Ajker Patrika

দুর্নীতি এড়াতে প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষা ঢাকায় নেওয়ার দাবি

রাবি প্রতিনিধি
দুর্নীতি এড়াতে প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষা ঢাকায় নেওয়ার দাবি

দুর্নীতি এড়াতে প্রাথমিক শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা কেন্দ্রীয়ভাবে ঢাকায় নেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চাকরিপ্রত্যাশী শিক্ষার্থীরা। জেলা পর্যায়ে পরীক্ষা নেওয়ার যে প্রস্তুতি চলছে তা বাতিলেরও দাবি জানান তাঁরা। আজ সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার চত্বরে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন তাঁরা। 

চাকরিপ্রত্যাশীদের পক্ষে এ দাবিগুলো উপস্থাপন করেন রাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী খায়রুল ইসলাম। 

সংবাদ সম্মেলনে তাঁরা বলেন, ‘বিভাগীয় পর্যায়ে অনুষ্ঠিত বিভিন্ন চাকরির পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা আমাদের স্বপ্নকে ভেঙে চুরমার করে দেয়। বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে জানতে পারি প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার লিখিত পরীক্ষা এপ্রিলে দেশের বিভিন্ন জেলায় অনুষ্ঠিত হবে। এ খবর জানার পর আমরা দিশেহারা হওয়ার পথে। অথচ এ নিয়োগ পরীক্ষাটি কেন্দ্রীয়ভাবে ঢাকায় নেওয়া হবে বলে গত সপ্তাহে দেশের শীর্ষ গণমাধ্যমগুলোতে প্রকাশিত হয়েছিল। সে খবরের এক সপ্তাহ যেতে না যেতেই গতকাল রোববার কর্তৃপক্ষ জেলা পর্যায়ে পরীক্ষাটি নেওয়ার জন্য প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছে।’ 

চাকরি প্রত্যাশী শিক্ষার্থীরা আরও বলেন, ‘জেলা পর্যায়ে নিয়োগ পরীক্ষা নেওয়ার খবর আমাদের চরমভাবে হতাশ করেছে। জেলা পর্যায়ে পরীক্ষা নেওয়ার অতীত রেকর্ড ভালো নয়। বিগত সময়গুলোত জেলা পর্যায়ে অনুষ্ঠিত পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস, প্রক্সিসহ নানা অনিয়ম ঘটেছে, যা আমরা গণমাধ্যমে দেখেছি।’ 

এ সময় তাঁরা দাবি করেন, একটি কুচক্রী ও স্বার্থান্বেষী মহল নিয়োগ পরীক্ষায় জালিয়াতি করতে জেলা পর্যায়ে পরীক্ষাটি নেওয়ার জন্য তৎপর হয়ে পড়েছে। তারা চায়, যে কোনো মূল্যে নিয়োগ পরীক্ষা জেলা পর্যায়ে নিতে। এতে করে তারা প্রশ্নপত্র ফাঁস বা কেন্দ্র দখল করে তাদের নির্ধারিত অযোগ্য প্রার্থীদের নিয়োগের পথ সুগম করতে চায়। 

এ সময় বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী নাফিসা আলম, সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী সূবর্ণা রায়, অর্থনীতি বিভাগের শিক্ষার্থী তাজমুল ইসলাম, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী কামাল হোসেনসহ অনেক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মচারীদের নতুন পে কমিশনের প্রতিবেদন জমা কাল, বেতন বাড়ছে কত

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের ভবিষ্য তহবিলের মুনাফার হার নির্ধারণ

আমরা ‘না’ ভোট দেব দেশের স্বার্থে, আইনের শাসনের স্বার্থে: জি এম কাদের

বিএনপি-জামায়াত-এনসিপি নেতাদের নিয়ে জুলাই স্মৃতি জাদুঘরে প্রধান উপদেষ্টা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত