Ajker Patrika

বগুড়ায় মোটরশ্রমিক নেতাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

বগুড়া প্রতিনিধি
আপডেট : ০৪ মে ২০২৫, ১৫: ৪০
বগুড়ায় মোটরশ্রমিক নেতাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ
বগুড়ায় মোটর শ্রমিকনেতাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়। ছবি: আজকের পত্রিকা

বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে কার্যকরী সভাপতি পদপ্রার্থী আনোয়ার হোসেনকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

শনিবার (৩ মে) বিকেলে সাড়ে ৫টার দিকে চারমাথা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে আনোয়ার হোসেনকে ইউনিয়নের নির্বাচনী অফিস থেকে আটক করে পুলিশ। পিকআপ ভ্যানে তোলার সময় শ্রমিকেরা চারদিক থেকে ঘিরে ফেলেন। একপর্যায়ে তাঁকে ছিনিয়ে নিয়ে যাওয়া হয়।

শ্রমিকদের দাবি, আনোয়ারের বিরুদ্ধে কোনো মামলা নেই। কিছু ‘শিক্ষার্থী’ পরিচয় দেওয়া লোকের চাপে পুলিশ তাঁকে আটক করে। পরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ সেখান থেকে সরে যায়।

নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আবদুল বাছেদ বলেন, ‘আনোয়ারের বিরুদ্ধে কোনো গ্রেপ্তারি পরোয়ানা দেখাতে পারেনি পুলিশ। কেন তাঁকে আটক করা হলো, তা আমাদের অজানা।’

এ বিষয়ে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনউদ্দিন বলেন, আনোয়ার হোসেনের বিরুদ্ধে ২০২১ সালের বিস্ফোরক আইনে একটি মামলা রয়েছে। তবে তিনি জামিনে আছেন। জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে নেওয়া হচ্ছিল। কিন্তু শ্রমিকেরা তাঁকে পুলিশের কাছ থেকে কেড়ে নিয়ে যান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মচারীদের নতুন পে কমিশনের প্রতিবেদন জমা কাল, বেতন বাড়ছে কত

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের ভবিষ্য তহবিলের মুনাফার হার নির্ধারণ

আমরা ‘না’ ভোট দেব দেশের স্বার্থে, আইনের শাসনের স্বার্থে: জি এম কাদের

বিএনপি-জামায়াত-এনসিপি নেতাদের নিয়ে জুলাই স্মৃতি জাদুঘরে প্রধান উপদেষ্টা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত