Ajker Patrika

মেয়র-কাউন্সিলরদের ‘খেদমতে’ রাজশাহী থেকে ঢাকায় কর্মকর্তা-কর্মচারীদের বহর

রিমন রহমান, রাজশাহী
আপডেট : ০৩ জুলাই ২০২৩, ২২: ২১
মেয়র-কাউন্সিলরদের ‘খেদমতে’ রাজশাহী থেকে ঢাকায় কর্মকর্তা-কর্মচারীদের বহর

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র ও কাউন্সিলরদের শপথ অনুষ্ঠানে দাওয়াত থাকলেও যাননি চারজন এমপি। তবে মেয়র ও কাউন্সিলরদের ‘খেদমতে’ সিটি করপোরেশনের অর্ধশত কর্মকর্তা-কর্মচারী ঢাকায় গিয়েছেন। সিটি করপোরেশনের প্রধান নির্বাহী জানিয়েছেন, বহরের একটি অংশের যাবতীয় খরচ সিটি করপোরেশন বহন করছে।

আজ সোমবার দুপুরে রাসিকের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে। শপথ নিয়েই মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে কাউন্সিলরসহ দলীয় নেতা-কর্মীরা যান ধানমন্ডির ৩২ নম্বরে। কিন্তু লিটনের সঙ্গে এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় কোনো গুরুত্বপূর্ণ নেতা ছিলেন না। এমনকি স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে আমন্ত্রণ জানানো হলেও লিটনের শপথ অনুষ্ঠানে যাননি রাজশাহীর চার এমপি। আমন্ত্রণ পাওয়ার পরও হাজির হননি রাজশাহী মহানগর ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

শপথ অনুষ্ঠানে শুধু রাজশাহী-৪ আসনের এমপি এনামুল হক, রাজশাহী-৫ আসনের এমপি ডা. মনসুর রহমান ও সংরক্ষিত নারী আসনের এমপি আদিবা আনজুম মিতা গিয়েছিলেন। রাজশাহীর অন্য চার এমপি যাননি। শপথ গ্রহণের পর কাউন্সিলর ও নারী কাউন্সিলরদের নিয়ে ৩২ নম্বরে যান লিটন। এ সময় সেখানে বিএনপির (বহিষ্কৃত) কাউন্সিলররাও সঙ্গে ছিলেন। সেখানে দলীয় নেতা-কর্মীদের ভিড়ে মেয়র লিটনের পাশে দাঁড়াতে পারছিলেন না তাঁর সহধর্মিণী শাহিন আক্তার রেনী।

দাওয়াত থাকলেও না যাওয়ার কারণ জানতে চাইলে জবাবে রাজশাহী-৩ আসনের এমপি আয়েন উদ্দিন বলেন, তিনি আমন্ত্রণ পেয়েছিলেন। কিন্তু নির্বাচনী এলাকায় প্রোগ্রাম থাকায় যেতে পারেননি।

তবে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা ফোন ধরেননি। তাই এ বিষয়ে তাঁর কোনো মন্তব্য জানা যায়নি।

খোঁজ নিয়ে জানা গেছে, গত শনিবার বিকেলের ফ্লাইটে সস্ত্রীক ঢাকায় যান মেয়র লিটন। আর ৩০ জন সাধারণ কাউন্সিলর এবং সংরক্ষিত নারী আসনের ১০ জন কাউন্সিলরের মধ্যে একজন ছাড়া বাকি সবাই বাস রিজার্ভ করে শপথ নিতে ঢাকায় যান।

 ৪০ জনের শপথ অনুষ্ঠানে মহড়ার জন্য আরও অন্তত সাড়ে তিন শ নেতা-কর্মী বহরে যুক্ত হন। তাঁদের অনেকেই সরকারি বিভিন্ন দপ্তরের কর্মচারী। ছুটি ছাড়াই তাঁরা মেয়র লিটনকে ‘চেহারা দেখাতে’ অফিস ফেলে ঢাকা ছোটেন। কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীরা রাত যাপন করেন ঢাকার ভিক্টোরিয়া আবাসিক হোটেলে। 

এই বহরে থাকা সরকারি কর্মচারীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার দিলীপ কুমার ঘোষ, ডেপুটি রেজিস্ট্রার রোকনুজ্জামান, রাজশাহী বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের চিফ মেডিকেল অফিসার তবিবুর রহমান শেখ, রেলওয়ে বিভাগীয় হাসপাতালের (পশ্চিমাঞ্চল) ফার্মাসিস্ট আনোয়ার হোসেন, পশ্চিমাঞ্চল রেলওয়ের ক্লেইম ইন্সপেক্টর মেহেদী হাসান, পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান সহকারী ইকবাল হোসেন, অফিস সহায়ক সত্যব্রত ইসলাম, উচ্চমান সহকারী শাহজাহান আলী, হেডমেট জহুরুল ইসলাম, বিদ্যুৎ বিতরণ প্রতিষ্ঠান নেসকোর কর্মচারী আব্দুস সোহেল এবং কৃষি মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত বিএমডিএ কর্মচারী জীবন হোসেন। 

এদিকে একটি সূত্র নিশ্চিত করেছে, শপথ অনুষ্ঠানে সহযোগিতার জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে সিটি করপোরেশনের ‘প্রয়োজনীয় সংখ্যক’ কর্মকর্তা-কর্মচারীকে ঢাকায় যেতে বলা হয়। এই সুযোগ লুফে নিয়েছেন সিটি করপোরেশনের ‘দলবাজ’ অর্ধশত কর্মকর্তা-কর্মচারী। এই তালিকায় সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা থেকে কম্পিউটার অপারেটর পর্যন্ত আছেন।

এর মধ্যে ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম শরীফ উদ্দিন, সচিব মশিউর রহমান, প্রধান প্রকৌশলী নূর ইসলাম, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নূর-ই সাঈদ, বাজেট কাম হিসাবরক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) আহমদ আল মঈন, হিসাবরক্ষক অমৃতা রানীসহ বেশ কয়েকজন। 

সিটি করপোরেশনের সাতটি বিভাগের প্রধানেরাও গেছেন এই বহরে। তবে প্রধান স্বাস্থ্য কর্মকর্তা অসুস্থ থাকায় তাঁর বদলে মেডিকেল টিমে গেছেন একজন হিসাবরক্ষক। শপথ অনুষ্ঠানে সিটি করপোরেশনের হাতে গোনা কয়েকজন ছাড়া বেশির ভাগই গেছেন ‘শোডাউনে’। 

এ ছাড়া রাজশাহী থেকে ছুটেছেন দলীয় নেতা-কর্মীরা। ঢাকায় নানা আনুষ্ঠানিকতা শেষে এই বিশাল বহর যায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। আজ সোমবার দুপুরে ঢাকার স্টার কাবাব রেস্টুরেন্ট থেকে ৩৫০ জনের খাবারের ব্যবস্থা করা হয়। দুপুরের খাবারের স্পনসর করেন একজন ব্যক্তি। তবে টুঙ্গিপাড়া থেকে ফেরার পথে কুষ্টিয়ায় জাহাঙ্গীর হোটেলে এই বহরের খাবারের ব্যবস্থা করা হয় সিটি করপোরেশনের খরচে। 

এই বহরে কী দায়িত্ব পালন করছেন তা জানতে চাইলে সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নূর-ই সাঈদ কোনো সদুত্তর দিতে পারেননি। যোগাযোগ করা হলে বহরে থাকা সিটি করপোরেশনের সচিব মশিউর রহমান বলেন, ‘করপোরেশনের কতজন গেছেন মনে নেই। তাঁরা কী কাজে ঢাকা ও টুঙ্গিপাড়ায় গেছেন তা-ও জানা নেই।’ 

এ বিষয়ে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সাবেক জেলা সমন্বয়ক সুব্রত কুমার পাল বলেন, ‘সিটি করপোরেশনে পদোন্নতি ও দলীয় পদ-পদবি পেতে দলবাজরা মেয়র লিটনের “গুড লিস্টে” থাকতে এই শোডাউনে গিয়েছেন।’ তিনি বলেন, ‘নবনির্বাচিতদের শপথ অনুষ্ঠানে যাতায়াতসহ থাকা-খাওয়ার খরচ হবে তাঁদের ব্যক্তিগত। কিন্তু নগর ভবনের কর্মকর্তারা অবৈধ সুযোগ-সুবিধা দিয়েছেন। এটি কোন আইনের বলে তাঁরা করেছেন জনগণ তা জানতে চায়। কারণ, জনগণের ট্যাক্সের টাকার তাঁরা অপচয় করেছেন।’ 

এ বিষয়ে জানতে চাইলে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এ বি এম শরীফ উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘সিটি করপোরেশন থেকে ১৫ জন কর্মকর্তা-কর্মচারী এসেছেন। যাতায়াতের জন্য পরিবহনের ব্যবস্থা, থাকা-খাওয়া, মেডিকেল টিম, লজিস্টিক সাপোর্টসহ নানা ধরনের কাজের জন্য তাঁরা এসেছেন। মেয়র-কাউন্সিলরদের যাতায়াত, আবাসিক হোটেলে থাকা-খাওয়ার ব্যয় বহন করছে সিটি করপোরেশনই। এই বাবদ মোট কত টাকা খরচ হলো, তা রাজশাহী ফেরার পর বলা যাবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভোট চুরির এমপি হতে চাই না: অ্যাটর্নি জেনারেল

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

২,০০০ পুলিশের বলয়ে থাকবেন তারেক রহমান

বাগেরহাটের চিতলমারী: অবৈধ বালু উত্তোলনে বিলীন হচ্ছে ফসলি জমি ও রাস্তাঘাট

‘অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম’ কর্মসূচি ঘোষণা রাকসুর জিএস আম্মারের

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

দৌলতপুরে সূর্যের দেখা নেই, বাড়ছে শীতের তীব্রতা

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি 
সকালে রাস্তাঘাটে মানুষের আনাগোনা খুব কম। অফিসগামী যাত্রী ছাড়া তেমন কেউ বাইরে বের হচ্ছে না। ছবি: আজকের পত্রিকা
সকালে রাস্তাঘাটে মানুষের আনাগোনা খুব কম। অফিসগামী যাত্রী ছাড়া তেমন কেউ বাইরে বের হচ্ছে না। ছবি: আজকের পত্রিকা

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় গতকাল শনিবার থেকে আজ রোববার সকাল সাড়ে ১০টা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। ঘন কুয়াশা না থাকলেও আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। উত্তর-পশ্চিম দিক থেকে বয়ে যাওয়া হিমেল হাওয়ায় শীতের তীব্রতা বেড়েছে।

তীব্র শীতের কারণে কাজে যেতে না পেরে বিপাকে পড়েছেন উপজেলার নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। শীতের প্রভাব পড়েছে হাটবাজারেও। অধিকাংশ বাজারে দোকানপাট খুলতে দেখা গেছে সকাল ১০টার পর। পেটের তাগিদে অনেকেই ঘরের বাইরে বের হলেও কাজ না পেয়ে দুর্ভোগে পড়ছেন। অপর দিকে শিশু ও বৃদ্ধরা শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন।

দৌলতপুর উপজেলায় নিজস্ব আবহাওয়া অফিস না থাকায় জেলার কুমারখালী আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গতকাল থেকে শুরু হওয়া এই আবহাওয়া আরও এক দিন, অর্থাৎ সোমবার পর্যন্ত স্থিতিশীল থাকতে পারে। মঙ্গলবার থেকে আবহাওয়ার কিছুটা উন্নতি হলেও তাপমাত্রা তুলনামূলক কম থাকবে। রোববার কুষ্টিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াস।

দিনমজুর মনিরুল ইসলাম বলেন, ‘ঠান্ডা ও মেঘাচ্ছন্ন আবহাওয়ার কারণে আজ কাজে যেতে পারিনি। তা ছাড়া আমার ঠান্ডাজনিত রোগ আছে, তাই বাইরে বের হওয়াও কষ্টকর।’

উপজেলার মথুরাপুর বাজারের অটোরিকশাচালক মামুন হোসেন বলেন, ‘সকাল থেকে মানুষের আনাগোনা কম। অফিসগামী যাত্রী ছাড়া তেমন কেউ বাইরে বের হচ্ছে না। শীতের কারণে যাতায়াত কমে গেছে, আয়ও আগের তুলনায় অনেক কম।’

কুষ্টিয়ার কুমারখালী আবহাওয়া কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশীদ বলেন, ঘন কুয়াশা না থাকলেও মেঘাচ্ছন্ন আকাশের কারণে দু-এক দিন এমন আবহাওয়া থাকতে পারে। তবে দুপুরের পর সূর্যের দেখা মিলতে পারে এবং মঙ্গলবার থেকে আবহাওয়া আরও উন্নত হবে।

