প্রতিনিধি, নওগাঁ সদর (নওগাঁ)

বেঁচে থাকতে আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থকদের সঙ্গে তর্কে জড়াবেন না মর্মে বিশ টাকার রাজস্ব স্ট্যাম্পে করা হলফনামায় লিখেছেন এক ব্রাজিল–সমর্থক। অনেকটা তাচ্ছিল্যের ভাষায় এই অঙ্গীকারনামা লিখেছেন তিনি।
গতকাল মঙ্গলবার রাতে এই হলফনামা দেন নওগাঁর নিয়ামতপুর উপজেলার বাসিন্দা আব্দুল্লাহ আল বাকী নামের এক যুবক। স্ট্যাম্পে এক কপি ছবি সংযুক্ত করে তার নিচে স্বাক্ষর করেছেন। সাক্ষী রেখেছেন আরেক ব্রাজিল–সমর্থককে। পরে তিনি তাঁর ফেসবুকের টাইমলাইনে এটি প্রকাশ করেন।
হলফনামায় আব্দুল্লাহ আল বাকী লিখেছেন, ‘আমি আব্দুল্লাহ আল বাকী, নিয়ামতপুর, নওগাঁ। আমি ২০ টাকা মূল্যের স্ট্যাম্পে লিখিতভাবে এই মর্মে অঙ্গীকার করছি যে, এই দুনিয়ায় যত দিন বেঁচে থাকব, তত দিন আর্জেন্টিনা দলের কোনো সমর্থকের সাথে তর্কে জড়াব না।' কারণও উল্লেখ করেছেন তিনি, 'কারণ, ওরা কোনো যুক্তিই বুঝে না। এদের আসল উদ্দেশ্য তর্কে জয়লাভ করা। খেলায় না। বিভিন্ন দলের শিরোপা সংখ্যা কথায় আসামাত্রই এরা পাগলা ষাঁড়ের মতো তেড়ে আসে।'
ক্ষোভ আরও আছে। মূল ক্ষোভটি যে ২০১৪ সালকে ঘিরে, তা স্পষ্ট হলো হলফনামার পরের অংশে। হলফনামায় আরও বলেন, 'কতটা নির্বোধ হলে তারা আজও “সেভেন আপ” সেভেন আপ বলে চিল্লা পাল্লা করে; যা দেখে জার্মানির সমর্থকেরাও অনেকটা হতাশ। কারণ, জার্মানির অর্জনটাও তারা নিজেদের অর্জন বলে দাবি করে।'
অঙ্গীকারনামার নিচে ডান পাশে স্বাক্ষর করেন আব্দুল্লাহ আল বাকী। বাম পাশে স্বাক্ষর করেন ব্রাজিলের আরেক সমর্থক সাক্ষী আসিফুজ্জামান। এ ছাড়া অঙ্গীকারনামায় নিজের সদ্য তোলা এক কপি পাসপোর্ট সাইজের ছবিও যুক্ত করেন আল বাকী।
এ বিষয়ে জানতে চাইলে আল বাকী বলেন, ‘আমার সহযোদ্ধা, বন্ধুবান্ধব, আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক থাকলেও ফুটবল খেলার সময় আসলে তাঁদের সঙ্গে মতবিরোধ তৈরি হয়। বারবার বোঝানোর পরও ব্যর্থ হয়ে আমার এই অঙ্গীকারনামা, যাতে আর কখনো তাঁদের সঙ্গে আমায় তর্কে জড়াতে না হয়। তাই এ বিষয়টিই যুক্তিসহকারে বোঝানোর চেষ্টা করেছি আমার সামাজিক যোগাযোগমাধ্যমের বন্ধুদের।’

