নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর জানাজায় মানুষের উপস্থিতি তুলনা করে ছবি ফেসবুকে শেয়ার করায় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ওই কর্মকর্তার নাম মো. মিলনুর রশিদ। তিনি রুয়েটের যন্ত্রকৌশল বিভাগের জ্যেষ্ঠ কারিগরি কর্মকর্তা।
সাঈদীর মৃত্যুর পর মিলনুর রশিদ তাঁর জানাজার ছবি নিজের ফেসবুক আইডিতে শেয়ার করেন। এই ছবির সঙ্গে জাতির পিতার ওপর নির্মিত একটি চলচ্চিত্র থেকে তাঁর জানাজায় মানুষের উপস্থিতির একটি ছবিও জুড়ে দেন। দুই ছবিতে জানাজায় অংশগ্রহণকারী মানুষের সংখ্যা তুলনা করা হয়। মিলনুর রশিদ এই কোলাজ ছবি প্রকাশ করেন।
এ নিয়ে দেখা দেয় সমালোচনা। গতকাল সোমবার বিষয়টি নজরে আসার পর বিক্ষোভও করে রুয়েট ছাত্রলীগ। এর পরিপ্রেক্ষিতে বিষয়টি খতিয়ে দেখার জন্য তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তিন কার্যদিবসের মধ্যে তদন্ত করে সুপারিশসহ উপাচার্য বরাবর প্রতিবেদন জমা দিতে বলা হয়। পাশাপাশি স্পর্শকাতর বিষয় সামাজিকমাধ্যমে শেয়ারের ক্ষেত্রে সতর্ক থাকার জন্য রুয়েটের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের জন্য সতর্কতা জারি করা হয়।
আজ মঙ্গলবার সন্ধ্যায় রুয়েটের জনসংযোগ দপ্তরের উপপরিচালক গোলাম মুরতুজা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, স্পর্শকাতর বিষয় শেয়ার করায় উদ্ভূত পরিস্থিতির কারণে এবং তদন্ত কমিটির তদন্তের স্বার্থে মিলনুর রশিদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ রুয়েটের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. সেলিম হোসেন স্বাক্ষরিত এক আদেশে মিলনুর রশিদকে সাময়িক বরখাস্তের বিষয়টি জানানো হয়।
সাময়িক বরখাস্ত হওয়ার বিষয়ে কথা বলতে মিলনুর রশিদের মোবাইলে ফোন করা হলে তিনি রিসিভ করেননি। তাই তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর জানাজায় মানুষের উপস্থিতি তুলনা করে ছবি ফেসবুকে শেয়ার করায় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ওই কর্মকর্তার নাম মো. মিলনুর রশিদ। তিনি রুয়েটের যন্ত্রকৌশল বিভাগের জ্যেষ্ঠ কারিগরি কর্মকর্তা।
সাঈদীর মৃত্যুর পর মিলনুর রশিদ তাঁর জানাজার ছবি নিজের ফেসবুক আইডিতে শেয়ার করেন। এই ছবির সঙ্গে জাতির পিতার ওপর নির্মিত একটি চলচ্চিত্র থেকে তাঁর জানাজায় মানুষের উপস্থিতির একটি ছবিও জুড়ে দেন। দুই ছবিতে জানাজায় অংশগ্রহণকারী মানুষের সংখ্যা তুলনা করা হয়। মিলনুর রশিদ এই কোলাজ ছবি প্রকাশ করেন।
এ নিয়ে দেখা দেয় সমালোচনা। গতকাল সোমবার বিষয়টি নজরে আসার পর বিক্ষোভও করে রুয়েট ছাত্রলীগ। এর পরিপ্রেক্ষিতে বিষয়টি খতিয়ে দেখার জন্য তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তিন কার্যদিবসের মধ্যে তদন্ত করে সুপারিশসহ উপাচার্য বরাবর প্রতিবেদন জমা দিতে বলা হয়। পাশাপাশি স্পর্শকাতর বিষয় সামাজিকমাধ্যমে শেয়ারের ক্ষেত্রে সতর্ক থাকার জন্য রুয়েটের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের জন্য সতর্কতা জারি করা হয়।
আজ মঙ্গলবার সন্ধ্যায় রুয়েটের জনসংযোগ দপ্তরের উপপরিচালক গোলাম মুরতুজা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, স্পর্শকাতর বিষয় শেয়ার করায় উদ্ভূত পরিস্থিতির কারণে এবং তদন্ত কমিটির তদন্তের স্বার্থে মিলনুর রশিদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ রুয়েটের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. সেলিম হোসেন স্বাক্ষরিত এক আদেশে মিলনুর রশিদকে সাময়িক বরখাস্তের বিষয়টি জানানো হয়।
সাময়িক বরখাস্ত হওয়ার বিষয়ে কথা বলতে মিলনুর রশিদের মোবাইলে ফোন করা হলে তিনি রিসিভ করেননি। তাই তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

টানা ছয় দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে উত্তরের জেলা পঞ্চগড়ে। কনকনে শীত ও ঘন কুয়াশায় দিন শুরু হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে গিয়ে রোদ ওঠায় কিছুটা স্বস্তি মিলছে। বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে
৬ মিনিট আগে
নদের এক পারে মনিরামপুর উপজেলার ডুমুরখালি বাজার এবং অপর পারে ঝিকরগাছা উপজেলার উজ্জ্বলপুর গ্রাম। এ ছাড়া নদীর ওপারে ডুমুরখালী গ্রামের মানুষের বিস্তীর্ণ ফসলি জমি ও মাছের ঘের রয়েছে। দীর্ঘদিন ধরে যোগাযোগব্যবস্থার অভাবে দুই পারের মানুষকে নৌকায় পারাপারের ঝুঁকি নিয়ে চলাচল করতে হতো।
৪৪ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আপিল শুনানিতে পিরোজপুর-২ (কাউখালী, ভান্ডারিয়া ও নেছারাবাদ) আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মাহমুদ হোসেনের মনোনয়ন বাতিল বহাল রাখা হয়েছে। ১ শতাংশ ভোটারের সমর্থনসূচক তালিকায় গরমিল এবং ঋণখেলাপি থাকার অভিযোগে তাঁর আপিল নামঞ্জুর করেছে নির্বাচন কমিশন। ফলে আসন্ন নির্বাচনে তাঁর
১ ঘণ্টা আগে
অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীন সৈনিকদের শপথবাক্য পাঠ করাবেন এবং কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করবেন।
২ ঘণ্টা আগে