ধুনট (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার ধুনট উপজেলায় স্বামীর ঘর থেকে মিথিলা খাতুন (২২) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার ভোরে মিথিলার মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে দুপুরে মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ নিহতের স্বামী ইয়ামিন সরকারকে (২৫) আটক করেছে।
গতকাল বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটেছে উপজেলার মথুরাপুর ইউনিয়নের চরজোলাগাতি গ্রামে। নিহতের বাবার দাবি, তাঁর মেয়েকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। বিষয়টি থেকে রক্ষা পাওয়ার জন্য কৌশল করে গলায় ফাঁস লাগিয়ে মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে।
নিহত মিথিলা খাতুন উপজেলার পীরহাটি গ্রামের রেজাউল করিমের মেয়ে।
থানার পুলিশ ও নিহতের পরিবার বলছে, প্রায় সাত বছর আগে পাশের জোলাগাতি গ্রামের সাইফুল সরকারের ছেলে ইয়ামিন সরকারের সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁদের দুটি কন্যাসন্তান রয়েছে। প্রায় তিন বছর আগে বাড়ির পাশের এক নারীর সঙ্গে পরকীয়া সম্পর্ক গড়ে তোলেন ইয়ামিন। বিষয়টি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। পারিবারিকভাবে কয়েক দফা বৈঠক করে বিষয়টি সমাধান করার চেষ্টা করা হলেও কোনো কাজ হয়নি।
মিথিলার বাবা রেজাউল করিম অভিযোগ করে বলেন, ‘পরকীয়া প্রেমে বাধা দেওয়ায় ক্ষুব্ধ হয়ে ইয়ামিন তাঁর স্ত্রীকে বিভিন্ন সময়ে মারধর, শরীরে সিগারেটের ছ্যাঁকা, মাথার চুল কেটে দেওয়া, প্রস্রাব খাওয়ানোসহ নানাভাবে নির্যাতন করত। বৃহস্পতিবার রাতে তরকারিতে লবণ কম দেওয়ার অজুহাতে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে মিথিলাকে শ্বাসরোধে হত্যা করে ইয়ামিন। পরে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করছে সে।’
থানা-পুলিশের হেফাজতে থাকায় নিহতের স্বামী ইয়ামিন সরকারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এ বিষয়ে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) পাঠানো হয়েছে। গৃহবধূকে হত্যার অভিযোগে তাঁর স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। তাই এ সময় সঠিক কোনো তথ্য দেওয়া সম্ভব নয়।’

বগুড়ার ধুনট উপজেলায় স্বামীর ঘর থেকে মিথিলা খাতুন (২২) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার ভোরে মিথিলার মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে দুপুরে মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ নিহতের স্বামী ইয়ামিন সরকারকে (২৫) আটক করেছে।
গতকাল বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটেছে উপজেলার মথুরাপুর ইউনিয়নের চরজোলাগাতি গ্রামে। নিহতের বাবার দাবি, তাঁর মেয়েকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। বিষয়টি থেকে রক্ষা পাওয়ার জন্য কৌশল করে গলায় ফাঁস লাগিয়ে মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে।
নিহত মিথিলা খাতুন উপজেলার পীরহাটি গ্রামের রেজাউল করিমের মেয়ে।
থানার পুলিশ ও নিহতের পরিবার বলছে, প্রায় সাত বছর আগে পাশের জোলাগাতি গ্রামের সাইফুল সরকারের ছেলে ইয়ামিন সরকারের সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁদের দুটি কন্যাসন্তান রয়েছে। প্রায় তিন বছর আগে বাড়ির পাশের এক নারীর সঙ্গে পরকীয়া সম্পর্ক গড়ে তোলেন ইয়ামিন। বিষয়টি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। পারিবারিকভাবে কয়েক দফা বৈঠক করে বিষয়টি সমাধান করার চেষ্টা করা হলেও কোনো কাজ হয়নি।
মিথিলার বাবা রেজাউল করিম অভিযোগ করে বলেন, ‘পরকীয়া প্রেমে বাধা দেওয়ায় ক্ষুব্ধ হয়ে ইয়ামিন তাঁর স্ত্রীকে বিভিন্ন সময়ে মারধর, শরীরে সিগারেটের ছ্যাঁকা, মাথার চুল কেটে দেওয়া, প্রস্রাব খাওয়ানোসহ নানাভাবে নির্যাতন করত। বৃহস্পতিবার রাতে তরকারিতে লবণ কম দেওয়ার অজুহাতে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে মিথিলাকে শ্বাসরোধে হত্যা করে ইয়ামিন। পরে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করছে সে।’
থানা-পুলিশের হেফাজতে থাকায় নিহতের স্বামী ইয়ামিন সরকারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এ বিষয়ে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) পাঠানো হয়েছে। গৃহবধূকে হত্যার অভিযোগে তাঁর স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। তাই এ সময় সঠিক কোনো তথ্য দেওয়া সম্ভব নয়।’

ভারত থেকে কারাভোগ শেষে অবৈধভাবে বাংলাদেশে ঢোকার সময় ১৭ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বুধবার ভোর সাড়ে ৫টার দিকে নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) অধীন চাড়ালডাংগা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ২১৯/২৯-আর-সংলগ্ন এলাকায় এই অভিযান চালানো হয়।
৩৯ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নে গুলিবিদ্ধ শিশু আফনান ও নাফ নদীতে মাইন বিস্ফোরণে আহত যুবক মো. হানিফের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন। পাশাপাশি জেলা পরিষদের পক্ষ থেকেও আরও কিছু অনুদান দেওয়ার কথা জানানো হয়েছে।
১ ঘণ্টা আগে
ডা. মহিউদ্দিনকে কারাগার থেকে আজ আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর থানার পুলিশ পরিদর্শক মো. মিজানুর রহমান তাঁকে জুলাই আন্দোলনে মিরপুর থানার মাহফুজ আলম শ্রাবণ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
২ ঘণ্টা আগে
ঘটনার প্রতিক্রিয়ায় খাগড়াছড়ি জেলা জামায়াতের আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন বলেন, নির্বাচনের পরিবেশ নষ্ট করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। তিনি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
২ ঘণ্টা আগে