Ajker Patrika

সিরাজগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি কারাগারে

সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি কারাগারে

পুলিশের দায়ের করা সংঘর্ষের মামলায় সিরাজগঞ্জের সদর উপজেলা বিএনপির সভাপতি রফিক সরকারকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলা আমলি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে, বিচারক জামিনের আবেদন না মঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

এ রায় ঘোষণা করেন বিচারক কে. এম শাহরিয়ার শহীদ বাপ্পি। এ তথ্য নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ সদর আমলি আদালতের জেনারেল রেজিস্ট্রার অফিসার (জিআরও) স্বপন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘২০২২ সালের ২ সেপ্টেম্বর পুলিশের দায়ের করা একটি সংঘর্ষের মামলায় রফিক সরকার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। পরে বিচারক জামিনের আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।’ 

বিএনপির নেতার আইনজীবী ইন্দ্রজিত সাহা ও নাজমুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, ২০২২ সালে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান ঘিরে সংঘর্ষের ঘটনায় পুলিশ একটি মামলা দায়ের করে। এই মামলায় এজাহারে বিএনপি নেতা রফিক সরকারের নাম ছিল না। চার্জশিটে তাঁর নাম অন্তর্ভুক্ত করা তিনি আজ (বুধবার) স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত জামিন না মঞ্জুর করে আদালতে পাঠিয়েছেন। 

এ দিকে বিএনপির নেতার মুক্তি দাবি করেছেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, জেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক খোরশেদ আলম মিন্টুসহ নেতা-কর্মীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

তেহরানের একটি মর্গেই ১৮২ মরদেহ, ভিডিও ভাইরাল

৭ মাসেই বরখাস্ত আলোনসো, রিয়ালের নতুন কোচ হয়েছেন কে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত