আব্দুল্লাহ আল মারুফ, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ পৌরসভার ধানবান্ধি মহল্লা ও হোসেনপুর এলাকায় ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গত কয়েক দিনে তিন শতাধিকের বেশি মানুষ এ রোগে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে রোগীর চাপ বাড়ায় অনেককে শয্যা না পেয়ে হাসপাতালের মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে।
সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আকিকুন নাহারও আক্রান্ত রোগী ভর্তির বিষয়টি নিশ্চিত করে বলেন, সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল ও নর্থ বেঙ্গল হাসপাতালে রোগীরা চিকিৎসা নিচ্ছে। নর্থ বেঙ্গলে হাসপাতালে কতজন চিকিৎসা নিয়েছে, এটা জানা নেই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সাপ্লাইয়ের পানি দূষণ থেকে এটা হতে পারে। সিভিল সার্জনও বিষয়টি অবগত আছেন।
গতকাল শুক্রবার সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে সরেজমিনে জানা গেছে, ১১ থেকে ২২ আগস্ট পর্যন্ত জেনারেল হাসপাতালের পুরুষ ওয়ার্ডে ৬৫ জন এবং মহিলা ওয়ার্ডে ১৮৩ জন রোগী চিকিৎসা নিয়েছে। রোগীর চাপ বাড়ায় অনেকে শয্যা না পেয়ে হাসপাতালের মেঝেতে চিকিৎসা নিচ্ছে।
জানতে চাইলে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের স্টাফ নার্স মাবিয়া খাতুন ও সুমা ঘোষ বলেন, গত তিন-চার দিনে রোগীর সংখ্যা হঠাৎ বেড়ে গেছে। জনবলসংকটের কারণে সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। ধানবান্ধি মহল্লা ও হোসেনপুরের বাসিন্দারা এ রোগে আক্রান্ত বেশি।
এদিকে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. আলমগীর হোসেন জানান, গত ১৫ দিনে ডায়রিয়ায় আক্রান্ত ১২২ জন রোগী চিকিৎসা নিয়েছে। গত বৃহস্পতিবার এক দিনেই ভর্তি হয়েছে ১৮ জন। বর্তমানে ভর্তি আছে ৭২ জন।
আক্রান্ত রোগী ও তাদের স্বজনেরা পৌরসভার সাপ্লাই পানিকেই দায়ী করছে। ধানবান্ধি মহল্লার গৃহবধূ বুলবুলি বেগম (৩২) বলেন, ‘আমরা সাপ্লাই পানি খেয়েই অসুস্থ হতে পারি।’ একই এলাকার এক বৃদ্ধার স্বজন হাফিজ বলেন, ‘হাসপাতালে এসে দেখি বেশির ভাগই ধানবান্ধি মহল্লার মানুষ। আমার মনে হয় সাপ্লাই পানির কারণেই আমার শাশুড়ির ডায়রিয়া হয়েছে।’
স্থানীয়রা জানান, এলাকার টিউবওয়েলগুলোর পানিতে আয়রনের মাত্রা বেশি হওয়ায় তারা পৌরসভার পানি ব্যবহার করতে বাধ্য হন। সাপ্লাইয়ের পানি দূষিত হতে পারে বলে তাঁদের আশঙ্কা।
জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনোয়ার হোসেন বলেন, বিষয়টি জনস্বাস্থ্য ও স্বাস্থ্য বিভাগকে জানানো হয়েছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোছা. শারমীন খোন্দকার বলেন, প্রাথমিকভাবে সাপ্লাই পানি ও এলাকার দুর্বল পয়োনিষ্কাশন ব্যবস্থাকেই কারণ হিসেবে ধরা হচ্ছে।
এ বিষয়ে সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. নুরুল আমীন আজকের পত্রিকাকে মোবাইল ফোনে বলেন, ‘আক্রান্তদের উপযুক্ত চিকিৎসা দেওয়া হচ্ছে। বিষয়টি স্বাস্থ্য বিভাগও অবগত। সাপ্লাইয়ের পানি পান করার জন্য এমনটা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে খুব দ্রুতই ঢাকা থেকে টিম আসবে; তখন পরীক্ষা করে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। রোববার আসতে পারে, তবে আমি এখনো নিশ্চিত না।’

