Ajker Patrika

চাটমোহরে ট্রেনে কাটা পড়ে কিশোরীর মৃত্যু

চাটমোহর (পাবনা) প্রতিনিধি 
ঘটনাস্থলে মানুষ। ছবি: আজকের পত্রিকা
ঘটনাস্থলে মানুষ। ছবি: আজকের পত্রিকা

পাবনার চাটমোহরে চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে বন্যা খাতুন (১৭) নামের এক মানসিক ভারসাম্যহীন কিশোরী নিহত হয়েছেন। আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-ঈশ্বরদী রেলপথের চাটমোহর স্টেশনের কাছে জগতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বন্যা খাতুন উপজেলার মূলগ্রাম ইউনিয়নের চকউথূলী গ্রামের মৃত আরজান আলীর মেয়ে।

পরিবারের সদস্যরা জানান, আজ সকালে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যায় বন্যা। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। দুপুরে ঢাকাগামী আন্তনগর চিলাহাটী এক্সপ্রেস ট্রেনটি চাটমোহর স্টেশন অতিক্রম করে জগতলা এলাকায় পৌঁছালে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায় সে।

প্রত্যক্ষদর্শী স্থানীয় ব্যবসায়ী সাইদুল ইসলাম জানান, জঙ্গলের ভেতর থেকে হঠাৎ করে ওই কিশোরী চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দেয়। ঘটনাটি এতটাই মর্মান্তিক ছিল যে তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন রেলওয়ে পুলিশকে খবর দেন। পরে পরিবারের সদস্যরা মরদেহ বাড়িতে নিয়ে যান।

এ বিষয়ে সিরাজগঞ্জ রেলওয়ে থানার (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন বলেন, ‘বিষয়টি আমাদের জানা নেই। খোঁজ নিয়ে দেখছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নির্বাচনের পর কী করবেন ড. ইউনূস, জানাল প্রেস উইং

বাংলাদেশে ‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের নতুন ব্যাখ্যা দিল ইউরোপীয় ইউনিয়ন

৪০০ টাকায় ২০ এমবিপিএস ইন্টারনেট দেবে বিটিসিএল, সাশ্রয়ী আরও ৮ প্যাকেজ ঘোষণা

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত