পাবনা প্রতিনিধি

পাবনার আতাইকুলা থানার কৃষক আবুল কালাম হত্যা মামলায় আটজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৩০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় একজনকে বেকসুর খালাস দেন আদালত।
আজ রোববার বিকেলে পাবনার সিনিয়র জেলা ও দায়রা জজের বিচারক বেগম শামীম আহমেদ এই রায় ঘোষণা করেন। সরকার পক্ষে মামলা পরিচালনা করেন সরকারি কৌঁসুলি (পিপি) আব্দুস সামাদ খান রতন। আসামিপক্ষে ছিলেন আইনজীবী শাহজাহান আলী খান।
রায়ের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন পিপি আব্দুস সামাদ খান রতন। তিনি বলেন, ‘রায়ের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। আমরা আদালতের এই আদেশে খুশি।’
দণ্ড পাওয়া আসামিরা হলেন, আতাইকুলা থানার শ্রীকোল গ্রামের মোতাহার হোসেন, সাইদুল ইসলাম, আলাই প্রামাণিক, আক্কাছ আলী ফকির, শাহিন হোসেন, রমজান আলী প্রামাণিক, সাইফুল ইসলাম ও আতাউর রহমান।
রায় ঘোষণার সময় ছয় আসামি কাঠগড়ায় উপস্থিত ছিলেন। দণ্ড পাওয়া সাইদুল ইসলাম ও সাইফুল ইসলাম হত্যাকাণ্ডের পর থেকেই পলাতক রয়েছেন।
আদালত ও মামলা সূত্রে জানা গেছে, পাবনার আতাইকুলা থানার শ্রীকোল গ্রামের সুরুজ আলীর বাবা আবুল কালামের সম্পত্তি উদ্ধারের জন্য দণ্ডপ্রাপ্তদের সঙ্গে অলিখিত চুক্তিবদ্ধ হন। এ জন্য দণ্ডপ্রাপ্তরা এক লাখ টাকা দাবি করেন। আবুল কালাম ৪০ হাজার টাকা অগ্রিম দেন। বাকি ৬০ হাজার টাকা জমি উদ্ধারের পর দেওয়া হবে বলে জানান।
এতে দণ্ডপ্রাপ্তরা ক্ষুব্ধ হয়ে কালামকে হত্যার পরিকল্পনা করেন। ২০১৬ সালের ২৪ মে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দণ্ডপ্রাপ্তরা আবুল কালামকে হত্যার উদ্দেশ্যে শ্রীকোল পশ্চিমপাড়ায় কৌশলে ডেকে নিয়ে যান এবং এক কোপে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে ফেলেন।
নিহত আবুল কালামের ছেলে সুরুজ আলী বাদী হয়ে ৯ জনের বিরুদ্ধে মামলা করেন। সাক্ষ্য প্রমাণ শেষে পাবনার সিনিয়র জেলা ও দায়রা জজ বেগম শামীম আটজনের যাবজ্জীবন কারাদণ্ড ও একজনকে খালাস এবং প্রত্যেককে ৩০ হাজার টাকা জরিমানা করার রায় ঘোষণা করেন। অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন বিচারক।
এদিকে রায়ে অসন্তুষ্টির কথা জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী শাজাহান আলী খান। তিনি বলেন, ‘এই রায়ের মাধ্যমে আমাদের মোক্কেলরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছেন। আমরা উচ্চ আদালতে আপিল করবে। আশা করি সেখানে আমাদের মোক্কেলরা ন্যায় বিচার পাবেন।’

