চাটমোহর (পাবনা) প্রতিনিধি
পাবনার চাটমোহরে একটি মসজিদের দুই টন চাল আত্মসাতের অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। প্রতিবাদ করায় হামলায় আহত হয়েছে নারী, শিশুসহ পাঁচজন। তাদের মধ্যে গুরুতর আহত তিনজনকে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বর্তমানে তারা চিকিৎসাধীন।
শুক্রবার (৭ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলার ফৈলজানা ইউনিয়নের কদমতলী মিনাজ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
হাসপাতালে চিকিৎসাধীন আহতরা হলেন কদমতলী মিনাজ মোড় গ্রামের জয়নাল আবেদীনের স্ত্রী সালমা খাতুন (৩৫), তাঁর শিশুসন্তান সোহেল (১১) ও আলাউদ্দিন আলীর স্ত্রী আলপনা খাতুন (৩২)।
অভিযুক্ত বিএনপি নেতা হলেন ফৈলজানা ইউনিয়ন বিএনপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।
আহত সালমা খাতুন জানান, ‘মিনাজ মোড় জামে মসজিদে সরকারিভাবে দুই টন চাল বরাদ্দ আসে। সেই চাল বিক্রি করে টাকা আত্মসাৎ করে সাইফুল ইসলাম ও মতিন গং। এর প্রতিবাদ করেছিলেন আমার স্বামীসহ এলাকার অনেকে। সেই ক্ষোভে সকালে এসে তারা আমাদের বাড়িঘরে হামলা চালায়। তাদের বাধা দিতে গেলে লাঠি দিয়ে বেধড়ক মারপিটে আমাদের আহত করে।’
স্থানীয় বাসিন্দা লোকমান হোসেন বলেন, ‘৫ মার্চ দুপুরে উপজেলা থেকে দুজন অফিসার আমাদের এলাকায় গিয়ে বলেন, মিনাজ মোড় জামে মসজিদে সরকারিভাবে ২ টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে ১৫ দিন আগে। পেয়েছেন কি না। কিন্তু আমরা কেউ কিছু জানি না। পরে খোঁজ নিয়ে জানতে পারি, বিএনপি নেতা সাইফুল, মনিরুল ইসলাম, মসজিদ কমিটির ক্যাশিয়ার আব্দুল মতিন মিলে চাল তুলে বিক্রি করে টাকা আত্মসাৎ করেছেন। তখন অফিসারের সামনে ক্যাশিয়ার মতিন বলেন, তিনি টাকা পান নাই, এ বিষয়ে কিছু জানেনও না।’
বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে গ্রামের মুসল্লিরা ইউএনও অফিসে গিয়ে এ বিষয়ে অভিযোগ দেন। খবর পেয়ে মসজিদ কমিটির ক্যাশিয়ার মতিন ইউএনও অফিসে হাজির হয়ে সবার সামনে বলেন, তাঁরা চাল বরাদ্দ পেয়েছেন এবং তুলে বিক্রি করেছেন। চাল বিক্রির ৭০ হাজার টাকা দিতে স্বীকার করেন ইউএনওর সামনে। পরে টাকা মসজিদের তহবিলে জমা দেবেন বলেও জানান মতিন।
ইউএনও অফিসে অভিযোগ দেওয়ার ক্ষোভে শুক্রবার বেলা ১১টার দিকে বিএনপি নেতা সাইফুল, তাঁর সহযোগী মনিরুল, মসজিদের ক্যাশিয়ার মতিন, সাদিকুল, শামীম, জাহাঙ্গীরসহ ১৫-২০ জন অভিযোগকারীদের বাড়িতে হামলা চালান। এ সময় তাঁদের বাধা দিতে গেলে শিশু, নারীসহ অনেককে মারধর ও বাড়ি ভাঙচুর করে। এতে ৫ জন আহত হয়। তাদের মধ্যে তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে অভিযুক্ত ফৈলজানা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, ‘মসজিদে টাকা আত্মসাতের বিষয়ে আমি কিছু জানি না। চাল তুলে বিক্রি করেছিল মসজিদের ক্যাশিয়ার। সে তো স্বীকার করেছে যে তার কাছে টাকা আছে। তাহলে তো কোনো সমস্যা থাকার কথা না।’
চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরী বলেন, ‘বৃহস্পতিবার গ্রামবাসী একটি অভিযোগ দিয়েছেন। একই দিন মসজিদ কমিটির ক্যাশিয়ার মসজিদের তহবিলে টাকা দিয়ে দেবে বলে জানিয়েছিলেন। কিন্তু আজকে মারধরের ঘটনাটি দুঃখজনক। ফৌজদারি অপরাধ হওয়ায় এখন আইনগতভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে।’
পাবনার চাটমোহরে একটি মসজিদের দুই টন চাল আত্মসাতের অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। প্রতিবাদ করায় হামলায় আহত হয়েছে নারী, শিশুসহ পাঁচজন। তাদের মধ্যে গুরুতর আহত তিনজনকে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বর্তমানে তারা চিকিৎসাধীন।
শুক্রবার (৭ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলার ফৈলজানা ইউনিয়নের কদমতলী মিনাজ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
হাসপাতালে চিকিৎসাধীন আহতরা হলেন কদমতলী মিনাজ মোড় গ্রামের জয়নাল আবেদীনের স্ত্রী সালমা খাতুন (৩৫), তাঁর শিশুসন্তান সোহেল (১১) ও আলাউদ্দিন আলীর স্ত্রী আলপনা খাতুন (৩২)।
