Ajker Patrika

লেবুর হালি চার, আমের কেজি ১০ টাকা

প্রতিনিধি
আপডেট : ২৫ জুন ২০২১, ১৮: ১১
লেবুর হালি চার, আমের কেজি ১০ টাকা

রাজশাহী: টাকায় একটি লেবু। এক হালির দাম চার টাকা। আর আমের কেজি মাত্র ১০ টাকা। রাজশাহীতে এখন আম ও লেবুর দাম একরকম পানির চেয়েও কম। তবুও ক্রেতা নেই।

রাজশাহীতে চলছে লকডাউন। তবে খোলা আছে কাঁচাবাজার। কিন্তু করোনার ভীতিকর পরিস্থিতিতে মানুষ বাজারে যাওয়া কমিয়ে দিয়েছে। দেখা দিয়েছে ক্রেতার সংকট। তার ওপর শুক্রবার শহরে থেমে থেমে বৃষ্টি। এই বৃষ্টিতে ক্রেতারা বাজারে যাননি। এমন পরিস্থিতিতে ৪ টাকা হালি লেবু আর ১০ টাকা কেজি আম বিক্রি করছিলেন নগরীর মাস্টারপাড়া কাঁচাবাজারের ব্যবসায়ীরা।

বাজারে গিয়ে দেখা যায়, বিক্রেতারা ডালাতে করে লেবু ও আম নিয়ে বসে আছেন। ক্রেতাদের দৃষ্টি আকর্ষণে বলে যাচ্ছিলেন, ‘৪ টাকা হালি লেবু’, ‘১০ টাকা কেজি আম।’ তবুও ক্রেতার দেখা মিলছিল না।

আবদুল মালেক নামের এক লেবু বিক্রেতা জানালেন, লকডাউনে বিক্রি কমে গেছে। সবুজ লেবু পেকে হলুদ হয়ে গেছে। এখন বিক্রি করতে না পারলে পচে যাবে। তখন পুরোটাই ক্ষতি। তাই এক টাকা পিস লেবু বিক্রি করে দিচ্ছেন। এসব লেবু তাঁর দুই টাকা করে কেনা।

পাশেই আম বিক্রি করছিলেন রজব আলী। ডালার পাকা আম দেখিয়ে বললেন, ‘এই আম আর রাখার জো নাই। সব পেকে গেছে। আজ বিক্রি না হলে ফেলে দিতে হবে। তাই কম দামেই দিচ্ছি।’ রজব আলী এসব আম ২০ টাকা কেজি দরে কিনেছিলেন বলে জানালেন।

বাজারে এসেছিলেন গৃহিণী সালমা বেগম। আম না কিনলেও দুই হালি লেবু কিনলেন। বললেন, তাঁর বাগানেই আম আছে। না থাকলে কিনতেন। কম দামে লেবু পেয়ে দুই হালি কিনে নিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাষ্ট্রায়ত্ত ও বহুজাতিক ১০টি লাভজনক কোম্পানি শেয়ারবাজারে আনার সিদ্ধান্ত

জকসুতে ভিপি, জিএস ও এজিএস হলেন শিবির-সমর্থিত প্রার্থীরা

সাবেক উপদেষ্টার বিরুদ্ধে মুরাদনগরে ঝাড়ুমিছিল

ভেনেজুয়েলার বিনিময়ে ২০১৯ সালেই ট্রাম্পের কাছে ইউক্রেন চেয়েছিল রাশিয়া

জাতীয় সংসদ নির্বাচনে কোটিপতি প্রার্থী ৫০১ জন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত