তানোর (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর তানোর উপজেলায় সেনাবাহিনীর বেসামরিক পদে চাকরি দেওয়ার নামে প্রতারণা ও অর্থ আত্মসাতে জড়িত থাকার অভিযোগে দুই প্রতারককে আটক করেছে র্যাব-৫। গতকাল শনিবার দুপুরে উপজেলার ভালুকাকান্দর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক দুজন হলেন-রাজশাহীর তানোর উপজেলার কলমা ইউনিয়নের ভালুকা এলাকার শফিকুল ইসলাম ওরফে বাবুল ও রাজশাহী মহানগরীর চন্দ্রিমা এলাকার আনোয়ার হোসেন ওরফে সাবের আলী।
র্যাব-৫ এর কোম্পানি কমান্ডার মেজর নাজমুস সাকিব জানান, ২০২০ সালের জানুয়ারিতে তানোর উপজেলার রঞ্জু, আলমগীর ও মেহেদী হাসান নামের তিন যুবককে সেনাবাহিনীর বেসামরিক বিভিন্ন পদে চাকরি দেওয়ার প্রলোভন দেখায় প্রতারক চক্রটি। সাবের আলীর বাসায় তাদের একটি লিখিত পরীক্ষা নেওয়া হয়। ভুক্তভোগীদের বিশ্বাস করাতে নিজের ছেলেকেও ওই পরীক্ষায় অংশগ্রহণকারী হিসেবে দেখায় প্রতারক বাবুল। তারা চাকরি দেওয়ার কথা বলে মোট ২২ লাখ ৫০ হাজার টাকা দাবি করে।
পরে রাজধানীর উত্তরায় একটি প্রাইভেট ক্লিনিকে শারীরিক পরীক্ষা সম্পন্ন করে তাদের শারীরিক যোগ্যতা ঠিক আছে বলে জানায়। ফেব্রুয়ারিতে একটি ভুয়া নিয়োগপত্র দেখিয়ে ভুক্তভোগীদের কাছ থেকে ৭ লাখ টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্রটি।
ওই বছরের জুনে তাদের র্কমস্থলে যোগদান করতে হবে জানিয়ে যোগদানের আগে অবশিষ্ট টাকা চাওয়া হয়। অবশিষ্ট টাকা পরিশোধের কথা বলে রঞ্জু এবং আলমগীরের কাছ থেকে খালি চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেয়।
এরপর ভুক্তভোগীরা ঢাকায় চাকরিতে যোগদানের জন্য গিয়ে প্রতারণার বিষয়টি বুঝতে পারেন। পরে সাবের আলীর সঙ্গে বিভিন্নভাবে যোগাযোগের চেষ্টা করলেও তারা ব্যর্থ হন। ওই ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে প্রতারক চক্রের দুই সদস্য সাবের ও বাবুলকে আটক করা হয়েছে।
নাজমুস সাকিব বলেন, আটককৃতরা টাকার বিনিময়ে সেনাবাহিনীতে চাকরি দেওয়ার কথা বলে কৌশলে প্রতারণা করে আসছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা প্রতারণার অভিযোগ স্বীকার করেছে। জিজ্ঞাসাবাদ শেষে তানোর থানায় তাদের বিরুদ্ধে মামলা করে পুলিশ হেফাজতে দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন তানোর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল বারী। তিনি বলেন, ‘আসামীদের আজ রোববার সকালে আইনী প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।’

রাজশাহীর তানোর উপজেলায় সেনাবাহিনীর বেসামরিক পদে চাকরি দেওয়ার নামে প্রতারণা ও অর্থ আত্মসাতে জড়িত থাকার অভিযোগে দুই প্রতারককে আটক করেছে র্যাব-৫। গতকাল শনিবার দুপুরে উপজেলার ভালুকাকান্দর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক দুজন হলেন-রাজশাহীর তানোর উপজেলার কলমা ইউনিয়নের ভালুকা এলাকার শফিকুল ইসলাম ওরফে বাবুল ও রাজশাহী মহানগরীর চন্দ্রিমা এলাকার আনোয়ার হোসেন ওরফে সাবের আলী।
র্যাব-৫ এর কোম্পানি কমান্ডার মেজর নাজমুস সাকিব জানান, ২০২০ সালের জানুয়ারিতে তানোর উপজেলার রঞ্জু, আলমগীর ও মেহেদী হাসান নামের তিন যুবককে সেনাবাহিনীর বেসামরিক বিভিন্ন পদে চাকরি দেওয়ার প্রলোভন দেখায় প্রতারক চক্রটি। সাবের আলীর বাসায় তাদের একটি লিখিত পরীক্ষা নেওয়া হয়। ভুক্তভোগীদের বিশ্বাস করাতে নিজের ছেলেকেও ওই পরীক্ষায় অংশগ্রহণকারী হিসেবে দেখায় প্রতারক বাবুল। তারা চাকরি দেওয়ার কথা বলে মোট ২২ লাখ ৫০ হাজার টাকা দাবি করে।
পরে রাজধানীর উত্তরায় একটি প্রাইভেট ক্লিনিকে শারীরিক পরীক্ষা সম্পন্ন করে তাদের শারীরিক যোগ্যতা ঠিক আছে বলে জানায়। ফেব্রুয়ারিতে একটি ভুয়া নিয়োগপত্র দেখিয়ে ভুক্তভোগীদের কাছ থেকে ৭ লাখ টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্রটি।
ওই বছরের জুনে তাদের র্কমস্থলে যোগদান করতে হবে জানিয়ে যোগদানের আগে অবশিষ্ট টাকা চাওয়া হয়। অবশিষ্ট টাকা পরিশোধের কথা বলে রঞ্জু এবং আলমগীরের কাছ থেকে খালি চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেয়।
এরপর ভুক্তভোগীরা ঢাকায় চাকরিতে যোগদানের জন্য গিয়ে প্রতারণার বিষয়টি বুঝতে পারেন। পরে সাবের আলীর সঙ্গে বিভিন্নভাবে যোগাযোগের চেষ্টা করলেও তারা ব্যর্থ হন। ওই ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে প্রতারক চক্রের দুই সদস্য সাবের ও বাবুলকে আটক করা হয়েছে।
নাজমুস সাকিব বলেন, আটককৃতরা টাকার বিনিময়ে সেনাবাহিনীতে চাকরি দেওয়ার কথা বলে কৌশলে প্রতারণা করে আসছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা প্রতারণার অভিযোগ স্বীকার করেছে। জিজ্ঞাসাবাদ শেষে তানোর থানায় তাদের বিরুদ্ধে মামলা করে পুলিশ হেফাজতে দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন তানোর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল বারী। তিনি বলেন, ‘আসামীদের আজ রোববার সকালে আইনী প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।’

টানা সাত দিন ধরে ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা বিরাজ করছে উত্তরের জেলা পঞ্চগড়ে। ফলে এই জেলায় শীতের প্রভাব বেড়েছে। সোমবার (১২ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
২৬ মিনিট আগে
রাজধানীর বনশ্রীতে স্কুলছাত্রী ফাতেমা আক্তার লিলি (১৭) হত্যায় সন্দেহভাজন হোটেলকর্মী মিলনকে আটক করেছে র্যাব। আজ সোমবার সকালে র্যাব সদর দপ্তরের এক বার্তায় এ তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগে
পাবনার বিশিষ্ট সংগীতশিল্পী, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও জেলা আওয়ামী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক প্রলয় চাকির মৃত্যু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) রাত ৯টার দিকে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
২ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের হোসেনপুরে ব্রহ্মপুত্রের শাখা নদীর ওপর নির্মিত বেইলি ব্রিজটি কয়লাবোঝাই ট্রাকের অতিরিক্ত ওজনের কারণে দেবে গেছে। ব্রিজটি চরবিশ্বনাথপুর এলাকার মানুষের জন্য হোসেনপুর বাজারে যাতায়াতের একমাত্র মাধ্যম হওয়ায় পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
২ ঘণ্টা আগে