রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষ অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন গতকাল বুধবার দিবাগত রাত ১২টায় শেষ হয়েছে। গত ৮ জানুয়ারি দুপুর ১২টা থেকে এই আবেদন প্রক্রিয়া শুরু হয়।
প্রাথমিক আবেদনের সময় শেষে তিনটি ইউনিটে মোট আবেদন জমা পড়েছে ৩ লাখ ৫৬ হাজার ৫০০। তবে একজন শিক্ষার্থী একাধিক ইউনিটে আবেদন করতে পারেন। এ হিসেবে একক আবেদনকারী শিক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৯৪ হাজার ৫৬৬ জন।
আজ বৃহস্পতিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক খাদেমুল ইসলাম মোল্লা। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল দিবাগত রাত ১২টা পর্যন্ত তিনটি ইউনিটে মোট আবেদন জমা পড়েছে ৩ লাখ ৫৬ হাজার ৫০০ টি। এর মধ্যে ‘এ’ (মানবিক) ইউনিটে ১ লাখ ৩০ হাজার, ‘বি (বাণিজ্য) ইউনিটে ৮৮ হাজার ৩০০ এবং ‘সি’ (বিজ্ঞান) ইউনিটে ১ লাখ ৩৮ হাজার আবেদন জমা পড়েছে।’
তিনি আরও বলেন, ‘একজন শিক্ষার্থী একাধিক ইউনিটে আবেদন করতে পারেন। এ হিসেবে একক আবেদনকারী শিক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৯৪ হাজার ৫৬৬ জন। তবে এ সংখ্যা কিছুটা পরিবর্তন হতে পারে। কারণ কিছু আবেদনকারীর পেমেন্ট এখনো সম্পন্ন হয়নি।’
প্রাথমিক আবেদন যাচাই-বাছাই শেষে ২৬ জানুয়ারি থেকে চূড়ান্ত আবেদন শুরু হবে। মোট চার দফায় এ আবেদন সম্পন্ন হবে। প্রাথমিক আবেদনকারীদের মধ্যে থেকে এইচএসসি বা সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রতি ইউনিটে সর্বোচ্চ ৭২ হাজারসহ বিভিন্ন কোটার আবেদনকারী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।
মোট চারটি ধাপে চূড়ান্ত আবেদন সম্পন্ন হবে। প্রথম ধাপে মনোনীত শিক্ষার্থীরা আগামী ২৬ থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত চূড়ান্ত আবেদন করতে পারবেন। প্রথম দফা আবেদন পূর্ণ না হওয়া সাপেক্ষে দ্বিতীয় দফায় ১ থেকে ৩ ফেব্রুয়ারি, তৃতীয় দফা ৬ ও ৭ ফেব্রুয়ারি এবং চতুর্থ দফা ১০ ও ১১ ফেব্রুয়ারি চূড়ান্ত আবেদন করতে পারবেন কিচ্ছু শিক্ষার্থীরা।
এবার তিন ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী ৫ মার্চ ‘সি’ ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষার মধ্যে দিয়ে এবারের ভর্তি পরীক্ষা শুরু হবে। এরপর ৬ মার্চ ‘এ’ইউনিট (মানবিক) ও ৭ মার্চ ‘বি’ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এছাড়া ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য ও প্রযোজ্য শর্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষ অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন গতকাল বুধবার দিবাগত রাত ১২টায় শেষ হয়েছে। গত ৮ জানুয়ারি দুপুর ১২টা থেকে এই আবেদন প্রক্রিয়া শুরু হয়।
প্রাথমিক আবেদনের সময় শেষে তিনটি ইউনিটে মোট আবেদন জমা পড়েছে ৩ লাখ ৫৬ হাজার ৫০০। তবে একজন শিক্ষার্থী একাধিক ইউনিটে আবেদন করতে পারেন। এ হিসেবে একক আবেদনকারী শিক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৯৪ হাজার ৫৬৬ জন।
আজ বৃহস্পতিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক খাদেমুল ইসলাম মোল্লা। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল দিবাগত রাত ১২টা পর্যন্ত তিনটি ইউনিটে মোট আবেদন জমা পড়েছে ৩ লাখ ৫৬ হাজার ৫০০ টি। এর মধ্যে ‘এ’ (মানবিক) ইউনিটে ১ লাখ ৩০ হাজার, ‘বি (বাণিজ্য) ইউনিটে ৮৮ হাজার ৩০০ এবং ‘সি’ (বিজ্ঞান) ইউনিটে ১ লাখ ৩৮ হাজার আবেদন জমা পড়েছে।’
তিনি আরও বলেন, ‘একজন শিক্ষার্থী একাধিক ইউনিটে আবেদন করতে পারেন। এ হিসেবে একক আবেদনকারী শিক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৯৪ হাজার ৫৬৬ জন। তবে এ সংখ্যা কিছুটা পরিবর্তন হতে পারে। কারণ কিছু আবেদনকারীর পেমেন্ট এখনো সম্পন্ন হয়নি।’
প্রাথমিক আবেদন যাচাই-বাছাই শেষে ২৬ জানুয়ারি থেকে চূড়ান্ত আবেদন শুরু হবে। মোট চার দফায় এ আবেদন সম্পন্ন হবে। প্রাথমিক আবেদনকারীদের মধ্যে থেকে এইচএসসি বা সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রতি ইউনিটে সর্বোচ্চ ৭২ হাজারসহ বিভিন্ন কোটার আবেদনকারী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।
মোট চারটি ধাপে চূড়ান্ত আবেদন সম্পন্ন হবে। প্রথম ধাপে মনোনীত শিক্ষার্থীরা আগামী ২৬ থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত চূড়ান্ত আবেদন করতে পারবেন। প্রথম দফা আবেদন পূর্ণ না হওয়া সাপেক্ষে দ্বিতীয় দফায় ১ থেকে ৩ ফেব্রুয়ারি, তৃতীয় দফা ৬ ও ৭ ফেব্রুয়ারি এবং চতুর্থ দফা ১০ ও ১১ ফেব্রুয়ারি চূড়ান্ত আবেদন করতে পারবেন কিচ্ছু শিক্ষার্থীরা।
এবার তিন ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী ৫ মার্চ ‘সি’ ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষার মধ্যে দিয়ে এবারের ভর্তি পরীক্ষা শুরু হবে। এরপর ৬ মার্চ ‘এ’ইউনিট (মানবিক) ও ৭ মার্চ ‘বি’ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এছাড়া ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য ও প্রযোজ্য শর্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
২ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
২ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
২ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৩ ঘণ্টা আগে