এদিকে শীতের প্রভাবে হাসপাতালে শীতজনিত রোগীর সংখ্যাও বাড়ছে। শিশু-বৃদ্ধসহ বিভিন্ন বয়সের মানুষ জ্বর, সর্দি ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে প্রতিদিন হাসপাতালে ভর্তি হচ্ছে।

দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তৌহিদুল হাসান তুহিন বলেন, শীত থেকে বাঁচতে সবাইকে গরম পোশাক পরতে এবং অপ্রয়োজনে বাইরে বের না হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। বিশেষ করে শিশুদের সব সময় গরম পোশাকে রাখতে এবং গরম খাবার খাওয়াতে বলা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভোট চুরির এমপি হতে চাই না: অ্যাটর্নি জেনারেল

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

২,০০০ পুলিশের বলয়ে থাকবেন তারেক রহমান

বাগেরহাটের চিতলমারী: অবৈধ বালু উত্তোলনে বিলীন হচ্ছে ফসলি জমি ও রাস্তাঘাট

‘অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম’ কর্মসূচি ঘোষণা রাকসুর জিএস আম্মারের

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

মধুপুরে পরিবহনের ধাক্কায় পথচারী নিহত

টাঙ্গাইল প্রতিনিধি 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

টাঙ্গাইলের মধুপুর উপজেলার জলছত্র এলাকায় পরিবহনের ধাক্কায় আবু হানিফা আলী (৫৫) নামের এক পথচারী নিহত হয়েছেন। রোববার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ময়মনসিংহ-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের জলছত্র (ধরদরিয়া) এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আবু হানিফা আলী বেরিবাইদ ইউনিয়নের চুনিয়া দিগলবাইদ এলাকার বাসিন্দা এবং মৃত ইয়াছিন আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে জলছত্র বাজার মসজিদে ফজরের নামাজ আদায় শেষে তিনি রাস্তার পাশ দিয়ে হেঁটে বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে আসা একটি দ্রুতগামী গাড়ি তাঁকে সজোরে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে অরনখোলা পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

অরনখোলা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বিমল চন্দ পাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘অজ্ঞাত পরিবহনের ধাক্কায় একজন পথচারী নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’

বিমল চন্দ পাইন জানান, ঘাতক পরিবহন শনাক্ত ও চালককে আটক করার জন্য তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভোট চুরির এমপি হতে চাই না: অ্যাটর্নি জেনারেল

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

২,০০০ পুলিশের বলয়ে থাকবেন তারেক রহমান

বাগেরহাটের চিতলমারী: অবৈধ বালু উত্তোলনে বিলীন হচ্ছে ফসলি জমি ও রাস্তাঘাট

‘অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম’ কর্মসূচি ঘোষণা রাকসুর জিএস আম্মারের

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন

ঢামেক প্রতিবেদক
ফাইল ছবি
ফাইল ছবি

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আশিষ জোয়াদ্দার (৩৩) নামে এক যুবক নিহত হয়েছেন। তাঁর কাছ থেকে মোবাইল ও টাকা ছিনিয়ে পালানোর সময় বাসের ধাক্কায় এক ছিনতাইকারী গুরুতর আহত হয়েছে।

গতকাল শনিবার দিবাগত রাত ২টার দিকে যাত্রাবাড়ীর আড়তের সামনে থেকে রক্তাক্ত অবস্থায় পথচারীরা আশিষকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আশিষ জোয়াদ্দারকে হাসপাতালে নিয়ে আসা স্থানীয় এক দোকানি মাহমুদুর রহমান তুহিন জানান, রাতে যাত্রাবাড়ী আড়তের সামনে ফ্লাইওভার ব্রিজের নিচে মানুষের ভিড় দেখতে পান তিনি। তখন এগিয়ে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় একজন পড়ে আছেন। ওই ব্যক্তিকে পূর্বপরিচিত হিসেবে চেনেন তিনি। এরপর দ্রুত হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাঁকে মৃত বলে জানান।

