Ajker Patrika

রাজশাহী থেকে রংপুরগামী বাস চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আপডেট : ১৮ জানুয়ারি ২০২৪, ১৭: ৩৫
রাজশাহী থেকে রংপুরগামী বাস চলাচল বন্ধ

রাজশাহীর কোনো যাত্রীবাহী বাস রংপুরে যাচ্ছে না। আজ বৃহস্পতিবার সকাল থেকে রংপুরের সঙ্গে বাস যোগাযোগ বন্ধ রয়েছে। আগে রংপুরে যেত এমন বাসগুলো এখন বগুড়া পর্যন্ত যাচ্ছে। 

রাজশাহী বিভাগীয় সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, গাইবান্ধার পলাশবাড়ীতে স্থানীয় মালিক সমিতির নামে কুড়িগ্রাম থেকে আসা বাসগুলোতে চাঁদাবাজি করা হয়। এর প্রতিবাদে কুড়িগ্রাম-রংপুরের বাস বন্ধ করা হয়েছে। এর সঙ্গে একাত্মতা জানিয়ে রাজশাহী বিভাগের কোনো বাস রংপুর বিভাগে চলাচল না করার সিদ্ধান্ত নিয়েছে।

রাজশাহী বিভাগীয় সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি সাফকাত মঞ্জুর বিপ্লব বলেন, বাস চলাচলের ক্ষেত্রে রাজশাহীর মালিকদের কোনো সমস্যা নেই। সমস্যা হয়েছে পলাশবাড়ীতে। কুড়িগ্রাম থেকে তাদের চিঠি দিয়ে রংপুরের সঙ্গে বাস চলাচল বন্ধ রাখার জন্য অনুরোধ করা হয়েছে। তাই রাজশাহীর কোনো বাস রংপুর যাচ্ছে না। এই বাসগুলো বগুড়া পর্যন্ত যাচ্ছে। বিকেলের মধ্যে সমস্যার সমাধান হয়ে যেতে পারে। তখন আবার রাজশাহী-রংপুর বাস চলবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিলে আইনি পথ দেখবে বিসিবি

আজকের রাশিফল: চাকরিতে সুখবর আসবে, সঙ্গীকে ‘সরি’ বলতে দ্বিধা করবেন না

১০৩ কর্মী নেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

ভ্রাম্যমাণ আদালতে বাধা: চেয়ারম্যানকে বরখাস্তের এক দিন পর ইউএনও বদলি

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত