নওগাঁ প্রতিনিধি

নওগাঁয় বিএনপি নেতা কামাল আহমেদকে (৫২) কুপিয়ে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। আজ রোববার সকালে তাঁর ছেলে রাছেল ইমাম নবাব বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে নওগাঁ সদর থানায় হত্যা মামলা করেছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, রোববার বিকেল পর্যন্ত এই হত্যাকাণ্ডের ঘটনায় হামলাকারীদের কাউকেই গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে ঘটনা অনুসন্ধানে পুলিশের বেশ কয়েকটি দল কাজ করছে।
নিহত কামাল হোসেন নওগাঁ শহরের রজাকপুর মহল্লার মৃত মমতাজ আহমেদের ছেলে। তিনি নওগাঁ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সভাপতি। এ ছাড়া তিনি নওগাঁ ট্রাক বন্দোবস্তকারী সমিতির সাবেক সভাপতি।
দুপুরে সরেজমিনে নিহত কামাল আহমেদের বাড়িতে দেখা যায়, দুপুর ১টার নওগাঁ সদর হাসপাতাল মর্গ থেকে লাশ বাড়িতে নিয়ে আসার পর শুরু হয় স্বজনদের আহাজারি। সকাল থেকেই তাঁর জানাজায় অংশ নিতে বিভিন্ন এলাকা থেকে স্বজনেরা এসে ভিড় করেন। সেখানে স্বজনদের খোঁজ নিতে দেখা যায় কয়েকজন বিএনপি নেতা-কর্মীদেরও। পরে বিকেলে রজাকপুর মহল্লায় জানাজা শেষে নিজ বাড়ির সামনে কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।
গতকাল শনিবার দিবাগত রাতে নওগাঁ পৌরসভার সাহাপুর গ্রামের তালপুকুর (ইয়াদআলীর মোড়) এলাকায় কয়েকজন দুর্বৃত্ত কামাল আহমেদকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শীরা বলছে, রাতে কামাল আহমেদ সান্তাহার রেলস্টেশন এলাকা থেকে অটোরিকশা উঠে বাড়ি ফিরছিলেন। পথে নওগাঁ পৌরসভার ইয়াদআলীর মোড় এলাকায় পৌঁছালে তিনটি মোটরসাইকেল নিয়ে কয়েকজন লোক অটোরিকশাটির পথ রোধ করে দাঁড়ায়।
অটোরিকশা থেকে নামানোর পর হেলমেট ও মাস্ক পড়া কয়েকজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন গুরুতর জখম অবস্থায় তাকে নিয়ে অটোরিকশায় করে নওগাঁ সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান আজকের পত্রিকাকে বলেন, ‘প্রত্যক্ষদর্শী, পরিবারের লোকজন ও স্থানীয় ব্যক্তিদের সঙ্গে কথা বলে ইতিমধ্যে এই ঘটনার বেশ কিছু ক্লু পাওয়া গেছে। শিগগিরই হত্যাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা সম্ভব হবে বলে আশা করছি।’

নওগাঁয় বিএনপি নেতা কামাল আহমেদকে (৫২) কুপিয়ে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। আজ রোববার সকালে তাঁর ছেলে রাছেল ইমাম নবাব বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে নওগাঁ সদর থানায় হত্যা মামলা করেছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, রোববার বিকেল পর্যন্ত এই হত্যাকাণ্ডের ঘটনায় হামলাকারীদের কাউকেই গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে ঘটনা অনুসন্ধানে পুলিশের বেশ কয়েকটি দল কাজ করছে।
নিহত কামাল হোসেন নওগাঁ শহরের রজাকপুর মহল্লার মৃত মমতাজ আহমেদের ছেলে। তিনি নওগাঁ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সভাপতি। এ ছাড়া তিনি নওগাঁ ট্রাক বন্দোবস্তকারী সমিতির সাবেক সভাপতি।
দুপুরে সরেজমিনে নিহত কামাল আহমেদের বাড়িতে দেখা যায়, দুপুর ১টার নওগাঁ সদর হাসপাতাল মর্গ থেকে লাশ বাড়িতে নিয়ে আসার পর শুরু হয় স্বজনদের আহাজারি। সকাল থেকেই তাঁর জানাজায় অংশ নিতে বিভিন্ন এলাকা থেকে স্বজনেরা এসে ভিড় করেন। সেখানে স্বজনদের খোঁজ নিতে দেখা যায় কয়েকজন বিএনপি নেতা-কর্মীদেরও। পরে বিকেলে রজাকপুর মহল্লায় জানাজা শেষে নিজ বাড়ির সামনে কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।
গতকাল শনিবার দিবাগত রাতে নওগাঁ পৌরসভার সাহাপুর গ্রামের তালপুকুর (ইয়াদআলীর মোড়) এলাকায় কয়েকজন দুর্বৃত্ত কামাল আহমেদকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শীরা বলছে, রাতে কামাল আহমেদ সান্তাহার রেলস্টেশন এলাকা থেকে অটোরিকশা উঠে বাড়ি ফিরছিলেন। পথে নওগাঁ পৌরসভার ইয়াদআলীর মোড় এলাকায় পৌঁছালে তিনটি মোটরসাইকেল নিয়ে কয়েকজন লোক অটোরিকশাটির পথ রোধ করে দাঁড়ায়।
অটোরিকশা থেকে নামানোর পর হেলমেট ও মাস্ক পড়া কয়েকজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন গুরুতর জখম অবস্থায় তাকে নিয়ে অটোরিকশায় করে নওগাঁ সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান আজকের পত্রিকাকে বলেন, ‘প্রত্যক্ষদর্শী, পরিবারের লোকজন ও স্থানীয় ব্যক্তিদের সঙ্গে কথা বলে ইতিমধ্যে এই ঘটনার বেশ কিছু ক্লু পাওয়া গেছে। শিগগিরই হত্যাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা সম্ভব হবে বলে আশা করছি।’

গাজীপুরের কালীগঞ্জে চলন্ত আন্তনগর ‘এগারো সিন্ধুর প্রভাতী’ ট্রেনের দুটি বগি (কোচ) হঠাৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। আজ সোমবার দুপুরে টঙ্গী-ভৈরব রেললাইনের তুমলিয়ার দড়িপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে বগি বিচ্ছিন্ন হয়ে রেললাইনের ওপর পড়ে থাকলেও কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
২৮ মিনিট আগে
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় সড়ক দখল করে বালু রেখে জনদুর্ভোগ সৃষ্টির অভিযোগে চারজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধভাবে রাখা ১৯২ ঘনফুট বালু জব্দ করা হয়। আজ সোমবার (৫ জানুয়ারি) সকালে সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ...
৩২ মিনিট আগে
চট্টগ্রামের সীতাকুণ্ডে গভীর রাতে একটি জাহাজভাঙা কারখানায় সংঘবদ্ধ ডাকাত দলের হামলায় দুই নিরাপত্তা প্রহরী নিহত হয়েছেন। আজ সোমবার সকালে উপজেলার কুমিরা নৌঘাট এলাকা থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়। নিহত দুই নিরাপত্তা প্রহরী হলেন মো. খালেদ প্রামাণিক ও মো. সাইফুল্লাহ।
৪৩ মিনিট আগে
আজ তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু তদন্ত সংস্থা প্রতিবেদন দাখিল না করায় আদালত নতুন তারিখ ধার্য করেন। আদালতে শেরেবাংলা নগর থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা রফিকুল ইসলাম রাসেল নতুন তারিখ ধার্যের বিষয়টি নিশ্চিত করেন।
১ ঘণ্টা আগে