নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল থেকে গতকাল বুধবার বিকেলে একটি নবজাতক চুরি হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিশুটির নানা ও নানি নগরের রাজপাড়া থানায় মামলা করতে গেলে আচরণ ‘সন্দেহজনক’ হওয়ায় সারা রাত তাঁদের থানাতেই রাখা হয়। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত মামলা হয়নি।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শিশুটির বাবার নাম মো. সুমন মিয়া। তাঁর বাড়ি রংপুরের পীরগাছা উপজেলার তাম্বুলপুর গ্রামে। সুমনের স্ত্রীর নাম মনি খাতুন (১৮)। তাঁর বাবার বাড়ি পাবনার ঈশ্বরদী উপজেলার গোকুলনগর গ্রামে। সন্তান প্রসবের জন্য গত ৪ অক্টোবর মনিকে রামেক হাসপাতালের ২২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। এরপর গত রোববার মনি খাতুন একটি ছেলেসন্তানের জন্ম দেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বাচ্চাটির জন্মের পর ওজন ছিল স্বাভাবিকের তুলনায় কম। এ জন্য বাচ্চাটিকে ২৬ নম্বর ওয়ার্ডে স্থানান্তর করা হয়। গতকাল বুধবার অজ্ঞাত এক নারী মাস্ক পরা অবস্থায় বাচ্চার মাকে সন্তানের ভালমন্দ বিষয়ে খোঁজ নেন। তখন বাচ্চার মা বাচ্চার সমস্যার কথা ওই নারীকে জানান। ওই নারী তাঁকে আশ্বস্ত করে বলেন যে, বাইরের একটি ক্লিনিকে ভালো ডাক্তার আছে। সেখানে দেখালে তাঁর বাচ্চা ভালো হয়ে যাবে। এ বিষয়ে নবজাতকের নানি রুমি বেগমকে জানালে তিনি বাচ্চার সুস্থতার জন্য ওই নারীর সঙ্গে যোগাযোগ করতে থাকেন।
মনি খাতুন জানান, ওই নারী তাঁর মাকে এই বলে আশ্বস্ত করেন যে, তাঁরা স্বেচ্ছাসেবী হিসেবে বাচ্চাদের চিকিৎসা ও টাকা-পয়সা দিয়ে সাহায্য করেন। গতকাল বুধবার বিকেল ৪টার দিকে তাঁর মা রুমি বেগম বাচ্চাটিকে কোলে নিয়ে বাচ্চার মাকে বলেন, ‘বাচ্চার গরম লাগছে। বাইরে থেকে বাতাস খাইয়ে নিয়ে আসি।’ এই বলে তাঁর ছেলেকে বাইরে নিয়ে গিয়ে অজ্ঞাত ওই নারীর কোলে তুলে দেন। এরপর থেকেই বাচ্চার আর সন্ধান পাওয়া যায়নি।
গতকাল বুধবার রাতে এ বিষয়ে নবজাতকের নানা হাসান আলী ও নানি রুমি বেগম রাজপাড়া থানায় এ বিষয়ে অভিযোগ করতে যান। কথাবার্তা সন্দেহজনক হওয়ায় পুলিশ তাঁদের আটক রাখে। আজ বৃহস্পতিবার সকালে রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, ‘আটকের বিষয়টি সেরকম নয়। তাঁদের কথাবার্তা সন্দেহজনক ছিল। ওই নারীর কাছ থেকে তাঁরা কিছু টাকাও নিয়েছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে।’
ওসি বলেন, ‘শিশুর বাবা এলে একটা সিদ্ধান্ত নেওয়া হবে। এ জন্য নানা-নানিকে থানায় রাখা হয়েছে। গতকাল ভোররাত ৪টা পর্যন্ত তিনি থানায় ছিলেন। তখন পর্যন্ত শিশুটির বাবা আসেননি। আজ বাচ্চার বাবা থানায় এলে আলোচনা করে একটা সিদ্ধান্ত নেওয়া হবে।’

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল থেকে গতকাল বুধবার বিকেলে একটি নবজাতক চুরি হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিশুটির নানা ও নানি নগরের রাজপাড়া থানায় মামলা করতে গেলে আচরণ ‘সন্দেহজনক’ হওয়ায় সারা রাত তাঁদের থানাতেই রাখা হয়। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত মামলা হয়নি।