সিরাজগঞ্জ পৌরসভার ধানবান্ধি মহল্লা ও হোসেনপুর এলাকায় ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গত কয়েক দিনে তিন শতাধিকের বেশি মানুষ এ রোগে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে রোগীর চাপ বাড়ায় অনেককে শয্যা না পেয়ে হাসপাতালের মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে।
সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আকিকুন নাহারও আক্রান্ত রোগী ভর্তির বিষয়টি নিশ্চিত করে বলেন, সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল ও নর্থ বেঙ্গল হাসপাতালে রোগীরা চিকিৎসা নিচ্ছে। নর্থ বেঙ্গলে হাসপাতালে কতজন চিকিৎসা নিয়েছে, এটা জানা নেই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সাপ্লাইয়ের পানি দূষণ থেকে এটা হতে পারে। সিভিল সার্জনও বিষয়টি অবগত আছেন।
গতকাল শুক্রবার সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে সরেজমিনে জানা গেছে, ১১ থেকে ২২ আগস্ট পর্যন্ত জেনারেল হাসপাতালের পুরুষ ওয়ার্ডে ৬৫ জন এবং মহিলা ওয়ার্ডে ১৮৩ জন রোগী চিকিৎসা নিয়েছে। রোগীর চাপ বাড়ায় অনেকে শয্যা না পেয়ে হাসপাতালের মেঝেতে চিকিৎসা নিচ্ছে।
জানতে চাইলে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের স্টাফ নার্স মাবিয়া খাতুন ও সুমা ঘোষ বলেন, গত তিন-চার দিনে রোগীর সংখ্যা হঠাৎ বেড়ে গেছে। জনবলসংকটের কারণে সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। ধানবান্ধি মহল্লা ও হোসেনপুরের বাসিন্দারা এ রোগে আক্রান্ত বেশি।
এদিকে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. আলমগীর হোসেন জানান, গত ১৫ দিনে ডায়রিয়ায় আক্রান্ত ১২২ জন রোগী চিকিৎসা নিয়েছে। গত বৃহস্পতিবার এক দিনেই ভর্তি হয়েছে ১৮ জন। বর্তমানে ভর্তি আছে ৭২ জন।
আক্রান্ত রোগী ও তাদের স্বজনেরা পৌরসভার সাপ্লাই পানিকেই দায়ী করছে। ধানবান্ধি মহল্লার গৃহবধূ বুলবুলি বেগম (৩২) বলেন, ‘আমরা সাপ্লাই পানি খেয়েই অসুস্থ হতে পারি।’ একই এলাকার এক বৃদ্ধার স্বজন হাফিজ বলেন, ‘হাসপাতালে এসে দেখি বেশির ভাগই ধানবান্ধি মহল্লার মানুষ। আমার মনে হয় সাপ্লাই পানির কারণেই আমার শাশুড়ির ডায়রিয়া হয়েছে।’
স্থানীয়রা জানান, এলাকার টিউবওয়েলগুলোর পানিতে আয়রনের মাত্রা বেশি হওয়ায় তারা পৌরসভার পানি ব্যবহার করতে বাধ্য হন। সাপ্লাইয়ের পানি দূষিত হতে পারে বলে তাঁদের আশঙ্কা।
জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনোয়ার হোসেন বলেন, বিষয়টি জনস্বাস্থ্য ও স্বাস্থ্য বিভাগকে জানানো হয়েছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোছা. শারমীন খোন্দকার বলেন, প্রাথমিকভাবে সাপ্লাই পানি ও এলাকার দুর্বল পয়োনিষ্কাশন ব্যবস্থাকেই কারণ হিসেবে ধরা হচ্ছে।
এ বিষয়ে সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. নুরুল আমীন আজকের পত্রিকাকে মোবাইল ফোনে বলেন, ‘আক্রান্তদের উপযুক্ত চিকিৎসা দেওয়া হচ্ছে। বিষয়টি স্বাস্থ্য বিভাগও অবগত। সাপ্লাইয়ের পানি পান করার জন্য এমনটা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে খুব দ্রুতই ঢাকা থেকে টিম আসবে; তখন পরীক্ষা করে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। রোববার আসতে পারে, তবে আমি এখনো নিশ্চিত না।’

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৫ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৬ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৬ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
৬ ঘণ্টা আগে