প্রতিনিধি, ভাঙ্গুড়া (পাবনা)

মোকলেছ উদ্দিন খন্দকার (৫২)। করোনা সংক্রমণ থেকে বাঁচতে টিকা নেন শনিবার সকাল সাড়ে ৯টায়। টিকা গ্রহণের কিছুক্ষণ পর থেকেই তাঁর শুরু হয় মাথা ঘোরা। অবস্থার অবনতি হলে স্থানীয় পল্লি চিকিৎসকের কাছে নিয়ে যান স্বজনরা। তারপর বিকেল চারটার দিকে তিনি মারা যান। এ ঘটনাটি ঘটেছে পাবনার ভাঙ্গুড়া উপজেলার করতকান্দি গ্রামে। মোকলেছ উদ্দিন উপজেলার খানমরিচ ইউনিয়নের করতকান্দি গ্রামের মৃত আফতাব উদ্দিন খন্দকারের ছেলে। তবে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের দাবি টিকার পার্শ্বপ্রতিক্রিয়ায় তাঁর মৃত্যু হয়নি। তাঁর মৃত্যুর অন্য কোন কারণ রয়েছে।
শনিবার থেকে উপজেলার ৫টি ইউনিয়নে কোভিড-১৯ ক্যাম্পেইন চলছিল। মোকলেছ উদ্দিন খন্দকার উপজেলার খানমরিচ ইউনিয়নের করতকান্দি রোস্তম আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে করোনার টিকা গ্রহণ করেন। টিকা গ্রহণের কিছুক্ষণ পর তাঁর মাথা ঘুরতে থাকে। এ অবস্থায় তাঁকে নওগাঁ বাজারের এক পল্লি চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। পরে বিকেল চারটার দিকে নিজ বাড়িতে তিনি মারা যান।
এ ব্যাপারে খানমরিচ ইউনিয়র পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আছাদুর রহমান বলেন, মোকলেছ উদ্দিন আগে থেকেই অসুস্থ, লো প্রেসারের রোগী। তিনি আজ সকাল সাড়ে নয়টা-দশটার দিকে করোনার টিকা নেন। পরে শুনি বিকেলে তিনি বাড়িতে মারা গেছেন।
এ ব্যাপারে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হালিমা খানমের বক্তব্য নিতে তাঁর মুঠো ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশরাফুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘একজন ব্যক্তির মৃত্যুর খবর তিনি শুনেছেন। যিনি আজ সকাল সাড়ে নয়টার দিকে করোনা টিকা গ্রহণ করেছেন। কিন্তু তিনি যে করোনা ভ্যাকসিনের ইফেক্টে মারা গেছেন সেটা বলতে পারি না।’
পাবনা সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী বলেন, ‘একজন ব্যক্তি হৃদযন্ত্র বন্ধ হয়ে মারা যাওয়ার খবর শুনেছি। করোনা টিকার পার্শ্বপ্রতিক্রিয়ায় তাঁর মৃত্যু হলে টিকা নেওয়ার আধা ঘণ্টা সময়ের মধ্যেই তাঁর মারা যাওয়ার কথা।’
প্রসঙ্গত, আজ শনিবার ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত উপজেলার পাঁচটি ইউনিয়নের ১৫টি কেন্দ্রে ৩ হাজার মানুষকে গণ টিকা প্রদান করা হয়।

মোকলেছ উদ্দিন খন্দকার (৫২)। করোনা সংক্রমণ থেকে বাঁচতে টিকা নেন শনিবার সকাল সাড়ে ৯টায়। টিকা গ্রহণের কিছুক্ষণ পর থেকেই তাঁর শুরু হয় মাথা ঘোরা। অবস্থার অবনতি হলে স্থানীয় পল্লি চিকিৎসকের কাছে নিয়ে যান স্বজনরা। তারপর বিকেল চারটার দিকে তিনি মারা যান। এ ঘটনাটি ঘটেছে পাবনার ভাঙ্গুড়া উপজেলার করতকান্দি গ্রামে। মোকলেছ উদ্দিন উপজেলার খানমরিচ ইউনিয়নের করতকান্দি গ্রামের মৃত আফতাব উদ্দিন খন্দকারের ছেলে। তবে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের দাবি টিকার পার্শ্বপ্রতিক্রিয়ায় তাঁর মৃত্যু হয়নি। তাঁর মৃত্যুর অন্য কোন কারণ রয়েছে।
শনিবার থেকে উপজেলার ৫টি ইউনিয়নে কোভিড-১৯ ক্যাম্পেইন চলছিল। মোকলেছ উদ্দিন খন্দকার উপজেলার খানমরিচ ইউনিয়নের করতকান্দি রোস্তম আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে করোনার টিকা গ্রহণ করেন। টিকা গ্রহণের কিছুক্ষণ পর তাঁর মাথা ঘুরতে থাকে। এ অবস্থায় তাঁকে নওগাঁ বাজারের এক পল্লি চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। পরে বিকেল চারটার দিকে নিজ বাড়িতে তিনি মারা যান।
এ ব্যাপারে খানমরিচ ইউনিয়র পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আছাদুর রহমান বলেন, মোকলেছ উদ্দিন আগে থেকেই অসুস্থ, লো প্রেসারের রোগী। তিনি আজ সকাল সাড়ে নয়টা-দশটার দিকে করোনার টিকা নেন। পরে শুনি বিকেলে তিনি বাড়িতে মারা গেছেন।
এ ব্যাপারে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হালিমা খানমের বক্তব্য নিতে তাঁর মুঠো ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশরাফুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘একজন ব্যক্তির মৃত্যুর খবর তিনি শুনেছেন। যিনি আজ সকাল সাড়ে নয়টার দিকে করোনা টিকা গ্রহণ করেছেন। কিন্তু তিনি যে করোনা ভ্যাকসিনের ইফেক্টে মারা গেছেন সেটা বলতে পারি না।’
পাবনা সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী বলেন, ‘একজন ব্যক্তি হৃদযন্ত্র বন্ধ হয়ে মারা যাওয়ার খবর শুনেছি। করোনা টিকার পার্শ্বপ্রতিক্রিয়ায় তাঁর মৃত্যু হলে টিকা নেওয়ার আধা ঘণ্টা সময়ের মধ্যেই তাঁর মারা যাওয়ার কথা।’
প্রসঙ্গত, আজ শনিবার ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত উপজেলার পাঁচটি ইউনিয়নের ১৫টি কেন্দ্রে ৩ হাজার মানুষকে গণ টিকা প্রদান করা হয়।

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান মুছাব্বির হত্যাকাণ্ডে গ্রেপ্তার শুটার জিন্নাত আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের খাসকামরায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন জিন্নাত।
১০ মিনিট আগে
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন।
১৯ মিনিট আগে
যশোরের অভয়নগরে ৭৪টি অবৈধ কয়লার চুল্লি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নে ভৈরব নদের পাড় ঘেঁষে কয়লা তৈরির এসব অবৈধ চুল্লি গড়ে তোলা হয়েছিল। খুলনা পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম আজ সোমবার (১২ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত এই অভিযান চালান।
৩০ মিনিট আগে
ফরিদপুরের বোয়ালমারীতে চলন্ত ট্রেনের ধাক্কায় জুট মিলের শ্রমিক বহনকারী পিকআপে থাকা দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। তাঁদের মধ্যে পাঁচজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুজনের অবস্থা আশঙ্কাজনক। হতাহত ব্যক্তিরা সবাই উপজেলার ডোবরা জনতা জুট মিলের শ্রমিক।
৩৭ মিনিট আগে