তুহিন আরও বলেন, ওই ব্যক্তির নাম আশিষ জোয়াদ্দার। তাঁর বাড়ি মাগুরা জেলায়। যাত্রাবাড়ীর বিবির বাগিচা ১ নম্বর গেটে তিনি থাকতেন। যাত্রাবাড়ীসহ আশপাশে ৭-৮টি ভ্যান গাড়িতে করে জামাকাপড় বিক্রি করা হয় এমন একটি ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজার তিনি। তাঁদের মূল দোকান যাত্রাবাড়ী শহীদ ফারুক সড়কে। সেখানে বসেই ব্যবসার হিসাবপত্র রাখতেন আশিষ। গ্রাম থেকে শনিবার রাতেই ঢাকায় ফিরছিলেন। তাঁর সঙ্গে কয়েকটি ব্যাগ ছিল। এগুলো দেখে ফ্লাইওভারের নিচে ৩-৪ জন ছিনতাইকারী তাঁর পথরোধ করে। তবে কোনো কিছু দিতে না চাইলে ছিনতাইকারীরা তাঁর বুকে ছুরিকাঘাত করে। এ সময় চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে ছিনতাইকারীরা তাঁর সঙ্গে থাকা আইফোন ও টাকা নিয়ে পালিয়ে যায়।

এদিকে যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল করিম জানান, প্রাথমিকভাবে জানা গেছে ছিনতাইকারীরা ওই যুবকের বুকে ছুরিকাঘাত করেছে। হাসপাতালে নেওয়ার পর তিনি মারা গেছেন। ছিনতাইকারীরা তার সঙ্গে থাকে একটি আইফোন সেট, টাকা ও স্বর্ণের আংটি ছিনিয়ে নিয়েছে বলে তার পরিবার জানিয়েছে। ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় পথচারীদের ধাওয়ায় বাসের সঙ্গে ধাক্কা লেগে এক ছিনতাইকারী আহত হয়েছে। তাকেও উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সে বর্তমানে পুলিশ পাহারায় ভর্তি রয়েছে। তার অবস্থা গুরুতর। সে তার নাম-পরিচয় কিছুই বলতে পারছে না।

এসআই আব্দুর করিম আরও জানান, এ ঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন এবং তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভোট চুরির এমপি হতে চাই না: অ্যাটর্নি জেনারেল

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

২,০০০ পুলিশের বলয়ে থাকবেন তারেক রহমান

বাগেরহাটের চিতলমারী: অবৈধ বালু উত্তোলনে বিলীন হচ্ছে ফসলি জমি ও রাস্তাঘাট

‘অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম’ কর্মসূচি ঘোষণা রাকসুর জিএস আম্মারের

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

এনসিপির হান্নান মাসউদকে হত্যার হুমকি: যুবক গ্রেপ্তার

­হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
গ্রেপ্তার করা ইসরাত রায়হান অমি। ছবি: আজকের পত্রিকা
গ্রেপ্তার করা ইসরাত রায়হান অমি। ছবি: আজকের পত্রিকা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে শাপলা কলি প্রতীকের সংসদ সদস্য প্রার্থী আব্দুল হান্নান মাসউদ এবং তাঁর কর্মীদের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার যুবকের নাম ইসরাত রায়হান অমি। শনিবার (২০ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে হাতিয়া উপজেলার চরইশ্বর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নন্দরোড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, ইসরাত রায়হান অমি চরইশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হালিম আজাদের ছেলে। তাঁর বিরুদ্ধে হাতিয়া থানায় তিনটি মামলা রয়েছে।

পুলিশের তথ্যমতে, শুক্রবার রাতে ইসরাত রায়হান অমি এনসিপির এক কর্মীর কাছে মেসেঞ্জারে উসকানিমূলক বার্তা পাঠান। ওই বার্তায় তিনি লেখেন, আব্দুল হালিম আজাদকে গ্রেপ্তারের চেষ্টা করা হলে হান্নান মাসউদ, তানভীরসহ অন্য নেতাদের হাতিয়ার উত্তরাঞ্চলে চলাচল ‘হারাম’ করে দেওয়া হবে। বার্তায় আরও উল্লেখ করা হয়, ‘আমাদের নেতা-কর্মীরা সরাসরি গিলে খেয়ে ফেলবে।’

এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, অভিযান চালিয়ে ইসরাত রায়হান অমিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান। তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বা সরাসরি উসকানিমূলক বক্তব্য দিয়ে যারা আইনশৃঙ্খলা পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করবে, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভোট চুরির এমপি হতে চাই না: অ্যাটর্নি জেনারেল

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

২,০০০ পুলিশের বলয়ে থাকবেন তারেক রহমান

বাগেরহাটের চিতলমারী: অবৈধ বালু উত্তোলনে বিলীন হচ্ছে ফসলি জমি ও রাস্তাঘাট

‘অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম’ কর্মসূচি ঘোষণা রাকসুর জিএস আম্মারের

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত