চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন বলেছেন, ‘স্বাধীনতাযুদ্ধে সবচেয়ে বেশি অবদান রয়েছে ছাত্রলীগের। নিজের অভিজ্ঞতা থেকে দেখেছি, যুদ্ধে ছাত্রলীগের অংশগ্রহণ ছিল সর্বাপেক্ষা। সে সময় ছাত্রলীগের নেতা-কর্মীরা অস্ত্র হাতে তুলে নিয়ে দেশ স্বাধীন করেছেন। বর্তমানে দেশের ভাবমূর্তি বজায় রাখতে ভূমিকা পালন করতে হবে ছাত্রলীগের নেতা-কর্মীদের।’
আজ বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ মুক্ত দিবস উপলক্ষে ছাত্রলীগের আয়োজনে অনুষ্ঠিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
এ সময় চেয়ারম্যান বলেন, ‘শেখ হাসিনার উন্নয়নকে মানুষের কাছে পৌঁছে দিতে হবে ছাত্রলীগের নেতা-কর্মীদের। এ ছাড়া স্বাধীনতাবিরোধীদের বিষয়েও সবাইকে সচেতন থাকতে হবে। স্বাধীনতাবিরোধী সব অপশক্তিকে মুছে দিতে হবে।’
জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন বলেন, ‘চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগের মধ্যে বিভেদ তৈরিতে কাজ করছেন আওয়ামী লীগেরই কিছু নামধারী নেতা-কর্মী। তাঁদের ষড়যন্ত্রেরও জবাব দেওয়া হবে। স্বাধীনতাবিরোধী অপশক্তি ছাত্রলীগের কারোর গায়ে হাত দিলে তাদের হাত ভেঙে ফেলা হবে।’
চাঁপাইনবাবগঞ্জ মুক্ত দিবস উপলক্ষে জেলা ছাত্রলীগের আয়োজনে আওয়ামী লীগ কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হরিমোহন সরকারি উচ্চবিদ্যালয়ের সামনে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। পরে সেখানেই সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন নেতারা।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতিকুজ্জামান আশিকের সঞ্চালনায় সমাবেশের সভাপতিত্ব করেন ছাত্রলীগ জেলা শাখার সভাপতি ডা. সাইফ জামান আনন্দ।

চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন বলেছেন, ‘স্বাধীনতাযুদ্ধে সবচেয়ে বেশি অবদান রয়েছে ছাত্রলীগের। নিজের অভিজ্ঞতা থেকে দেখেছি, যুদ্ধে ছাত্রলীগের অংশগ্রহণ ছিল সর্বাপেক্ষা। সে সময় ছাত্রলীগের নেতা-কর্মীরা অস্ত্র হাতে তুলে নিয়ে দেশ স্বাধীন করেছেন। বর্তমানে দেশের ভাবমূর্তি বজায় রাখতে ভূমিকা পালন করতে হবে ছাত্রলীগের নেতা-কর্মীদের।’
আজ বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ মুক্ত দিবস উপলক্ষে ছাত্রলীগের আয়োজনে অনুষ্ঠিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
এ সময় চেয়ারম্যান বলেন, ‘শেখ হাসিনার উন্নয়নকে মানুষের কাছে পৌঁছে দিতে হবে ছাত্রলীগের নেতা-কর্মীদের। এ ছাড়া স্বাধীনতাবিরোধীদের বিষয়েও সবাইকে সচেতন থাকতে হবে। স্বাধীনতাবিরোধী সব অপশক্তিকে মুছে দিতে হবে।’
জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন বলেন, ‘চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগের মধ্যে বিভেদ তৈরিতে কাজ করছেন আওয়ামী লীগেরই কিছু নামধারী নেতা-কর্মী। তাঁদের ষড়যন্ত্রেরও জবাব দেওয়া হবে। স্বাধীনতাবিরোধী অপশক্তি ছাত্রলীগের কারোর গায়ে হাত দিলে তাদের হাত ভেঙে ফেলা হবে।’
চাঁপাইনবাবগঞ্জ মুক্ত দিবস উপলক্ষে জেলা ছাত্রলীগের আয়োজনে আওয়ামী লীগ কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হরিমোহন সরকারি উচ্চবিদ্যালয়ের সামনে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। পরে সেখানেই সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন নেতারা।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতিকুজ্জামান আশিকের সঞ্চালনায় সমাবেশের সভাপতিত্ব করেন ছাত্রলীগ জেলা শাখার সভাপতি ডা. সাইফ জামান আনন্দ।

ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে প্রতিবছর সুন্দরবনে অনেক বন্য প্রাণী মারা যায়। এসব প্রাকৃতিক দুর্যোগে বন্য প্রাণীদের নিরাপদে রাখতে বানানো হয়েছে সাতটি টাইগার টিলা (উঁচু কিল্লা)। বাঘ সংরক্ষণ প্রকল্পের আওতায় এসব বানানো হয়েছে। এ ছাড়া টিলার পাশে বন্য প্রাণীদের সুপেয় পানি সরবরাহে খনন করা হয়েছে মিষ্টি পানির পুকুর।
১ সেকেন্ড আগে
দীর্ঘ ২৮ বছরের অচলাবস্থা কাটিয়ে ২০ জানুয়ারিতে হতে যাওয়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে যেন শঙ্কা কাটছে না। নির্বাচনে দুবার তফসিল ঘোষণা, নির্বাচন কমিশন কর্তৃক স্থগিত করা শেষে এখন ভোট গ্রহণ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
৩ মিনিট আগে
সেন্ট মার্টিনের পরিবেশ-প্রতিবেশ রক্ষায় গত বছর থেকে সরকার পর্যটক নিয়ন্ত্রণে পদক্ষেপ নেয়। পর্যটক সীমিত করার পাশাপাশি দ্বীপে নিষিদ্ধ পলিথিন ও একবার ব্যবহার্য প্লাস্টিক পণ্য বহন রোধ করাসহ ভ্রমণে ১২টি নির্দেশনা বা শর্ত আরোপ করে।
৬ মিনিট আগে
কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আমির হামজার বিরুদ্ধে আদালতে মামলা করেছেন এক ছাত্রদল নেতা। রোববার (১৮ জানুয়ারি) দুপুরে কুষ্টিয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আইনজীবীর মাধ্যমে এই মামলা করা হয়।
২ ঘণ্টা আগে