Ajker Patrika

রাবিতেও ভর্তির সুযোগ হলো না সেই বেলায়েতের

রাজশাহী প্রতিনিধি
আপডেট : ০৪ আগস্ট ২০২২, ১০: ৫৪
রাবিতেও ভর্তির সুযোগ হলো না সেই বেলায়েতের

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ সেশনে ভর্তির জন্য ‘এ’ ইউনিটে পরীক্ষা দিয়েছিলেন ৫৫ বছর বয়সী বেলায়েত শেখ। ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়েও ভর্তির সুযোগ না হওয়ায় একবুক আশা নিয়ে রাজশাহী এসেছিলেন। কিন্তু এখানেও তাঁর স্বপ্নভঙ্গ হয়েছে। পাস নম্বরের চেয়ে কম পেয়েছেন তিনি। 

মঙ্গলবার রাতে ‘এ’ ইউনিটের ফল প্রকাশিত হয়। এতে দেখা যায়, গ্রুপ-১-এ পরীক্ষা দিয়ে ১৭ দশমিক ৮৫ নম্বর পেয়েছেন বেলায়েত শেখ, যা মোট পাস নম্বরের অর্ধেকেরও কম। 

এ বছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাস নম্বর নির্ধারিত ছিল ৪০। তাই নির্ধারিত নম্বর না পাওয়ায় হতাশ হতে হয়েছে বেলায়েতকে। তবে পরীক্ষার পরই বেলায়েত জানিয়েছিলেন, অসুস্থ থাকার কারণে পরীক্ষা ভালো হয়নি তাঁর। সেটি বোঝা গেল ফলাফলেও। 

বেলায়েত ১৯৮৩ সালে টাকার অভাবে এসএসসি পরীক্ষার জন্য নিবন্ধন করতে পারেননি। ১৯৮৮ সালে নিবন্ধন করলেও সারা দেশে বন্যার কারণে এসএসসি পরীক্ষা দিতে পারেননি। ১৯৮৮ সালেই বেলায়েত ফটোগ্রাফার হিসেবে কর্মজীবন শুরু করেন। এখন তিনি ‘দৈনিক করতোয়া’ পত্রিকার গাজীপুরের শ্রীপুর প্রতিনিধি। 

দুই ছেলে ও এক মেয়ের বাবা বেলায়েত ২০১৯ সালে এসএসসি এবং ২০২১ সালে তাঁর ছোট ছেলের সঙ্গে এইচএসসি পরীক্ষায় পাস করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তারেক রহমান ও মির্জা ফখরুলের খ্রিষ্টীয় নববর্ষের বাণী প্রত্যাহার করেছে বিএনপি

এনইআইআর চালু করায় বিটিআরসি ভবনে মোবাইল ব্যবসায়ীদের হামলা-ভাঙচুর

‘আওয়ামী লীগ থেকে জামায়াতে আসেন, দায়দায়িত্ব আমাদের’

কাজী নজরুলের ‘বিদায় বেলায়’ কবিতায় দাদিকে স্মরণ জাইমা রহমানের

ব্যবসায়ীদের বিক্ষোভের মুখে মোবাইল ফোনের শুল্ক ও কর কমাল সরকার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত