নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) নির্বাহী পরিচালক (ইডি) শফিকুল ইসলামকে জোরপূর্বক বের করে চেয়ার দখলের ঘটনায় ইতিমধ্যে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাহাঙ্গীর আলম খানকে। এবার ওই ঘটনায় সংস্থার আরও দুই প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া সংস্থার চেয়ারম্যান ড. এম আছাদুজ্জামানকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে কৃষি মন্ত্রণালয়।
সাময়িক বরখাস্ত হওয়া দুই কর্মকর্তা হলেন নির্বাহী প্রকৌশলী সেলিম রেজা ও সহকারী প্রকৌশলী আবুল কালাম আজাদ। ২৩ মার্চের ওই ঘটনার পর রাজশাহীর রাজপাড়া থানায় মামলা করেন অতিরিক্ত সচিব শফিকুল ইসলাম। মামলার এজাহারভুক্ত আসামি সেলিম ও আবুল কালাম। মামলার অন্য আসামিরা হলেন বাধ্যতামূলক অবসরে পাঠানো অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাহাঙ্গীর আলম খান, উপসহকারী প্রকৌশলী মেহেদী, সহকারী মেকানিক আপেল, মেহেদী হাসান, গুদামরক্ষক নুরুজ্জামান, মজিবুর রহমান, আব্দুল কাইয়ুম খান, ক্যাশিয়ার শফিকুল ইসলাম, গাড়িচালক শাহাবুল, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শমসের আলী ও নির্বাহী প্রকৌশলী তরিকুল ইসলাম। অজ্ঞাতনামা আসামি রয়েছেন আরও ৫০ থেকে ৬০ জন।
রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, ‘আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
এদিকে ঘটনা তদন্তে গত বৃহস্পতিবার কৃষি মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিতে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আহমেদ ফয়সল ইমামকে আহ্বায়ক ও উপসচিব মনিরুজ্জামানকে সদস্যসচিব করা হয়েছে। কমিটির সদস্যের মধ্যে রয়েছেন বিএমডিএ পরিচালনা বোর্ডের সদস্য সাইফুল ইসলাম হীরক ও জাফরুল্লাহ। কমিটিতে জেলা প্রশাসনের একজন অতিরিক্ত জেলা প্রশাসক ও জেলা পুলিশের একজন অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার পুলিশ কর্মকর্তাকে রাখতে বলা হয়েছে। আগামী ১৫ কার্যদিবসের মধ্যে কৃষি মন্ত্রণালয়ের সচিবের কাছে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে কথা বলতে গতকাল শুক্রবার বিএমডিএ চেয়ারম্যান ড. এম আছাদুজ্জামানকে ফোন করা হলেও তিনি ধরেননি। তবে বিএমডিএর একাধিক সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার চেয়ারম্যানকে কৃষি মন্ত্রণালয়ে ডেকে ওই ঘটনার জন্য ভর্ৎসনা করা হয়েছে। পাশাপাশি সংস্থার প্রধান হিসেবে এ বিষয়ে জবাব দেওয়ার জন্য তাঁকেও শোকজ করা হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, সাময়িক বরখাস্ত হওয়া নির্বাহী প্রকৌশলী সেলিম রেজা বিএমডিএর সিরাজগঞ্জ রিজিয়নের দায়িত্বে নিয়োজিত। কোনো অনুমতি ছাড়াই কর্মস্থল থেকে রাজশাহীতে চলে যান। অতিরিক্ত সচিবকে হেনস্তার সঙ্গে তার জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পেয়েছে মন্ত্রণালয়। তাই তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারি বিএমডিএর ইডি শফিকুল ইসলামকে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক হিসেবে বদলির আদেশ হয়। কিন্তু রিলিজ অর্ডার না পাওয়ায় তিনি দপ্তর ছাড়তে পারছিলেন না। এরই মধ্যে ২৩ মার্চ দুপুরে একদল কর্মকর্তা-কর্মচারীকে সঙ্গে নিয়ে বিএমডিএর ইডির দপ্তরে ঢুকে পড়েন অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাহাঙ্গীর আলম খান। তাঁরা শফিকুলকে জোরপূর্বক দপ্তর ত্যাগ করতে বাধ্য করেন। ঘটনার পরপরই অতিরিক্ত সচিব শফিকুল ইসলাম কৃষি ও জনপ্রশাসন মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ করেন। ২৫ মার্চ মামলা করেন রাজপাড়া থানায়। তাঁর অভিযোগ, তিনি মন্ত্রণালয়ের রিলিজ স্লিপ না পাওয়ায় বিএমডিএ থেকে অবমুক্ত হতে পারছিলেন না। রিলিজ স্লিপ না পাওয়া পর্যন্ত তাঁকে বিএমডিএতে দায়িত্ব পালন করে যাওয়ার জন্য মৌখিক নির্দেশ দিয়েছিল মন্ত্রণালয়। এরই মধ্যে প্রকৌশলী জাহাঙ্গীর আলম খানের নেতৃত্বে তাঁর অনুসারী কর্মকর্তা-কর্মচারীরা বিএমডিএ ছেড়ে যাওয়ার জন্য চাপাচাপি করছিলেন। তিনি তাঁদের রিলিজ স্লিপ আসা পর্যন্ত অপেক্ষা করতে অনুরোধ করেছিলেন। কিন্তু তাঁরা কোনো কথা শোনেননি।
বিএমডিএর পরিচালনা বোর্ডের সদস্য সাইফুল ইসলাম হীরক বলেন, ‘বদলি হওয়ার পরে মন্ত্রণালয় রিলিজ করা সত্ত্বেও যদি তিনি (শফিকুল ইসলাম) পূর্ববর্তী স্থানে জোরপূর্বক অবস্থান করেন, তাহলে মন্ত্রণালয় বিষয়টি বিবেচনা করবে। কিন্তু
তাঁকে চেয়ার থেকে টেনে নামানো এবং সেই চেয়ার দখল করা চাকরিবিধির গুরুতর লঙ্ঘন। দোষীদের বিরুদ্ধে মন্ত্রণালয় শক্ত পদক্ষেপ নিয়েছে, যা দরকার ছিল।’

রাজশাহীতে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) নির্বাহী পরিচালক (ইডি) শফিকুল ইসলামকে জোরপূর্বক বের করে চেয়ার দখলের ঘটনায় ইতিমধ্যে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাহাঙ্গীর আলম খানকে। এবার ওই ঘটনায় সংস্থার আরও দুই প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া সংস্থার চেয়ারম্যান ড. এম আছাদুজ্জামানকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে কৃষি মন্ত্রণালয়।
সাময়িক বরখাস্ত হওয়া দুই কর্মকর্তা হলেন নির্বাহী প্রকৌশলী সেলিম রেজা ও সহকারী প্রকৌশলী আবুল কালাম আজাদ। ২৩ মার্চের ওই ঘটনার পর রাজশাহীর রাজপাড়া থানায় মামলা করেন অতিরিক্ত সচিব শফিকুল ইসলাম। মামলার এজাহারভুক্ত আসামি সেলিম ও আবুল কালাম। মামলার অন্য আসামিরা হলেন বাধ্যতামূলক অবসরে পাঠানো অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাহাঙ্গীর আলম খান, উপসহকারী প্রকৌশলী মেহেদী, সহকারী মেকানিক আপেল, মেহেদী হাসান, গুদামরক্ষক নুরুজ্জামান, মজিবুর রহমান, আব্দুল কাইয়ুম খান, ক্যাশিয়ার শফিকুল ইসলাম, গাড়িচালক শাহাবুল, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শমসের আলী ও নির্বাহী প্রকৌশলী তরিকুল ইসলাম। অজ্ঞাতনামা আসামি রয়েছেন আরও ৫০ থেকে ৬০ জন।
রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, ‘আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
এদিকে ঘটনা তদন্তে গত বৃহস্পতিবার কৃষি মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিতে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আহমেদ ফয়সল ইমামকে আহ্বায়ক ও উপসচিব মনিরুজ্জামানকে সদস্যসচিব করা হয়েছে। কমিটির সদস্যের মধ্যে রয়েছেন বিএমডিএ পরিচালনা বোর্ডের সদস্য সাইফুল ইসলাম হীরক ও জাফরুল্লাহ। কমিটিতে জেলা প্রশাসনের একজন অতিরিক্ত জেলা প্রশাসক ও জেলা পুলিশের একজন অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার পুলিশ কর্মকর্তাকে রাখতে বলা হয়েছে। আগামী ১৫ কার্যদিবসের মধ্যে কৃষি মন্ত্রণালয়ের সচিবের কাছে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে কথা বলতে গতকাল শুক্রবার বিএমডিএ চেয়ারম্যান ড. এম আছাদুজ্জামানকে ফোন করা হলেও তিনি ধরেননি। তবে বিএমডিএর একাধিক সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার চেয়ারম্যানকে কৃষি মন্ত্রণালয়ে ডেকে ওই ঘটনার জন্য ভর্ৎসনা করা হয়েছে। পাশাপাশি সংস্থার প্রধান হিসেবে এ বিষয়ে জবাব দেওয়ার জন্য তাঁকেও শোকজ করা হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, সাময়িক বরখাস্ত হওয়া নির্বাহী প্রকৌশলী সেলিম রেজা বিএমডিএর সিরাজগঞ্জ রিজিয়নের দায়িত্বে নিয়োজিত। কোনো অনুমতি ছাড়াই কর্মস্থল থেকে রাজশাহীতে চলে যান। অতিরিক্ত সচিবকে হেনস্তার সঙ্গে তার জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পেয়েছে মন্ত্রণালয়। তাই তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারি বিএমডিএর ইডি শফিকুল ইসলামকে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক হিসেবে বদলির আদেশ হয়। কিন্তু রিলিজ অর্ডার না পাওয়ায় তিনি দপ্তর ছাড়তে পারছিলেন না। এরই মধ্যে ২৩ মার্চ দুপুরে একদল কর্মকর্তা-কর্মচারীকে সঙ্গে নিয়ে বিএমডিএর ইডির দপ্তরে ঢুকে পড়েন অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাহাঙ্গীর আলম খান। তাঁরা শফিকুলকে জোরপূর্বক দপ্তর ত্যাগ করতে বাধ্য করেন। ঘটনার পরপরই অতিরিক্ত সচিব শফিকুল ইসলাম কৃষি ও জনপ্রশাসন মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ করেন। ২৫ মার্চ মামলা করেন রাজপাড়া থানায়। তাঁর অভিযোগ, তিনি মন্ত্রণালয়ের রিলিজ স্লিপ না পাওয়ায় বিএমডিএ থেকে অবমুক্ত হতে পারছিলেন না। রিলিজ স্লিপ না পাওয়া পর্যন্ত তাঁকে বিএমডিএতে দায়িত্ব পালন করে যাওয়ার জন্য মৌখিক নির্দেশ দিয়েছিল মন্ত্রণালয়। এরই মধ্যে প্রকৌশলী জাহাঙ্গীর আলম খানের নেতৃত্বে তাঁর অনুসারী কর্মকর্তা-কর্মচারীরা বিএমডিএ ছেড়ে যাওয়ার জন্য চাপাচাপি করছিলেন। তিনি তাঁদের রিলিজ স্লিপ আসা পর্যন্ত অপেক্ষা করতে অনুরোধ করেছিলেন। কিন্তু তাঁরা কোনো কথা শোনেননি।
বিএমডিএর পরিচালনা বোর্ডের সদস্য সাইফুল ইসলাম হীরক বলেন, ‘বদলি হওয়ার পরে মন্ত্রণালয় রিলিজ করা সত্ত্বেও যদি তিনি (শফিকুল ইসলাম) পূর্ববর্তী স্থানে জোরপূর্বক অবস্থান করেন, তাহলে মন্ত্রণালয় বিষয়টি বিবেচনা করবে। কিন্তু
তাঁকে চেয়ার থেকে টেনে নামানো এবং সেই চেয়ার দখল করা চাকরিবিধির গুরুতর লঙ্ঘন। দোষীদের বিরুদ্ধে মন্ত্রণালয় শক্ত পদক্ষেপ নিয়েছে, যা দরকার ছিল।’

নারায়ণগঞ্জ-৪ আসনে এনসিপি মনোনীত সংসদ সদস্য (এমপি) প্রার্থী আব্দুল্লাহ আল আমিনের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলার চেষ্টার ঘটনায় প্রধান অভিযুক্তসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১১ ও পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাতে পৃথক অভিযান চালিয়ে তাঁদেরকে গ্রেপ্তার করা হয়।
৩ মিনিট আগে
রাজধানীর মগবাজার মোড়ে নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ মাথায় পড়ে তাইজুল ইসলাম (২০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
২৩ মিনিট আগে
সংবাদ সম্মেলনে দাবি করা হয়, চন্দ্রদ্বীপসহ বাউফলের বিভিন্ন এলাকায় জামায়াতের নেতা-কর্মীদের ওপর হামলা, ভয়ভীতি প্রদর্শন, কর্মসূচিতে বাধা, দোকানে চাঁদা দাবি, চাঁদা না দিলে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ছাড়া কয়েকটি ঘটনায় হত্যাচেষ্টার ও সাক্ষীদের ওপর ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে বলেও অভিযোগ করা হয়।
৩২ মিনিট আগে
নারায়ণপুর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান জানান, আজিজুল ইসলাম পেশায় ছোট চা-দোকানি। তিনি গ্রামের পাশের কালারচর বাজারে ব্যবসা করেন। বুধবার রাতে বড় মেয়েকে সঙ্গে নিয়ে তিনি দোকানে ছিলেন। এ সময় বাড়িতে শহিদা বেগম ও তাঁর চার বছর বয়সী ছোট মেয়ে ছিল। শহিদা রাতের রান্নার চাল ধুতে নলকূপের...
১ ঘণ্টা আগে