পাবনার আতাইকুলা থানার কৃষক আবুল কালাম হত্যা মামলায় আটজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৩০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় একজনকে বেকসুর খালাস দেন আদালত।
আজ রোববার বিকেলে পাবনার সিনিয়র জেলা ও দায়রা জজের বিচারক বেগম শামীম আহমেদ এই রায় ঘোষণা করেন। সরকার পক্ষে মামলা পরিচালনা করেন সরকারি কৌঁসুলি (পিপি) আব্দুস সামাদ খান রতন। আসামিপক্ষে ছিলেন আইনজীবী শাহজাহান আলী খান।
রায়ের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন পিপি আব্দুস সামাদ খান রতন। তিনি বলেন, ‘রায়ের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। আমরা আদালতের এই আদেশে খুশি।’
দণ্ড পাওয়া আসামিরা হলেন, আতাইকুলা থানার শ্রীকোল গ্রামের মোতাহার হোসেন, সাইদুল ইসলাম, আলাই প্রামাণিক, আক্কাছ আলী ফকির, শাহিন হোসেন, রমজান আলী প্রামাণিক, সাইফুল ইসলাম ও আতাউর রহমান।
রায় ঘোষণার সময় ছয় আসামি কাঠগড়ায় উপস্থিত ছিলেন। দণ্ড পাওয়া সাইদুল ইসলাম ও সাইফুল ইসলাম হত্যাকাণ্ডের পর থেকেই পলাতক রয়েছেন।
আদালত ও মামলা সূত্রে জানা গেছে, পাবনার আতাইকুলা থানার শ্রীকোল গ্রামের সুরুজ আলীর বাবা আবুল কালামের সম্পত্তি উদ্ধারের জন্য দণ্ডপ্রাপ্তদের সঙ্গে অলিখিত চুক্তিবদ্ধ হন। এ জন্য দণ্ডপ্রাপ্তরা এক লাখ টাকা দাবি করেন। আবুল কালাম ৪০ হাজার টাকা অগ্রিম দেন। বাকি ৬০ হাজার টাকা জমি উদ্ধারের পর দেওয়া হবে বলে জানান।
এতে দণ্ডপ্রাপ্তরা ক্ষুব্ধ হয়ে কালামকে হত্যার পরিকল্পনা করেন। ২০১৬ সালের ২৪ মে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দণ্ডপ্রাপ্তরা আবুল কালামকে হত্যার উদ্দেশ্যে শ্রীকোল পশ্চিমপাড়ায় কৌশলে ডেকে নিয়ে যান এবং এক কোপে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে ফেলেন।
নিহত আবুল কালামের ছেলে সুরুজ আলী বাদী হয়ে ৯ জনের বিরুদ্ধে মামলা করেন। সাক্ষ্য প্রমাণ শেষে পাবনার সিনিয়র জেলা ও দায়রা জজ বেগম শামীম আটজনের যাবজ্জীবন কারাদণ্ড ও একজনকে খালাস এবং প্রত্যেককে ৩০ হাজার টাকা জরিমানা করার রায় ঘোষণা করেন। অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন বিচারক।
এদিকে রায়ে অসন্তুষ্টির কথা জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী শাজাহান আলী খান। তিনি বলেন, ‘এই রায়ের মাধ্যমে আমাদের মোক্কেলরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছেন। আমরা উচ্চ আদালতে আপিল করবে। আশা করি সেখানে আমাদের মোক্কেলরা ন্যায় বিচার পাবেন।’

দারিদ্র্য যেখানে নিত্যসঙ্গী, সেখানে নতুন ফসল হয়ে উঠেছে মুক্তির পথ। বাগেরহাটের ফকিরহাট উপজেলার হাজেরা বেগম (৪৫) ব্রকলি চাষ করে প্রমাণ করেছেন—সঠিক পরামর্শ ও সহায়তা পেলে গ্রামীণ নারীরাও লাভজনক কৃষিতে সফল হতে পারেন।
৪ ঘণ্টা আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আলম মণ্ডল দীর্ঘদিন ধরে পরিষদে অনুপস্থিত থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন ইউনিয়নের সাধারণ মানুষ। জন্মনিবন্ধন, নাগরিক সনদসহ নিত্যপ্রয়োজনীয় সেবা নিতে এসে দিনের পর দিন ঘুরে ফিরছেন সেবাপ্রত্যাশীরা।
৪ ঘণ্টা আগে
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝিনাই নদের ওপর ১৭ কোটি টাকা বরাদ্দে নবনির্মিত পিসি গার্ডার সেতুটি যানবাহন পারাপারে কাজে আসছে না। সেতুর উভয় পাড়ে সংযোগ সড়ক পাকা না করে কাজ ফেলে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ ছাড়া সেতুর উভয় অংশে ১২০ মিটার নালা ও নদীভাঙন থেকে রক্ষায় ব্লক স্থাপন করা হয়নি। এতে সড়কটি দিয়ে প্রতি
৪ ঘণ্টা আগে
বাংলাদেশের ওষুধশিল্প বর্তমানে গভীর সংকটের মুখে। গুটিকয়েক বড় প্রতিষ্ঠানের বাইরে দেশের প্রায় ৬০ শতাংশ ওষুধ কোম্পানি রুগ্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বা বন্ধ হওয়ার পথে। নীতিসহায়তা ও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত না এলে দেশের ওষুধে স্বয়ংসম্পূর্ণতা মারাত্মক ঝুঁকিতে পড়বে বলে
৪ ঘণ্টা আগে