Ajker Patrika

পরিত্যক্ত অবস্থায় ৫ কোটি টাকার হেরোইন উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
পরিত্যক্ত অবস্থায় ৫ কোটি টাকার হেরোইন উদ্ধার

রাজশাহীর গোদাগাড়ী উপজেলা থেকে পরিত্যক্ত অবস্থায় প্রায় পাঁচ কোটি টাকার হেরোইন উদ্ধার করেছে র‍্যাব। 

গতকাল মঙ্গলবার দুপুরে র‍্যাব-৫ এর রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল এ অভিযান চালায়। আজ বুধবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব এ তথ্য জানিয়েছে। 

র‍্যাব জানায়, গোদাগাড়ীর বড়গাছি গ্রামে সড়কের পাশে হেরোইন পড়ে থাকার খবরে র‍্যাব সদস্যরা অভিযান চালায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় পাঁচ কেজি হেরোইন পাওয়া যায়। এ ব্যাপারে গোদাগাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। হেরোইনগুলোও থানায় জমা দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...