নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহির পছন্দের প্রতীক ট্রাক। প্রতীক বরাদ্দের দিন তিনি এই প্রতীকই চেয়ে নিয়েছেন। এ আসনের নির্বাচনের অন্য কোনো স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীক না চাওয়ায় রিটার্নিং কর্মকর্তা তাঁকে সরাসরি এ প্রতীক বরাদ্দ দিয়েছেন।
আজ সোমবার সকাল ১০টায় রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শামীম আহমেদের কার্যালয়ের সম্মেলনকক্ষে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ শুরু হয়। রিটার্নিং কর্মকর্তা মাহিয়া মাহির কাছে জানতে চান তাঁর পছন্দের কোনো প্রতীক আছে কি না। এ সময় মাহি জানান, তাঁর পছন্দের প্রতীক ট্রাক। অন্য কোনো স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীক না চাওয়াই রিটার্নিং কর্মকর্তা প্রতীকটি মাহিকেই বরাদ্দ দেন।
প্রতীক বরাদ্দ শেষে মাহিয়া মাহি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ঢাকাই সিনেমার আলোচিত এ অভিনেত্রী জানান, প্রচার-প্রচারণা শুরু হওয়ার পর অনেকেই বলবেন তাঁর ট্রাক খাদে পড়ে যাবে। চাকা পাংচার হয়ে যাবে। এতেই তাঁর প্রচার বেড়ে যাবে। সে কারণে তিনি ট্রাক প্রতীক বেছে নিয়েছেন।
মাহি বলেন, ‘আমার সঙ্গে যাঁরা প্রতিদ্বন্দ্বী আছেন, তাঁরা অনেক সিনিয়র। অনেকে আমার বয়সের বেশি সময় ধরে রাজনীতি করছেন। কিন্তু আমার কাছে মনে হয়েছে এই এলাকার মানুষ একটা শোষণের মধ্যে থাকেন। আমি তাদের মুক্ত করতে চাই। শাসক নয়, সেবক হয়ে মানুষের সেবা করতে চাই। সে কারণেই নির্বাচনে এসেছি। আশা করছি ভোটের ফল আমার পক্ষেই যাবে।’
এর আগের রিটার্নিং কর্মকর্তা রাজশাহীর ছয়টি সংসদীয় আসনের ৩৯ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করেন। প্রার্থীদের অনেকেই নিজে উপস্থিত ছিলেন। অনেকে আবার নিজে না থেকে প্রতিনিধিকে প্রতীক বরাদ্দ নিতে পাঠিয়েছিলেন।

রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহির পছন্দের প্রতীক ট্রাক। প্রতীক বরাদ্দের দিন তিনি এই প্রতীকই চেয়ে নিয়েছেন। এ আসনের নির্বাচনের অন্য কোনো স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীক না চাওয়ায় রিটার্নিং কর্মকর্তা তাঁকে সরাসরি এ প্রতীক বরাদ্দ দিয়েছেন।
আজ সোমবার সকাল ১০টায় রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শামীম আহমেদের কার্যালয়ের সম্মেলনকক্ষে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ শুরু হয়। রিটার্নিং কর্মকর্তা মাহিয়া মাহির কাছে জানতে চান তাঁর পছন্দের কোনো প্রতীক আছে কি না। এ সময় মাহি জানান, তাঁর পছন্দের প্রতীক ট্রাক। অন্য কোনো স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীক না চাওয়াই রিটার্নিং কর্মকর্তা প্রতীকটি মাহিকেই বরাদ্দ দেন।
প্রতীক বরাদ্দ শেষে মাহিয়া মাহি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ঢাকাই সিনেমার আলোচিত এ অভিনেত্রী জানান, প্রচার-প্রচারণা শুরু হওয়ার পর অনেকেই বলবেন তাঁর ট্রাক খাদে পড়ে যাবে। চাকা পাংচার হয়ে যাবে। এতেই তাঁর প্রচার বেড়ে যাবে। সে কারণে তিনি ট্রাক প্রতীক বেছে নিয়েছেন।
মাহি বলেন, ‘আমার সঙ্গে যাঁরা প্রতিদ্বন্দ্বী আছেন, তাঁরা অনেক সিনিয়র। অনেকে আমার বয়সের বেশি সময় ধরে রাজনীতি করছেন। কিন্তু আমার কাছে মনে হয়েছে এই এলাকার মানুষ একটা শোষণের মধ্যে থাকেন। আমি তাদের মুক্ত করতে চাই। শাসক নয়, সেবক হয়ে মানুষের সেবা করতে চাই। সে কারণেই নির্বাচনে এসেছি। আশা করছি ভোটের ফল আমার পক্ষেই যাবে।’
এর আগের রিটার্নিং কর্মকর্তা রাজশাহীর ছয়টি সংসদীয় আসনের ৩৯ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করেন। প্রার্থীদের অনেকেই নিজে উপস্থিত ছিলেন। অনেকে আবার নিজে না থেকে প্রতিনিধিকে প্রতীক বরাদ্দ নিতে পাঠিয়েছিলেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের বিজ্ঞান শাখাভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। দুটি শিফটে অনুষ্ঠিত পরীক্ষার প্রথম শিফটে শিক্ষার্থীর উপস্থিতির হার ৯০ শতাংশ।
১৮ মিনিট আগে
শিশু সাফায়াত বাড়ির উঠানে খেলা করছিল। কিছুক্ষণ পর আর কোথাও তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে বাড়ির পাশের গর্তের পানিতে তার লাশ ভাসতে দেখা যায়। শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক জানান, সে মারা গেছে।
২৮ মিনিট আগে
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন অন্তত তিনজন। আজ শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের আলীয়ারা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
৩৮ মিনিট আগে
গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচার চালানো রাষ্ট্রের জন্য ‘ফরজে কিফায়া’ (দায়িত্ব পালনের বাধ্যবাধকতা) বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম। আজ শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে সিলেটের সার্কিট হাউসের সম্মেলনকক্ষে গণভোট নিয়ে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা...
১ ঘণ্টা আগে