নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য কবির হোসেন মারা গেছেন। আজ বুধবার বেলা ৩টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর।
বিএনপির কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও রাজশাহী মহানগরের সাবেক সভাপতি মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, বার্ধক্যজনিত কারণে কবির হোসেন মারা গেছেন। রাজশাহীতেই তাঁকে সমাহিত করা হবে। কবির হোসেন রাজশাহী মহানগরীর উপশহরের বাসিন্দা ছিলেন।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফএম শামীম আহাম্মদ আজকের পত্রিকাকে বলেন, কবির হোসেন শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। তাঁর ডায়াবেটিস ছিল। এ ছাড়া হৃদরোগ, স্ট্রোক, কিডনি এবং উচ্চরক্তচাপে ভুগছিলেন তিনি। গত সোমবার তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকেই তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।
বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের হাত ধরেই আইন পেশা থেকে রাজনীতিতে এসেছিলেন কবির হোসেন। বিএনপির প্রার্থী হিসাবে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। এর মধ্যে ১৯৯১ ও ১৯৯৬ সালে রাজশাহী-২ এবং ২০০১ সালে রাজশাহী-৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। প্রথমবার সংসদ সদস্য হয়েই তিনি স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী এবং পরে ভূমি প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পান।
২০০৮ সালের নির্বাচনে বিএনপির মনোনয়নে কবির হোসেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসন থেকে নির্বাচন করেন। এই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর কাছে পরাজিত হয়ে রাজনীতিতে নিষ্ক্রিয় হয়ে পড়েন। বয়সের ভারে আর বের হতেন না। উপশহরের বাসাতেই অনেকটা নিঃসঙ্গ থাকতেন। ২০০৮ সালের পর মাত্র দু-একটি দলীয় কর্মসূচিতে তাঁকে দেখা গেছে।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য কবির হোসেন মারা গেছেন। আজ বুধবার বেলা ৩টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর।
বিএনপির কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও রাজশাহী মহানগরের সাবেক সভাপতি মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, বার্ধক্যজনিত কারণে কবির হোসেন মারা গেছেন। রাজশাহীতেই তাঁকে সমাহিত করা হবে। কবির হোসেন রাজশাহী মহানগরীর উপশহরের বাসিন্দা ছিলেন।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফএম শামীম আহাম্মদ আজকের পত্রিকাকে বলেন, কবির হোসেন শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। তাঁর ডায়াবেটিস ছিল। এ ছাড়া হৃদরোগ, স্ট্রোক, কিডনি এবং উচ্চরক্তচাপে ভুগছিলেন তিনি। গত সোমবার তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকেই তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।
বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের হাত ধরেই আইন পেশা থেকে রাজনীতিতে এসেছিলেন কবির হোসেন। বিএনপির প্রার্থী হিসাবে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। এর মধ্যে ১৯৯১ ও ১৯৯৬ সালে রাজশাহী-২ এবং ২০০১ সালে রাজশাহী-৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। প্রথমবার সংসদ সদস্য হয়েই তিনি স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী এবং পরে ভূমি প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পান।
২০০৮ সালের নির্বাচনে বিএনপির মনোনয়নে কবির হোসেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসন থেকে নির্বাচন করেন। এই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর কাছে পরাজিত হয়ে রাজনীতিতে নিষ্ক্রিয় হয়ে পড়েন। বয়সের ভারে আর বের হতেন না। উপশহরের বাসাতেই অনেকটা নিঃসঙ্গ থাকতেন। ২০০৮ সালের পর মাত্র দু-একটি দলীয় কর্মসূচিতে তাঁকে দেখা গেছে।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৩ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৩ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৩ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৪ ঘণ্টা আগে