালয় মাঠে শুক্রবার বিকেল কৈচড় মধ্যপাড়া একাদশ বনাম ছিলিমপুর একাদশ ফুটবল টিমের মধ্যে ফাইনাল খেলা বিকেল ৫টায় শুরু হয়। খেলার প্রথমার্ধে কৈচড় মধ্যপাড়া একাদশ ১-০ গোলে এগিয়ে থাকে। সন্ধ্যা পৌনে ৬টায় বিরতি চলাকালে দুই পক্ষের খেলোয়াড়দের মধ্যে কথাকাটাকাটি থেকে হাতাহাতি শুরু হয়। একপর্যায়ে খেলা দেখতে আসা রিয়াদ ফকির ও সিয়ামকে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এ ঘটনার পর ফুটবল টুর্নামেন্ট ভন্ডুল হয়ে যায়। পরে স্থানীয়রা ছুরিকাহত দুজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে রিয়াদ ফকির মারা যায়। 

নিহত রিয়াদ ফকিরের মামা মিলন হোসেন বলেন, ‘ফুটবল খেলা দেখতে গিয়ে মারামারির মধ্যে পড়লে রিয়াদকে ছুরিকাঘাত করা হয়। রিয়াদ ফকির বগুড়া শহরে একটি প্রেসে শ্রমিক হিসেবে কাজ করত।’

বগুড়া সদর থানার এসআই স্বপন মিয়া বলেন, লাশ উদ্ধার করে মর্গে রাখা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে কাজ চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিলে আইনি পথ দেখবে বিসিবি

আজকের রাশিফল: চাকরিতে সুখবর আসবে, সঙ্গীকে ‘সরি’ বলতে দ্বিধা করবেন না

১০৩ কর্মী নেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

ভ্রাম্যমাণ আদালতে বাধা: চেয়ারম্যানকে বরখাস্তের এক দিন পর ইউএনও বদলি

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত