রাবি সংবাদদাতা

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে মনোনয়নপত্র বিতরণের সময়সীমা আজ রোববার শেষ হয়েছে। এতে ছয় দিনে রাকসুর ২৩টি পদের বিপরীতে ৩১৮ জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছেন। আজ রোববার সন্ধ্যায় প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সেতাউর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
রাকসু নির্বাচন কমিশনের দেওয়া তথ্যমতে, ৩১৮ জনের মধ্যে ভিপি পদে ১৮ জন, জিএস পদে সাতজন, সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে আটজন, বিতর্ক ও সাহিত্য সম্পাদক পদে দুজন, সহকারী বিতর্ক ও সাহিত্য সম্পাদক পদে চারজন, মিডিয়া ও প্রকাশনা সম্পাদক পদে পাঁচজন, সহকারী মিডিয়া ও প্রকাশনা সম্পাদক পদে তিনজন, সংস্কৃতি সম্পাদক পদে পাঁচজন, সহকারী সংস্কৃতি সম্পাদক পদে ছয়জন, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক পদে ১২ জন এবং সহকারী পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক পদে ১০ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
এ ছাড়া মহিলা সম্পাদক পদে পাঁচজন, সহকারী মহিলা সম্পাদক পদে তিনজন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে তিনজন, সহকারী বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে ছয়জন, তথ্য ও গবেষণা সম্পাদক পদে ৯ জন, সহকারী তথ্য ও গবেষণা সম্পাদক পদে চারজন, ক্রীড়া সম্পাদক পদে সাতজন, সহকারী ক্রীড়া সম্পাদক পদে তিনজন ও কার্যনির্বাহী সদস্যপদে ৪০ জন মনোনয়নপত্র নিয়েছেন।
এ ছাড়া সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে পাঁচটি পদের বিপরীতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৬৯ জন। অন্যদিকে হল সংসদ নির্বাচনের সব তথ্য এখনো পাওয়া যায়নি। প্রাথমিক হিসাবে, ১৭টি হলে প্রায় ৭০০ জন প্রার্থী মনোনয়নপত্র নিয়েছেন।
নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা কামাল আকন্দ বলেন, তফসিল অনুযায়ী মনোনয়ন বিতরণ শেষ হয়েছে। পরে নির্বাচন কমিশনের কোনো পরিবর্তিত সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত এটিই বহাল থাকবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে মনোনয়নপত্র বিতরণের সময়সীমা আজ রোববার শেষ হয়েছে। এতে ছয় দিনে রাকসুর ২৩টি পদের বিপরীতে ৩১৮ জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছেন। আজ রোববার সন্ধ্যায় প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সেতাউর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
রাকসু নির্বাচন কমিশনের দেওয়া তথ্যমতে, ৩১৮ জনের মধ্যে ভিপি পদে ১৮ জন, জিএস পদে সাতজন, সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে আটজন, বিতর্ক ও সাহিত্য সম্পাদক পদে দুজন, সহকারী বিতর্ক ও সাহিত্য সম্পাদক পদে চারজন, মিডিয়া ও প্রকাশনা সম্পাদক পদে পাঁচজন, সহকারী মিডিয়া ও প্রকাশনা সম্পাদক পদে তিনজন, সংস্কৃতি সম্পাদক পদে পাঁচজন, সহকারী সংস্কৃতি সম্পাদক পদে ছয়জন, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক পদে ১২ জন এবং সহকারী পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক পদে ১০ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
এ ছাড়া মহিলা সম্পাদক পদে পাঁচজন, সহকারী মহিলা সম্পাদক পদে তিনজন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে তিনজন, সহকারী বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে ছয়জন, তথ্য ও গবেষণা সম্পাদক পদে ৯ জন, সহকারী তথ্য ও গবেষণা সম্পাদক পদে চারজন, ক্রীড়া সম্পাদক পদে সাতজন, সহকারী ক্রীড়া সম্পাদক পদে তিনজন ও কার্যনির্বাহী সদস্যপদে ৪০ জন মনোনয়নপত্র নিয়েছেন।
এ ছাড়া সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে পাঁচটি পদের বিপরীতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৬৯ জন। অন্যদিকে হল সংসদ নির্বাচনের সব তথ্য এখনো পাওয়া যায়নি। প্রাথমিক হিসাবে, ১৭টি হলে প্রায় ৭০০ জন প্রার্থী মনোনয়নপত্র নিয়েছেন।
নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা কামাল আকন্দ বলেন, তফসিল অনুযায়ী মনোনয়ন বিতরণ শেষ হয়েছে। পরে নির্বাচন কমিশনের কোনো পরিবর্তিত সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত এটিই বহাল থাকবে।

কক্সবাজারের টেকনাফ সীমান্তে এবার মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এক রোহিঙ্গা যুবক আহত হয়েছেন। তাঁর নাম কেফায়েত উল্লাহ (২২)। আজ সোমবার (১২ জানুয়ারি) ভোরে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল রোববার রাতে উপজেলার হোয়াইক্যং সীমান্ত এলাকা থেকে বর্ডার গার্ড বাংলাদেশের...
৩০ মিনিট আগে
গত ২৮ ডিসেম্বর রাতে চট্টগ্রামের পিএবি সড়কের পাশ থেকে অভিভাবকহীন অবস্থায় শিশু আয়েশা ও তার ছোট ভাই মোর্শেদকে উদ্ধার করেন এক সিএনজিচালিত অটোরিকশার চালক। পরে জেলা ও উপজেলা প্রশাসন মানবিক বিবেচনায় শিশু দুটির দায়িত্ব নেয়। উদ্ধারের পর চিকিৎসাধীন অবস্থায় আয়েশার ছোট ভাই মোর্শেদের মৃত্যু হলে ঘটনাটি ব্যাপক
৩৬ মিনিট আগে
রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদের নির্বাচনী তফসিল ফের পরিবর্তন করা হয়েছে। নতুন তফসিল অনুযায়ী, নির্বাচনের তারিখ ২১ জানুয়ারির পরিবর্তে ২৫ ফেব্রুয়ারি করা হয়েছে।
৪৪ মিনিট আগে
মেট্রোর র্যাপিড পাস ও এমআরটি পাস কার্ডে অনলাইনে রিচার্জের সুবিধা গত বছরের ২৫ নভেম্বর চালু হয়েছে। এতে যাত্রীরা ঘরে বসে মোবাইল ফোন বা কম্পিউটার ব্যবহার করে র্যাপিড পাসের ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে রিচার্জ করতে পারছেন। এবার সেই সেবাকে আরও সহজ ও ব্যবহারবান্ধব করতে চালু হলো র্যাপিড পাসের অ্যাপ।
১ ঘণ্টা আগে