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শিশুটির বাবার নাম মো. সুমন মিয়া। তাঁর বাড়ি রংপুরের পীরগাছা উপজেলার তাম্বুলপুর গ্রামে। সুমনের স্ত্রীর নাম মনি খাতুন (১৮)। তাঁর বাবার বাড়ি পাবনার ঈশ্বরদী উপজেলার গোকুলনগর গ্রামে। সন্তান প্রসবের জন্য গত ৪ অক্টোবর মনিকে রামেক হাসপাতালের ২২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। এরপর গত রোববার মনি খাতুন একটি ছেলেসন্তানের জন্ম দেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বাচ্চাটির জন্মের পর ওজন ছিল স্বাভাবিকের তুলনায় কম। এ জন্য বাচ্চাটিকে ২৬ নম্বর ওয়ার্ডে স্থানান্তর করা হয়। গতকাল বুধবার অজ্ঞাত এক নারী মাস্ক পরা অবস্থায় বাচ্চার মাকে সন্তানের ভালমন্দ বিষয়ে খোঁজ নেন। তখন বাচ্চার মা বাচ্চার সমস্যার কথা ওই নারীকে জানান। ওই নারী তাঁকে আশ্বস্ত করে বলেন যে, বাইরের একটি ক্লিনিকে ভালো ডাক্তার আছে। সেখানে দেখালে তাঁর বাচ্চা ভালো হয়ে যাবে। এ বিষয়ে নবজাতকের নানি রুমি বেগমকে জানালে তিনি বাচ্চার সুস্থতার জন্য ওই নারীর সঙ্গে যোগাযোগ করতে থাকেন।
মনি খাতুন জানান, ওই নারী তাঁর মাকে এই বলে আশ্বস্ত করেন যে, তাঁরা স্বেচ্ছাসেবী হিসেবে বাচ্চাদের চিকিৎসা ও টাকা-পয়সা দিয়ে সাহায্য করেন। গতকাল বুধবার বিকেল ৪টার দিকে তাঁর মা রুমি বেগম বাচ্চাটিকে কোলে নিয়ে বাচ্চার মাকে বলেন, ‘বাচ্চার গরম লাগছে। বাইরে থেকে বাতাস খাইয়ে নিয়ে আসি।’ এই বলে তাঁর ছেলেকে বাইরে নিয়ে গিয়ে অজ্ঞাত ওই নারীর কোলে তুলে দেন। এরপর থেকেই বাচ্চার আর সন্ধান পাওয়া যায়নি।
গতকাল বুধবার রাতে এ বিষয়ে নবজাতকের নানা হাসান আলী ও নানি রুমি বেগম রাজপাড়া থানায় এ বিষয়ে অভিযোগ করতে যান। কথাবার্তা সন্দেহজনক হওয়ায় পুলিশ তাঁদের আটক রাখে। আজ বৃহস্পতিবার সকালে রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, ‘আটকের বিষয়টি সেরকম নয়। তাঁদের কথাবার্তা সন্দেহজনক ছিল। ওই নারীর কাছ থেকে তাঁরা কিছু টাকাও নিয়েছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে।’
ওসি বলেন, ‘শিশুর বাবা এলে একটা সিদ্ধান্ত নেওয়া হবে। এ জন্য নানা-নানিকে থানায় রাখা হয়েছে। গতকাল ভোররাত ৪টা পর্যন্ত তিনি থানায় ছিলেন। তখন পর্যন্ত শিশুটির বাবা আসেননি। আজ বাচ্চার বাবা থানায় এলে আলোচনা করে একটা সিদ্ধান্ত নেওয়া হবে।’

দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজও রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। শনিবার সকালে জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।
১৭ মিনিট আগে
রাজধানীর মিরপুর রোডে গ্যাসের প্রধান লাইনের ভালভ ফেটে যাওয়ার ফলে ঢাকা মহানগরীর একটি এলাকায় গ্যাসের মারাত্মক স্বল্পচাপ সৃষ্টি হয়েছে। আজ শনিবার এক বার্তায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এই তথ্য জানিয়েছে।
২০ মিনিট আগে
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর লিখিত পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে ঠাকুরগাঁওয়ে ছয়জনকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। তাঁদের মধ্যে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড এবং একজনকে জরিমানা করা হয়েছে। এ ছাড়া একজন সন্দেহভাজন সহযোগীকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
৪৩ মিনিট আগে
গণভোট নিয়ে মাঠে কাজ করা দিনমজুর ও বাজারের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছে আজকের পত্রিকা। তাঁরা জানান, সাধারণ ভোটের বিষয়টি তাঁরা জানেন এবং আগেও ভোট দিয়েছেন। কিন্তু গণভোট কী, এ সম্পর্কে তাঁদের কোনো ধারণা নেই।
১ ঘণ্টা আগে