অভিযুক্ত বিএনপি নেতা হলেন ফৈলজানা ইউনিয়ন বিএনপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।
আহত সালমা খাতুন জানান, ‘মিনাজ মোড় জামে মসজিদে সরকারিভাবে দুই টন চাল বরাদ্দ আসে। সেই চাল বিক্রি করে টাকা আত্মসাৎ করে সাইফুল ইসলাম ও মতিন গং। এর প্রতিবাদ করেছিলেন আমার স্বামীসহ এলাকার অনেকে। সেই ক্ষোভে সকালে এসে তারা আমাদের বাড়িঘরে হামলা চালায়। তাদের বাধা দিতে গেলে লাঠি দিয়ে বেধড়ক মারপিটে আমাদের আহত করে।’
স্থানীয় বাসিন্দা লোকমান হোসেন বলেন, ‘৫ মার্চ দুপুরে উপজেলা থেকে দুজন অফিসার আমাদের এলাকায় গিয়ে বলেন, মিনাজ মোড় জামে মসজিদে সরকারিভাবে ২ টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে ১৫ দিন আগে। পেয়েছেন কি না। কিন্তু আমরা কেউ কিছু জানি না। পরে খোঁজ নিয়ে জানতে পারি, বিএনপি নেতা সাইফুল, মনিরুল ইসলাম, মসজিদ কমিটির ক্যাশিয়ার আব্দুল মতিন মিলে চাল তুলে বিক্রি করে টাকা আত্মসাৎ করেছেন। তখন অফিসারের সামনে ক্যাশিয়ার মতিন বলেন, তিনি টাকা পান নাই, এ বিষয়ে কিছু জানেনও না।’
বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে গ্রামের মুসল্লিরা ইউএনও অফিসে গিয়ে এ বিষয়ে অভিযোগ দেন। খবর পেয়ে মসজিদ কমিটির ক্যাশিয়ার মতিন ইউএনও অফিসে হাজির হয়ে সবার সামনে বলেন, তাঁরা চাল বরাদ্দ পেয়েছেন এবং তুলে বিক্রি করেছেন। চাল বিক্রির ৭০ হাজার টাকা দিতে স্বীকার করেন ইউএনওর সামনে। পরে টাকা মসজিদের তহবিলে জমা দেবেন বলেও জানান মতিন।
ইউএনও অফিসে অভিযোগ দেওয়ার ক্ষোভে শুক্রবার বেলা ১১টার দিকে বিএনপি নেতা সাইফুল, তাঁর সহযোগী মনিরুল, মসজিদের ক্যাশিয়ার মতিন, সাদিকুল, শামীম, জাহাঙ্গীরসহ ১৫-২০ জন অভিযোগকারীদের বাড়িতে হামলা চালান। এ সময় তাঁদের বাধা দিতে গেলে শিশু, নারীসহ অনেককে মারধর ও বাড়ি ভাঙচুর করে। এতে ৫ জন আহত হয়। তাদের মধ্যে তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে অভিযুক্ত ফৈলজানা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, ‘মসজিদে টাকা আত্মসাতের বিষয়ে আমি কিছু জানি না। চাল তুলে বিক্রি করেছিল মসজিদের ক্যাশিয়ার। সে তো স্বীকার করেছে যে তার কাছে টাকা আছে। তাহলে তো কোনো সমস্যা থাকার কথা না।’
চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরী বলেন, ‘বৃহস্পতিবার গ্রামবাসী একটি অভিযোগ দিয়েছেন। একই দিন মসজিদ কমিটির ক্যাশিয়ার মসজিদের তহবিলে টাকা দিয়ে দেবে বলে জানিয়েছিলেন। কিন্তু আজকে মারধরের ঘটনাটি দুঃখজনক। ফৌজদারি অপরাধ হওয়ায় এখন আইনগতভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে।’
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষ সড়কের ভোগান্তি ছাড়াই ঢাকা ছাড়ছে। আজ শুক্রবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে গাড়ির বাড়তি চাপ থাকলেও চলাচল স্বাভাবিক রয়েছে। আজ মহাসড়কের সাইনবোর্ড থেকে মেঘনা টোল প্লাজা পর্যন্ত ২১ কিলোমিটার অংশের কোথাও কোনো যানজটের খবর পাওয়া যায়নি।
১৭ মিনিট আগেরাজবাড়ীতে ট্রাক চাপায় বাইসাইকেল আরোহী এক কিশোর নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার রাজবাড়ী পাসপোর্ট কার্যালয়ের সামনে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে।
২৮ মিনিট আগেঠাকুরগাঁওয়ে সরকারি ওএমএস (খোলা বাজারে বিক্রি) কর্মসূচির চাল কালোবাজারে বিক্রির চেষ্টার অভিযোগে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে আটক করেছে পুলিশ। সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের রাজাপুকুর এলাকায় গতকাল বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।
৩৫ মিনিট আগেআসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নাড়ির টানে বাড়ি ফিরছে মানুষ। রাজধানী ও আশপাশের এলাকা থেকে উত্তরাঞ্চলগামী লোকজন ঘরে যাচ্ছেন যমুনা সেতু পাড়ি দিয়ে। আজ শুক্রবার সকাল থেকে সেতুর সংযোগ মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও যানজট হয়নি। আজ অনেকে যাত্রীবাহী যানের পাশাপাশি ট্রাক, পিকআপ ও মোটরসাইকেলে করেও যাত্রা করেছেন।
৩৬ মিনিট আগে