প্রতিনিধি

ভাঙ্গুড়া (পাবনা): নয় দিন ধরে নিখোঁজ পাবনার ভাঙ্গুড়া উপজেলার স্কুলছাত্রী রোদেলা আকন্দ (১৬)। নিখোঁজ রোদেলা পৌর শহরের শরৎনগর বাজারের আব্দুল লতিফ আকন্দের মেয়ে ও ভাঙ্গুড়া বিজ্ঞান স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী। পরিবারের দাবি তাঁকে অপহরণ করা হয়েছে।
এ ঘটনায় রোদেলার বাবা আব্দুল লতিফ আকন্দ বাদী হয়ে অপহরণের মামলা করেছেন। মামলায় একই উপজেলার ভবানীপুর গ্রামের মৃত সোহরাব আলীর ছেলে সাখাওয়াত হোসেনসহ (২৩) ৫ জনকে অভিযুক্ত করা হয়। এ ঘটনায় নূর নবী (৩২) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
থানা-পুলিশ ও রোদেলার পরিবার সূত্রে জানা যায়, গত রোববার (২০ জুন) বিকেল পৌনে ৪টার দিকে শহরের শরৎনগর বাজারের নিজ বাড়ির সামনে প্রাইভেট শিক্ষকের অপেক্ষায় দাঁড়িয়ে ছিল রোদেলা। এই সময় সাখাওয়াত হোসেনসহ পাঁচজন লোক একটি সাদা মাইক্রোবাসে জোরপূর্বক তাঁকে তুলে নিয়ে যায়। এরপর অনেক খোঁজাখুঁজি করে মেয়ের সন্ধান না পাওয়ায় তার বাবা বাদী হয়ে সাখাওয়াত হোসেনসহ ৫ জনকে অভিযুক্ত করে থানায় অপহরণ মামলা দায়ের করেন। গত শুক্রবার (২৫ জুন) মামলা দায়েরের পর ওই রাতেই পুলিশ সাখাওয়াতের মামা নূর নবীকে (৩২) গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করে।
এই বিষয়ে মেয়েটির বাবা আব্দুল লতিফ আকন্দের সঙ্গে কথা বলতে চাইলে তিনি শারীরিক ও মানসিকভাবে অসুস্থতা বোধ করছেন উল্লেখ করে কথা বলতে রাজি হননি। তবে রোদেলার বড় বোনের স্বামী রফিকুল ইসলাম বলেন, নয় দিন হলো রোদেলার কোন খোঁজ না পাওয়ায় আমরা চরম দুশ্চিন্তার মধ্যে আছি। তিনি আরও জানান, ক্লাস সিক্স থেকে ওই ছেলেটা রোদেলাকে বিরক্ত করে আসছে। একপর্যায়ে সাখাওয়াতের নানা আব্দুস সামাদ খাঁ রোদেলার পরিবারে বিয়ের প্রস্তাবও দিয়েছিল। হঠাৎ গত রোববার বিকেলে সে লোকজন নিয়ে এসে রোদেলাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়।
এ বিষয়ে জানতে সাখাওয়াত হোসেনের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। জানা গেছে, গ্রেপ্তারের ভয়ে বাড়ির সবাই পলাতক রয়েছে।
ভাঙ্গুড়া থানার ওসি মো. ফয়সাল বিন আহসান আজকের পত্রিকাকে বলেন, এরই মধ্যে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে। আর মেয়েটিকে উদ্ধারের জন্য পুলিশ জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।

