পাবনা প্রতিনিধি

পাবনার আতাইকুলা থানার কৃষক আবুল কালাম হত্যা মামলায় আটজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৩০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় একজনকে বেকসুর খালাস দেন আদালত।
আজ রোববার বিকেলে পাবনার সিনিয়র জেলা ও দায়রা জজের বিচারক বেগম শামীম আহমেদ এই রায় ঘোষণা করেন। সরকার পক্ষে মামলা পরিচালনা করেন সরকারি কৌঁসুলি (পিপি) আব্দুস সামাদ খান রতন। আসামিপক্ষে ছিলেন আইনজীবী শাহজাহান আলী খান।
রায়ের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন পিপি আব্দুস সামাদ খান রতন। তিনি বলেন, ‘রায়ের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। আমরা আদালতের এই আদেশে খুশি।’
দণ্ড পাওয়া আসামিরা হলেন, আতাইকুলা থানার শ্রীকোল গ্রামের মোতাহার হোসেন, সাইদুল ইসলাম, আলাই প্রামাণিক, আক্কাছ আলী ফকির, শাহিন হোসেন, রমজান আলী প্রামাণিক, সাইফুল ইসলাম ও আতাউর রহমান।
রায় ঘোষণার সময় ছয় আসামি কাঠগড়ায় উপস্থিত ছিলেন। দণ্ড পাওয়া সাইদুল ইসলাম ও সাইফুল ইসলাম হত্যাকাণ্ডের পর থেকেই পলাতক রয়েছেন।
আদালত ও মামলা সূত্রে জানা গেছে, পাবনার আতাইকুলা থানার শ্রীকোল গ্রামের সুরুজ আলীর বাবা আবুল কালামের সম্পত্তি উদ্ধারের জন্য দণ্ডপ্রাপ্তদের সঙ্গে অলিখিত চুক্তিবদ্ধ হন। এ জন্য দণ্ডপ্রাপ্তরা এক লাখ টাকা দাবি করেন। আবুল কালাম ৪০ হাজার টাকা অগ্রিম দেন। বাকি ৬০ হাজার টাকা জমি উদ্ধারের পর দেওয়া হবে বলে জানান।
এতে দণ্ডপ্রাপ্তরা ক্ষুব্ধ হয়ে কালামকে হত্যার পরিকল্পনা করেন। ২০১৬ সালের ২৪ মে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দণ্ডপ্রাপ্তরা আবুল কালামকে হত্যার উদ্দেশ্যে শ্রীকোল পশ্চিমপাড়ায় কৌশলে ডেকে নিয়ে যান এবং এক কোপে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে ফেলেন।
নিহত আবুল কালামের ছেলে সুরুজ আলী বাদী হয়ে ৯ জনের বিরুদ্ধে মামলা করেন। সাক্ষ্য প্রমাণ শেষে পাবনার সিনিয়র জেলা ও দায়রা জজ বেগম শামীম আটজনের যাবজ্জীবন কারাদণ্ড ও একজনকে খালাস এবং প্রত্যেককে ৩০ হাজার টাকা জরিমানা করার রায় ঘোষণা করেন। অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন বিচারক।
এদিকে রায়ে অসন্তুষ্টির কথা জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী শাজাহান আলী খান। তিনি বলেন, ‘এই রায়ের মাধ্যমে আমাদের মোক্কেলরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছেন। আমরা উচ্চ আদালতে আপিল করবে। আশা করি সেখানে আমাদের মোক্কেলরা ন্যায় বিচার পাবেন।’

পাবনার আতাইকুলা থানার কৃষক আবুল কালাম হত্যা মামলায় আটজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৩০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় একজনকে বেকসুর খালাস দেন আদালত।
আজ রোববার বিকেলে পাবনার সিনিয়র জেলা ও দায়রা জজের বিচারক বেগম শামীম আহমেদ এই রায় ঘোষণা করেন। সরকার পক্ষে মামলা পরিচালনা করেন সরকারি কৌঁসুলি (পিপি) আব্দুস সামাদ খান রতন। আসামিপক্ষে ছিলেন আইনজীবী শাহজাহান আলী খান।
রায়ের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন পিপি আব্দুস সামাদ খান রতন। তিনি বলেন, ‘রায়ের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। আমরা আদালতের এই আদেশে খুশি।’
দণ্ড পাওয়া আসামিরা হলেন, আতাইকুলা থানার শ্রীকোল গ্রামের মোতাহার হোসেন, সাইদুল ইসলাম, আলাই প্রামাণিক, আক্কাছ আলী ফকির, শাহিন হোসেন, রমজান আলী প্রামাণিক, সাইফুল ইসলাম ও আতাউর রহমান।
রায় ঘোষণার সময় ছয় আসামি কাঠগড়ায় উপস্থিত ছিলেন। দণ্ড পাওয়া সাইদুল ইসলাম ও সাইফুল ইসলাম হত্যাকাণ্ডের পর থেকেই পলাতক রয়েছেন।
আদালত ও মামলা সূত্রে জানা গেছে, পাবনার আতাইকুলা থানার শ্রীকোল গ্রামের সুরুজ আলীর বাবা আবুল কালামের সম্পত্তি উদ্ধারের জন্য দণ্ডপ্রাপ্তদের সঙ্গে অলিখিত চুক্তিবদ্ধ হন। এ জন্য দণ্ডপ্রাপ্তরা এক লাখ টাকা দাবি করেন। আবুল কালাম ৪০ হাজার টাকা অগ্রিম দেন। বাকি ৬০ হাজার টাকা জমি উদ্ধারের পর দেওয়া হবে বলে জানান।
এতে দণ্ডপ্রাপ্তরা ক্ষুব্ধ হয়ে কালামকে হত্যার পরিকল্পনা করেন। ২০১৬ সালের ২৪ মে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দণ্ডপ্রাপ্তরা আবুল কালামকে হত্যার উদ্দেশ্যে শ্রীকোল পশ্চিমপাড়ায় কৌশলে ডেকে নিয়ে যান এবং এক কোপে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে ফেলেন।
নিহত আবুল কালামের ছেলে সুরুজ আলী বাদী হয়ে ৯ জনের বিরুদ্ধে মামলা করেন। সাক্ষ্য প্রমাণ শেষে পাবনার সিনিয়র জেলা ও দায়রা জজ বেগম শামীম আটজনের যাবজ্জীবন কারাদণ্ড ও একজনকে খালাস এবং প্রত্যেককে ৩০ হাজার টাকা জরিমানা করার রায় ঘোষণা করেন। অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন বিচারক।
এদিকে রায়ে অসন্তুষ্টির কথা জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী শাজাহান আলী খান। তিনি বলেন, ‘এই রায়ের মাধ্যমে আমাদের মোক্কেলরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছেন। আমরা উচ্চ আদালতে আপিল করবে। আশা করি সেখানে আমাদের মোক্কেলরা ন্যায় বিচার পাবেন।’

রাজশাহীর মোহনপুর উপজেলায় পুকুর খননে বাধা দেওয়ায় আহমেদ জুবায়ের (২৩) নামের এক তরুণকে হত্যার ঘটনায় বিপ্লব হোসেন (৫২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল বুধবার দিবাগত রাতে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ওয়াপদা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২২ মিনিট আগে
এসআই সুমন চন্দ্র শেখ আরও বলেন, ওই যুবকের মাথাসহ শরীরের একাধিক জায়গায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। কে বা কারা তাঁকে কুপিয়ে হত্যা করেছে, তা তাৎক্ষণিক জানা যায়নি। বিষয়টি তদন্তের পর বলা যাবে। ময়নাতদন্তের জন্য মৃতদেহটি মর্গে রাখা হয়েছে।
১ ঘণ্টা আগে
ঠাকুরগাঁও সদর উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে তেলবাহী লরির সংঘর্ষে দুই চালকসহ অন্তত ছয়জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে সদর উপজেলার বড় খোঁচাবাড়ি এলাকায় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের সামনে এই দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে শুরুতে বিএনপির প্রভাবশালী নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয়েছিল কেন্দ্র থেকে। কিন্তু মনোনয়নপত্র জমার কয়েক দিন আগে একই আসনে গোলাম আকবর খন্দকারকে মনোনয়ন দেওয়া হয়। আগের প্রার্থী বাতিলের বিষয় স্পষ্ট করা হয়নি কেন্দ্র থেকে।
২ ঘণ্টা আগে