ধুনট (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার ধুনটে ভিপি নুরের নেতৃত্বাধীন জেলা যুব অধিকার পরিষদের শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদকসহ ৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার দুপুর ২টার দিকে তাঁদের ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। গতকাল রোববার দিবাগত রাতে নিজ নিজ বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—ধুনট উপজেলার গোঁসাইবাড়ি ইউনিয়নের পারনাটাবাড়ি গ্রামের বাসিন্দা যুব পরিষদের শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জমশের আলী (৪৮), যুব পরিষদের নেতা রফিকুল ইসলাম (৩৬), জামাল খাঁ (৫৬), তুলাল হোসেন (৪২), রবিউল ইসলাম (২১), আব্দুল হান্নান (৪৪), জাহাঙ্গীর আলম (২২) ও শিপন মিয়া (২৫)।
উপজেলার গোঁসাইবাড়ি ইউনিয়নের পারনাটাবাড়ি গ্রামে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি ভাঙচুর ও নেতা-কর্মীদের মারধরের অভিযোগে তাদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের হয়েছিল। গত ১১ মার্চ ওই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদী হয়ে ১৯ জনকে আসামি ধুনট থানায় এ মামলা করেন।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ মার্চ বিকেলে যুব অধিকার পরিষদের নেতা জমশের আলীর নেতৃত্বে উপজেলার পারনাটাবাড়ি গ্রামে আলোচনা সভা হয়। এ সময় নেতারা সরকার বিরোধী বক্তব্য দেন। স্থানীয় আওয়ামী লীগ নেতারা এতে বাধা দেন। এ ঘটনায় যুব অধিকার পরিষদের নেতারা ক্ষুব্ধ হয়ে গোঁসাইবাড়ি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে হামলা চালিয়ে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবিসহ আসবাবপত্র ভাঙচুর ও নেতা-কর্মীদের মারধর করেন।
তবে থানা হাজতে আটক থাকাকালীন বগুড়া জেলা যুব অধিকার পরিষদের শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জমশের আলী আজকের পত্রিকাকে বলেন, ‘বগুড়া জেলার নেতা-কর্মীরা যমুনা নদীতে পিকনিক করার জন্য আমার বাড়িতে আসেন। এতে ক্ষুব্ধ হয়ে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাদের অফিস ও ছবি ভাঙচুর করে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে।’
এ বিষয়ে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, ‘আদালতের গ্রেপ্তারি পরোয়ানা অনুযায়ী ৮ আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে।’

বগুড়ার ধুনটে ভিপি নুরের নেতৃত্বাধীন জেলা যুব অধিকার পরিষদের শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদকসহ ৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার দুপুর ২টার দিকে তাঁদের ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। গতকাল রোববার দিবাগত রাতে নিজ নিজ বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—ধুনট উপজেলার গোঁসাইবাড়ি ইউনিয়নের পারনাটাবাড়ি গ্রামের বাসিন্দা যুব পরিষদের শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জমশের আলী (৪৮), যুব পরিষদের নেতা রফিকুল ইসলাম (৩৬), জামাল খাঁ (৫৬), তুলাল হোসেন (৪২), রবিউল ইসলাম (২১), আব্দুল হান্নান (৪৪), জাহাঙ্গীর আলম (২২) ও শিপন মিয়া (২৫)।
উপজেলার গোঁসাইবাড়ি ইউনিয়নের পারনাটাবাড়ি গ্রামে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি ভাঙচুর ও নেতা-কর্মীদের মারধরের অভিযোগে তাদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের হয়েছিল। গত ১১ মার্চ ওই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদী হয়ে ১৯ জনকে আসামি ধুনট থানায় এ মামলা করেন।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ মার্চ বিকেলে যুব অধিকার পরিষদের নেতা জমশের আলীর নেতৃত্বে উপজেলার পারনাটাবাড়ি গ্রামে আলোচনা সভা হয়। এ সময় নেতারা সরকার বিরোধী বক্তব্য দেন। স্থানীয় আওয়ামী লীগ নেতারা এতে বাধা দেন। এ ঘটনায় যুব অধিকার পরিষদের নেতারা ক্ষুব্ধ হয়ে গোঁসাইবাড়ি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে হামলা চালিয়ে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবিসহ আসবাবপত্র ভাঙচুর ও নেতা-কর্মীদের মারধর করেন।
তবে থানা হাজতে আটক থাকাকালীন বগুড়া জেলা যুব অধিকার পরিষদের শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জমশের আলী আজকের পত্রিকাকে বলেন, ‘বগুড়া জেলার নেতা-কর্মীরা যমুনা নদীতে পিকনিক করার জন্য আমার বাড়িতে আসেন। এতে ক্ষুব্ধ হয়ে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাদের অফিস ও ছবি ভাঙচুর করে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে।’
এ বিষয়ে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, ‘আদালতের গ্রেপ্তারি পরোয়ানা অনুযায়ী ৮ আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে।’

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব ধরনের নির্বাচন আয়োজনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই সিদ্ধান্তের প্রতিবাদে এবং ২০ জানুয়ারি শাকসু নির্বাচনের দাবিতে উত্তাল হয়ে উঠেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)।
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্বশত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে জিতু মিয়া নামের এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। আহত হন অন্তত ২০ জন। গতকাল সোমবার বিকেলে উপজেলার ধরমন্ডল গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৮ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৮ ঘণ্টা আগে