ভাঙ্গুড়া (পাবনা): নয় দিন ধরে নিখোঁজ পাবনার ভাঙ্গুড়া উপজেলার স্কুলছাত্রী রোদেলা আকন্দ (১৬)। নিখোঁজ রোদেলা পৌর শহরের শরৎনগর বাজারের আব্দুল লতিফ আকন্দের মেয়ে ও ভাঙ্গুড়া বিজ্ঞান স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী। পরিবারের দাবি তাঁকে অপহরণ করা হয়েছে।
এ ঘটনায় রোদেলার বাবা আব্দুল লতিফ আকন্দ বাদী হয়ে অপহরণের মামলা করেছেন। মামলায় একই উপজেলার ভবানীপুর গ্রামের মৃত সোহরাব আলীর ছেলে সাখাওয়াত হোসেনসহ (২৩) ৫ জনকে অভিযুক্ত করা হয়। এ ঘটনায় নূর নবী (৩২) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
থানা-পুলিশ ও রোদেলার পরিবার সূত্রে জানা যায়, গত রোববার (২০ জুন) বিকেল পৌনে ৪টার দিকে শহরের শরৎনগর বাজারের নিজ বাড়ির সামনে প্রাইভেট শিক্ষকের অপেক্ষায় দাঁড়িয়ে ছিল রোদেলা। এই সময় সাখাওয়াত হোসেনসহ পাঁচজন লোক একটি সাদা মাইক্রোবাসে জোরপূর্বক তাঁকে তুলে নিয়ে যায়। এরপর অনেক খোঁজাখুঁজি করে মেয়ের সন্ধান না পাওয়ায় তার বাবা বাদী হয়ে সাখাওয়াত হোসেনসহ ৫ জনকে অভিযুক্ত করে থানায় অপহরণ মামলা দায়ের করেন। গত শুক্রবার (২৫ জুন) মামলা দায়েরের পর ওই রাতেই পুলিশ সাখাওয়াতের মামা নূর নবীকে (৩২) গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করে।
এই বিষয়ে মেয়েটির বাবা আব্দুল লতিফ আকন্দের সঙ্গে কথা বলতে চাইলে তিনি শারীরিক ও মানসিকভাবে অসুস্থতা বোধ করছেন উল্লেখ করে কথা বলতে রাজি হননি। তবে রোদেলার বড় বোনের স্বামী রফিকুল ইসলাম বলেন, নয় দিন হলো রোদেলার কোন খোঁজ না পাওয়ায় আমরা চরম দুশ্চিন্তার মধ্যে আছি। তিনি আরও জানান, ক্লাস সিক্স থেকে ওই ছেলেটা রোদেলাকে বিরক্ত করে আসছে। একপর্যায়ে সাখাওয়াতের নানা আব্দুস সামাদ খাঁ রোদেলার পরিবারে বিয়ের প্রস্তাবও দিয়েছিল। হঠাৎ গত রোববার বিকেলে সে লোকজন নিয়ে এসে রোদেলাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়।
এ বিষয়ে জানতে সাখাওয়াত হোসেনের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। জানা গেছে, গ্রেপ্তারের ভয়ে বাড়ির সবাই পলাতক রয়েছে।
ভাঙ্গুড়া থানার ওসি মো. ফয়সাল বিন আহসান আজকের পত্রিকাকে বলেন, এরই মধ্যে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে। আর মেয়েটিকে উদ্ধারের জন্য পুলিশ জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।

রাজশাহী শহরে নির্মাণাধীন চারটি ফ্লাইওভারের নকশা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, নকশার ত্রুটির কারণে ফ্লাইওভারগুলো চালু হলে উল্টো সেগুলোর মুখেই যানজট সৃষ্টি হতে পারে। এ নিয়ে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক ও বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশীদ ৬ জানুয়ারি সংশ্লিষ্টদের নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন।
১০ মিনিট আগে
পদ্মা সেতুর দক্ষিণ প্রান্ত-সংলগ্ন মাদারীপুরের শিবচর এবং শরীয়তপুরের জাজিরা উপজেলার জায়গা নিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয় তাঁতপল্লি নির্মাণের কাজ শুরু করে ২০১৮ সালের শেষের দিকে। কাজের বেশ অগ্রগতিও হয়েছিল। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর বন্ধ হয়ে যায় প্রকল্পের কাজ।
২৫ মিনিট আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদীর পাঁচটি সংসদীয় আসনে ভোটের মাঠ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। চায়ের আড্ডা থেকে শুরু করে গ্রামগঞ্জের অলিগলিতে প্রার্থী ও সমর্থকদের প্রচার-প্রচারণায় ছড়িয়ে পড়েছে নির্বাচনী আমেজ।
৪০ মিনিট আগে
জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে ৩৮টি মনোনয়নপত্র দাখিল হয়েছে। এর মধ্যে একজন প্রার্থী দুটি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সে হিসেবে ভোটের মাঠে আছেন ৩৭ জন। তাঁদের মধ্যে ৩৪ জন অর্থাৎ প্রায় ৯২ শতাংশ প্রার্থীই উচ্চশিক্ষিত।
১ ঘণ্টা আগে