বেঁচে থাকতে আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থকদের সঙ্গে তর্কে জড়াবেন না মর্মে বিশ টাকার রাজস্ব স্ট্যাম্পে করা হলফনামায় লিখেছেন এক ব্রাজিল–সমর্থক। অনেকটা তাচ্ছিল্যের ভাষায় এই অঙ্গীকারনামা লিখেছেন তিনি।
গতকাল মঙ্গলবার রাতে এই হলফনামা দেন নওগাঁর নিয়ামতপুর উপজেলার বাসিন্দা আব্দুল্লাহ আল বাকী নামের এক যুবক। স্ট্যাম্পে এক কপি ছবি সংযুক্ত করে তার নিচে স্বাক্ষর করেছেন। সাক্ষী রেখেছেন আরেক ব্রাজিল–সমর্থককে। পরে তিনি তাঁর ফেসবুকের টাইমলাইনে এটি প্রকাশ করেন।
হলফনামায় আব্দুল্লাহ আল বাকী লিখেছেন, ‘আমি আব্দুল্লাহ আল বাকী, নিয়ামতপুর, নওগাঁ। আমি ২০ টাকা মূল্যের স্ট্যাম্পে লিখিতভাবে এই মর্মে অঙ্গীকার করছি যে, এই দুনিয়ায় যত দিন বেঁচে থাকব, তত দিন আর্জেন্টিনা দলের কোনো সমর্থকের সাথে তর্কে জড়াব না।' কারণও উল্লেখ করেছেন তিনি, 'কারণ, ওরা কোনো যুক্তিই বুঝে না। এদের আসল উদ্দেশ্য তর্কে জয়লাভ করা। খেলায় না। বিভিন্ন দলের শিরোপা সংখ্যা কথায় আসামাত্রই এরা পাগলা ষাঁড়ের মতো তেড়ে আসে।'
ক্ষোভ আরও আছে। মূল ক্ষোভটি যে ২০১৪ সালকে ঘিরে, তা স্পষ্ট হলো হলফনামার পরের অংশে। হলফনামায় আরও বলেন, 'কতটা নির্বোধ হলে তারা আজও “সেভেন আপ” সেভেন আপ বলে চিল্লা পাল্লা করে; যা দেখে জার্মানির সমর্থকেরাও অনেকটা হতাশ। কারণ, জার্মানির অর্জনটাও তারা নিজেদের অর্জন বলে দাবি করে।'
অঙ্গীকারনামার নিচে ডান পাশে স্বাক্ষর করেন আব্দুল্লাহ আল বাকী। বাম পাশে স্বাক্ষর করেন ব্রাজিলের আরেক সমর্থক সাক্ষী আসিফুজ্জামান। এ ছাড়া অঙ্গীকারনামায় নিজের সদ্য তোলা এক কপি পাসপোর্ট সাইজের ছবিও যুক্ত করেন আল বাকী।
এ বিষয়ে জানতে চাইলে আল বাকী বলেন, ‘আমার সহযোদ্ধা, বন্ধুবান্ধব, আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক থাকলেও ফুটবল খেলার সময় আসলে তাঁদের সঙ্গে মতবিরোধ তৈরি হয়। বারবার বোঝানোর পরও ব্যর্থ হয়ে আমার এই অঙ্গীকারনামা, যাতে আর কখনো তাঁদের সঙ্গে আমায় তর্কে জড়াতে না হয়। তাই এ বিষয়টিই যুক্তিসহকারে বোঝানোর চেষ্টা করেছি আমার সামাজিক যোগাযোগমাধ্যমের বন্ধুদের।’

বগুড়ার গাবতলী উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আবু বক্কর সিদ্দিক (৫৬) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হন অন্তত ৯ জন। আজ সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার জাতহলিদা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
৯ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ (সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী গোলাম নবী আলমগীর তাঁর মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেছেন। এর ফলে আসনটিতে বিএনপি নেতৃত্বাধীন জোটের একমাত্র প্রার্থী হিসেবে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ
১২ মিনিট আগে
গাজীপুরের টঙ্গীতে একটি পোশাক কারখানায় অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। আজ সোমবার বিকেলে টঙ্গী মেঘনা রোড এলাকায় গার্মেন্টস এক্সপোর্ট ভিলেজ নামের কারখানায় এ ঘটনা ঘটে।
৩১ মিনিট আগে
স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার খেলার সময় উল্লাস করায় ফরিদপুরে হোস্টেলে জুনিয়র শিক্ষার্থীদের ওপর সিনিয়র শিক্ষার্থীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ সময় হোস্টেলের জানালা, দরজা ও আসবাবপত্র ভাঙচুরও করা হয়। হামলায় আহত অবস্থায় সাতজন শিক্ষার্থীকে ফরিদপুর মেডিকেল কলেজ
৩৬ মিনিট আগে