পাবনা প্রতিনিধি

সম্প্রতি পাবনা জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি খন্দকার আহমেদ শরীফ ডাবলুর বিরুদ্ধে পদ বাণিজ্যের অভিযোগ উঠেছে। তার একটি অডিও বিভিন্ন মাধ্যমে ফাঁস হয়েছে। এ নিয়ে আলোচনা সমালোচনা শুরু হলে নিজের অবস্থান ব্যাখ্যা করতে সংবাদ সম্মেলন করেছেন খন্দকার আহমেদ শরীফ ডাবলু।
আজ শনিবার দুপুরে পাবনা প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি খন্দকার আহমেদ শরীফ ডাবলু বলেন, ‘২০২০ সালের ২৬ নভেম্বর সভাপতি হওয়ার পর তৃণমূলে দলকে সুসংগঠিত ও বিভিন্ন কমিটি গঠন প্রক্রিয়া শুরু করি। ঠিক তখনই দলের ভেতরে পেতে থাকা কুচক্রী মহল নিজ স্বার্থ হাসিলে ব্যর্থ হয়ে সংগঠনের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে আসছে।’
খন্দকার আহমেদ বলেন, ‘সম্প্রতি চাটমোহর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠন নিয়ে পদ বাণিজ্য, অনৈতিক লেনদেনের বিভিন্ন সংবাদ প্রকাশিত হয়েছে। যেখানে আমার সঙ্গে এক নেতার ব্যবসায়িক লেনদেনের কথাবার্তাকে পদ বাণিজ্যের ফোনালাপ ফাঁস হিসেবে রটানো হচ্ছে। যা সত্য নয়। ওই ফোনালাপে তাদের পূর্ব পরিচয়ের সূত্র ধরে ব্যবসায়িক লেনদেনের কথা বলা হয়েছে। পদ বাণিজ্যের মতো কাজের সঙ্গে আমি জড়িত নই।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মোস্তাফিজুর রহমান সুমন, নজরুল ইসলাম সোহেল, রমজান আলী শেখ সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল আলিম, সাংগঠনিক সম্পাদক সোয়াইব রাফসান বারী, গণ যোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ক সম্পাদক মনিরুল ইসলাম মনি, দপ্তর সম্পাদক সোহান মাহমুদ বাপ্পি, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, এসএম আশরাফুজ্জামান বাবু, মনোয়ারুল কাদের অলিন, ফয়সাল আহমেদ, রবিউল ইসলাম হৃদয়, রাজিব চৌধুরী প্রমুখ।

সম্প্রতি পাবনা জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি খন্দকার আহমেদ শরীফ ডাবলুর বিরুদ্ধে পদ বাণিজ্যের অভিযোগ উঠেছে। তার একটি অডিও বিভিন্ন মাধ্যমে ফাঁস হয়েছে। এ নিয়ে আলোচনা সমালোচনা শুরু হলে নিজের অবস্থান ব্যাখ্যা করতে সংবাদ সম্মেলন করেছেন খন্দকার আহমেদ শরীফ ডাবলু।
আজ শনিবার দুপুরে পাবনা প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি খন্দকার আহমেদ শরীফ ডাবলু বলেন, ‘২০২০ সালের ২৬ নভেম্বর সভাপতি হওয়ার পর তৃণমূলে দলকে সুসংগঠিত ও বিভিন্ন কমিটি গঠন প্রক্রিয়া শুরু করি। ঠিক তখনই দলের ভেতরে পেতে থাকা কুচক্রী মহল নিজ স্বার্থ হাসিলে ব্যর্থ হয়ে সংগঠনের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে আসছে।’
খন্দকার আহমেদ বলেন, ‘সম্প্রতি চাটমোহর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠন নিয়ে পদ বাণিজ্য, অনৈতিক লেনদেনের বিভিন্ন সংবাদ প্রকাশিত হয়েছে। যেখানে আমার সঙ্গে এক নেতার ব্যবসায়িক লেনদেনের কথাবার্তাকে পদ বাণিজ্যের ফোনালাপ ফাঁস হিসেবে রটানো হচ্ছে। যা সত্য নয়। ওই ফোনালাপে তাদের পূর্ব পরিচয়ের সূত্র ধরে ব্যবসায়িক লেনদেনের কথা বলা হয়েছে। পদ বাণিজ্যের মতো কাজের সঙ্গে আমি জড়িত নই।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মোস্তাফিজুর রহমান সুমন, নজরুল ইসলাম সোহেল, রমজান আলী শেখ সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল আলিম, সাংগঠনিক সম্পাদক সোয়াইব রাফসান বারী, গণ যোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ক সম্পাদক মনিরুল ইসলাম মনি, দপ্তর সম্পাদক সোহান মাহমুদ বাপ্পি, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, এসএম আশরাফুজ্জামান বাবু, মনোয়ারুল কাদের অলিন, ফয়সাল আহমেদ, রবিউল ইসলাম হৃদয়, রাজিব চৌধুরী প্রমুখ।

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা ইউনিয়নে সড়কে অতিরিক্ত ওজনের বালু বহন, গাড়ি ফিটনেসবিহীন, ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্স না থাকায় ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
৩ মিনিট আগে
পঞ্চগড়ের বোদা উপজেলায় পাথরবোঝাই ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত হয়েছেন। এতে দুই শিশুসহ অন্তত ছয়জন আহত হন। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের চন্দনবাড়ি বাজার এলাকায় বোদা-দেবীগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
৫ মিনিট আগে
যশোরে জমিসংক্রান্ত বিরোধের জেরে দুজন নিহত হয়েছেন। নিহতদের একজন রফিকুল ইসলাম (৪৫)। তিনি যশোর সদরের চুড়ামনকাটি ইউনিয়নের জগহাটি গ্রামের তবজেল মল্লিকের ছেলে; অন্যজন আব্দুল আলিম পলাশ (৩৫)। তিনি একই গ্রামের হজরত আলীর ছেলে। পেশায় তিনি একজন মুদিদোকানদার।
১৭ মিনিট আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ১১টি বিভাগের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন। আজ সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে তাঁরা এ ঘোষণা দেন।
৩৬ মিনিট আগে