প্রতিনিধি, উল্লাপাড়া (সিরাজগঞ্জ)

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বেতকান্দি গ্রামের আম বাগানে এক গৃহবধূ গণধর্ষণের শিকার হয়েছেন। গত রোববার রাতে উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের বেতকান্দি গ্রামের আম বাগানে ঘটনাটি ঘটে। পুলিশ ধর্ষণের শিকার ওই গৃহবধূকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেছেন।
এই ঘটনায় ধর্ষিতার স্বামী বাদী হয়ে গত মঙ্গলবার দুপুরে উল্লাপাড়া মডেল থানায় অজ্ঞাত ১০ / ১২ ব্যক্তির নামে একটি মামলা দায়ের করেছেন।
উল্লাপাড়া মডেল থানায় দেওয়া মামলায় ধর্ষিতার স্বামী অভিযোগ করেন, তিনি তাঁর স্ত্রীকে নিয়ে রবিবার বিকেলে শ্বশুরবাড়ি যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে লোকাল ট্রেন ধরতে ভ্যানযোগে সলপ রেলওয়ে স্টেশনে যান। স্টেশনে পৌঁছার পর তার স্ত্রীকে প্ল্যাটফর্মের পাশে একটি চায়ে স্টলে বসিয়ে রেখে তিনি ভ্যান ভাড়া দেওয়ার জন্য টাকা ভাঙাতে স্টেশনের নিচে দোকানে যান। কিছুক্ষণ পর ফিরে এসে তিনি তার স্ত্রীকে চায়ের স্টলে দেখতে পাননি এবং চায়ের স্টলটি বন্ধ দেখতে পান। পরে রাতভর খোঁজাখুঁজি করেও তার স্ত্রীর সন্ধান মেলেনি।
সোমবার সকালে স্থানীয় লোকজনের মুখে জানতে পারেন এক মহিলা অসুস্থ অবস্থায় স্টেশন থেকে অর্ধ কিলোমিটার দুরে বেতকান্দি গ্রামের পাশে আমবাগানে পড়ে আছে। পরে ধর্ষিতার স্বামী সেখানে গিয়ে তার স্ত্রীকে শনাক্ত করেন এবং উল্লাপাড়া মডেল থানা-পুলিশের সহযোগিতায় তাঁকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করান।
স্ত্রী সুস্থ হলে জানতে পারেন, তাঁকে (স্ত্রীকে) যেকোনো উপায়ে অজ্ঞান করে কিছু লোক স্টেশন থেকে তুলে নিয়ে উক্ত আমবাগানে রাতভর পালাক্রমে ধর্ষণ করে। এ ব্যাপারে অজ্ঞাতনামা ১০ / ১২ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে।
উল্লাপাড়া পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহফুজ হোসেন ঘটনাস্থল থেকে ফিরে গণমাধ্যম কর্মীদের জানান, প্রাথমিক তদন্তে ঘটনা সত্য বলে তাঁর কাছে মনে হয়েছে। পুলিশ এই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করতে জোর তৎপরতা শুরু করেছে।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও সি) দীপক কুমার দাস (পিপিএম) সংঘবদ্ধ ধর্ষনের বিষয়ে উল্লাপাড়া থানায় মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন এবং আসামি শনাক্তের মাধ্যমে গ্রেপ্তারের চেষ্টা করছি।

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বেতকান্দি গ্রামের আম বাগানে এক গৃহবধূ গণধর্ষণের শিকার হয়েছেন। গত রোববার রাতে উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের বেতকান্দি গ্রামের আম বাগানে ঘটনাটি ঘটে। পুলিশ ধর্ষণের শিকার ওই গৃহবধূকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেছেন।
এই ঘটনায় ধর্ষিতার স্বামী বাদী হয়ে গত মঙ্গলবার দুপুরে উল্লাপাড়া মডেল থানায় অজ্ঞাত ১০ / ১২ ব্যক্তির নামে একটি মামলা দায়ের করেছেন।
উল্লাপাড়া মডেল থানায় দেওয়া মামলায় ধর্ষিতার স্বামী অভিযোগ করেন, তিনি তাঁর স্ত্রীকে নিয়ে রবিবার বিকেলে শ্বশুরবাড়ি যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে লোকাল ট্রেন ধরতে ভ্যানযোগে সলপ রেলওয়ে স্টেশনে যান। স্টেশনে পৌঁছার পর তার স্ত্রীকে প্ল্যাটফর্মের পাশে একটি চায়ে স্টলে বসিয়ে রেখে তিনি ভ্যান ভাড়া দেওয়ার জন্য টাকা ভাঙাতে স্টেশনের নিচে দোকানে যান। কিছুক্ষণ পর ফিরে এসে তিনি তার স্ত্রীকে চায়ের স্টলে দেখতে পাননি এবং চায়ের স্টলটি বন্ধ দেখতে পান। পরে রাতভর খোঁজাখুঁজি করেও তার স্ত্রীর সন্ধান মেলেনি।
সোমবার সকালে স্থানীয় লোকজনের মুখে জানতে পারেন এক মহিলা অসুস্থ অবস্থায় স্টেশন থেকে অর্ধ কিলোমিটার দুরে বেতকান্দি গ্রামের পাশে আমবাগানে পড়ে আছে। পরে ধর্ষিতার স্বামী সেখানে গিয়ে তার স্ত্রীকে শনাক্ত করেন এবং উল্লাপাড়া মডেল থানা-পুলিশের সহযোগিতায় তাঁকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করান।
স্ত্রী সুস্থ হলে জানতে পারেন, তাঁকে (স্ত্রীকে) যেকোনো উপায়ে অজ্ঞান করে কিছু লোক স্টেশন থেকে তুলে নিয়ে উক্ত আমবাগানে রাতভর পালাক্রমে ধর্ষণ করে। এ ব্যাপারে অজ্ঞাতনামা ১০ / ১২ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে।
উল্লাপাড়া পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহফুজ হোসেন ঘটনাস্থল থেকে ফিরে গণমাধ্যম কর্মীদের জানান, প্রাথমিক তদন্তে ঘটনা সত্য বলে তাঁর কাছে মনে হয়েছে। পুলিশ এই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করতে জোর তৎপরতা শুরু করেছে।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও সি) দীপক কুমার দাস (পিপিএম) সংঘবদ্ধ ধর্ষনের বিষয়ে উল্লাপাড়া থানায় মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন এবং আসামি শনাক্তের মাধ্যমে গ্রেপ্তারের চেষ্টা করছি।

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
২ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৩ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৩ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
৩ ঘণ্টা আগে